80 English Questions & Answers

80 English Questions & Answers for Beginners: আপনি কি ইংরেজিতে অনর্গল কথা বলতে চান? তাহলে অবশ্যই আপনাকে শিখতে হবে – কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়? তবে শুধু প্রশ্ন করা শিখলেই হবে না, তার সাথে শিখতে হবে – কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয়। তবেই আপনি fluently English বলতে শিখবেন। আজকে আমি আপনাকে শেখাব এমন কিছু বাছাই করা প্রশ্ন-উত্তর যেগুলি আমাদের প্রতিদিনের জীবনে সব সময় ব্যবহার হয়। ইংরেজি বলতে গেলে এগুলি আপনাকে শিখতেই হবে। এগুলি আপনার সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তাই অবশ্যই শিখে রাখুন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Daily Use English Questions & Answers

80 English Questions & Answers

  • কিভাবে শুরু করব?
  • How to start?
  • তুমি গ্রামার দিয়ে শুরু করতে পার।
  • You can start with the grammar.

 

  • তোমার উদ্দেশ্য কি?
  • What is your intention?
  • কিছুই না, আমি শুধু একটি দিন ছুটি চাই।
  • Nothing, I just want a day off.

 

  • কেমন লাগছে?
  • How are you feeling?
  • আমি ঠিক আছি।
  • I’m all right.

 

  • তুমি কি সেখানে আবার যেতে চাও?
  • Do you want to go there again?
  • অবশ্যই, আমি সেখানে যাব।
  • Definitely, I will go there.

 

  • আপনি ছুটিতে কখন যাবেন?   
  • When will you go on holiday?
  • পরের মাসে।
  • Next month.

 

  • কতক্ষণ ধরে তুমি আমার জন্য অপেক্ষা করছ?
  • How long have you been waiting for me?
  • 15 মিনিট ধরে।
  • For 15 minutes.

 

  • সে বাড়িতে আছে কি?
  • Is he at home?
  • হ্যাঁ, সে বাড়ীতে আছে।
  • Yes, he is at home.

 

  • আমার কি এখানে তোমার জন্য অপেক্ষা করা উচিত?
  • Should I wait for you here?
  • তোমার যা ইচ্ছে।
  • Whatever you want.

 

  • আজকের তারিখ কত?
  • What is the date today?
  • আজ নয়ই জুন।
  • Today is 9th June.

 

  • কেন তুমি আমার নাম্বার চাও?
  • Why do you want my number?
  • প্রয়োজনে কথা বলার জন্য।
  • To speak if necessary.

 

  • আমাদের কি আজ রাতে বের হওয়া উচিত?
  • Should we go out tonight?
  • না, আমি ক্লান্ত। চল আমরা ঘরে থাকি।
  • No, I’m tired. Let’s stay home.

 

  • আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি?
  • May I use your phone?
  • হ্যাঁ, অবশ্যই করতে পারেন।    
  • Yes, of course you can.

 

  • তুমি কি তোমার চাকরি পছন্দ কর?
  • Do you like your job?
  • হ্যাঁ, আমি এটা সত্যিই পছন্দ করি।    
  • Yeah, I really like it.

 

  • এতে কতক্ষণ সময় লাগবে?    
  • How long will it take?
  • একঘণ্টা লাগবে।
  • It will take an hour.

 

  • কোথায় ঘুমাতে হবে?    
  • Where to sleep?
  • তুমি সোফায় ঘুমাতে পারো।
  • You can sleep on the sofa.

Spoken English Questions & Answers

80 English Questions & Answers

  • সে কি এ বিষয়ে কিছু বলেছে?
  • Did he say anything about it?
  • না, সে কিছু বলেনি।
  • No, he didn’t say anything.

 

  • তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে?
  • Did you invite him?
  • না, তাকে আমন্ত্রন জানাইনি।
  • No, I did not invite him.

 

  • আপনি কি রবিবার বিলি করেন?
  • Do you deliver on Sundays?
  • না, রবিবার আমার ছুটি থাকে।
  • No, Sunday is my day off.

 

  • আজ কি বৃষ্টি হবে?
  • Will it rain today?
  • মনে হয় বৃষ্টি হবে না।
  • I don’t think it will rain.

 

  • তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন?
  • Do you need any help?  
  • না, ধন্যবাদ।
  • No, thank you.

 

  • কেন যেতে হবে?
  • Why to go?
  • সেখানে কিছু কাজ আছে, তাই।
  • There is some work to be done, so.

 

  • আমি কি তোমার পাশে বসতে পারি?
  • May I sit next to you?
  • হ্যাঁ, অবশ্যই বসতে পারো।
  • Yes, of course you can.

 

  • তুমি কি তুষার পছন্দ কর?
  • Do you like snow?
  • না, পছন্দ করি না।
  • No, I don’t like it.

 

  • আমি কি ভুল ছিলাম?
  • Was I wrong?
  • না, তুমি ভুল ছিলে না।
  • No, you were not wrong.

 

  • তুমি কি তাকে বাইরে যেতে দেখেছিলে?
  • Did you see him go out?
  • হ্যাঁ, দেখেছিলাম।
  • Yes, I saw him.

 

  • তুমি এখানে কি করছ?
  • What are you doing here?
  • এখানে কিছু কাজ আছে।
  • Here is some work.

 

  • তোমার বন্ধু কে?
  • Who is your friend?
  • জন আমার বন্ধু।
  • John is my friend.

 

  • তোমার বাবা কি করেন?
  • What does your father do?
  • তিনি একজন ডাক্তার।
  • He is a doctor.

 

  • তুমি কি কিনেছিলে?      
  • What did you buy?
  • কিছু সব্জি।
  • Some vegetables.

Basic Questions & Answers for Conversations

  • সে কি আবার ব্যর্থ হয়েছে?     
  • Has he failed again?
  • না, এবার সে ব্যর্থ হয়নি।
  • No, he did not fail this time.

 

  • আমরা কি একান্তে কথা বলতে পারি?
  • Can we talk in private?
  • হ্যাঁ, আমরা অবশ্যই পারি।
  • Yes, of course we can.

 

  • তোমার এখন কেমন লাগছে?
  • How are you feeling now?
  • আমি ভালো আছি।
  • I am good.
  • আমি ভাল অনুভব করছি।
  • I am feeling well.

 

  • সে কার বন্ধু?
  • Whose friend is he?       
  • সে আমার বন্ধু।
  • He is my friend

 

  • তুমি কি সামলাতে পারবে?
  • Can you handle it?
  • হ্যাঁ, পারবো।
  • Yes, I can.

 

  • তুমি কে?
  • Who are you?
  • আমি এই অফিসের ম্যানেজার।
  • I am the manager of this office.

 

  • তুমি কি নেবে? তুমি কি খাবার চাও?  
  • What would you like to have?
  • কেবল এক কাপ চা।
  • A cup of tea only.
  • Just a cup of tea.

 

  • তুমি কি কফি পান কর?
  • Do you drink coffee?
  • মাঝে মাঝে।
  • Sometimes.

Daily use Questions

    1. এখন কেন? Why now?    
    2. আমরা কি বলতে পারি? What can we say?
    3. কখন কথা বলতে হবে? When to speak?
    4. তুমি মিথ্যা বলো কেন? Why do you lie?
    5. আপনি কেন ব্যস্ত হচ্ছেন? Why do you bother?
    6. আপনার ব্যাথা কেমন আছে? How is your pain?
    7. কি হলো? What happened?
    8. কি ব্যাপার? What’s the matter?
    9. দিনটা কেমন গেছে তোমার? How was your day?
    10. তোমার বাবা কেমন আছে? How is your dad?