Spoken English Practice Class

Spoken English Practice Class: যারা নতুন ইংরেজি শিখছেন তাদের মুল সমস্যা হল তারা কথা বলতে গেলে আটকে যান। তার কারন হল তারা যখন বাক্য বলতে যায় তখন আগে বাংলায় ভাবে তারপর সেটাকে ইংলিশ translation করতে যায়। যার ফলে তারা আটকে যান। কারন কখনই word by word  translation করলে তার যথার্থ মানে হয় না। সবচেয়ে বড় সমস্যা হল নতুনদের কাছে stock of word কম থাকে তাই তারা বুঝতে পারে না কোন কথার কি রকম ইংরেজি হবে। নতুনদের প্রথম কাজ হল প্রতিদিন নিয়ম করে ইংরেজি শোনা বাংলা মানে সহ এবং তারসাথে নতুন শব্দগুলি লিখে রাখা এবং সেগুলি কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা খুব ভালো ভাবে লক্ষ্য করা। তাহলেই আপনি খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Daily use English sentences

Spoken English Practice Class:

  • লোকে কি করে সেখানে যায়?
  • How do people go there?

 

  • সে ভালো গান করে। 
  • She sings well.

 

  • টিকিট ঘর কোথায়?
  • Where is the ticket counter?

 

  • সে কোথায়?
  • Where is he?

 

  • আমি আগে কখনো দেখিনি। 
  • I’ve never seen it before.

 

  • বামদিকে।
  • Turn to the left.

 

  • অফিস থেকে কতদূর?
  • How far from the office?

 

  • ধূমপান একটি বদভ্যাস।
  • Smoking is a bad habit.

 

  • সেখানে যাবার রাস্তা কোনটা?
  • Which way to go there?

 

  • রাস্তার ওপারে।
  • Crossing the street.

 

  • আমি চা খাই না।
  • I do not take tea.

 

  • ট্রেনটি এখানে ১০ মিনিট দাঁড়াবে।
  • The train will stop here 10 minutes.

 

  • কত টাকা লাগবে?
  • How much will be that?

 

  • সে ২০ মিনিট দেরিতে আসবে।
  • He will be 20 minutes late.

 

  • কে আমার মোবাইলটা ভেঙেছে?
  • Who has broken my mobile?

 

  • এই মুহূর্তে বেরিয়ে যাও।
  • Get out at once.

 

  • আমি খেয়ে স্কুলে যাব।
  • I’ll go to school after eating.

 

  • ডানদিকে।
  • Turn to the right.

 

  • আয়ের থেকে ব্যয় বেশী করো না।
  • Don’t spend more than you earn.

 

  • আমার দাঁতের যন্ত্রনা হচ্ছে।
  • I have got a toothache.

 

  • এটা একটা তীর্থস্থান।
  • It is a place of pilgrimage. (পিল-গ্রিমেজ)

 

  • তিনি ছবি আঁকেন।
  • He is a painter.

 

  • এটি একটি একমুখো রাস্তা।
  • It is a one-way road.

 

  • সে কি করে?
  • What is he?

 

  • তোমার কি ভালো ঘুম হয়েছিল?
  • Did you sleep well?

 

  • আগের থেকে খারাপ মনে হচ্ছে।
  • Feeling worse than before.

Sentences You Can Use Everyday

Spoken English Practice Class:

  • এই বাড়িটা ভাড়া দেওয়া হবে।
  • This house is to be let.

 

  • ডাক্তার ডেকে আনো।
  • Call the doctor.

 

  • আমি জ্বরে কাঁপছি।
  • I am shivering with a fever.

 

  • চাঁদের নিজের কোন আলো নেই।
  • The moon itself has no light.

 

  • আজ তোমার আসার কথা ছিল।
  • You were supposed to come today.

 

  • সে বাসটি ধরতে পারলো না।
  • He could not catch the bus.

 

  • সে কি ঘাসের উপর শুয়ে আছে?
  • Is he lying on the grass?

 

  • এখানে লোকেরা কেন?
  • Why are the people here?

 

  • তোর কি কোন কাজ নেই?
  • Have you no job?

 

  • সবকিছু ঠিক আছে তো?
  • Is everything alright?

 

  • আমরা খেলতে গেলাম।
  • We went to play.

 

  • আগের থেকে ভালো আছি।
  • I’m better than before.

 

  • গরু একটি নিরীহ প্রাণী।
  • The cow is a humble animal.

 

  • কেন তুমি এখানে এসেছো?
  • Why have you come here?

 

  • বেশ ভালো আছি?
  • I am quite all right.

 

  • লোকটি মিথ্যা বলছে।
  • The man is lying.

 

  • তোমাকে ফ্যাকাশে দেখাচ্ছে।
  • You look pale.

 

  • আজ কেমন আছো?
  • How are you today?

 

  • রিতা এখনো খায়নি।
  • Rita hasn’t eaten yet.

 

  • গাড়ি কখন আসবে?
  • When will the car arrive?

 

  • গরিবদের সাহায্য কর।
  • Help the poor.

 

  • সে গত রাতে বাড়ি ফেরেনি।
  • She didn’t return home last night.

 

  • তিনি কখন বাড়ি ফিরবেন?
  • When will he return back?

 

  • তিনি ১০ নম্বরে থাকেন।
  • He lives at No 10.

 

  • দয়া করে আলোটা জ্বেলে দাও.
  • Please switch on the light.

 

  • তোমাদের ক্লাস কখন শুরু হয়?
  • When do your classes begin?

 

  • একখানা ফার্স্ট ক্লাস রিটার্ন দিন।
  • Give a first class return.

 

  • আমি দিল্লী যেতে চাই।
  • I want to go to Delhi.

 

  • কিছুক্ষন অপেক্ষা কর।
  • Wait for some time.

 

  • সে ভালো ইংরাজি জানে।
  • He knows English well.

 

  • এখন সাড়ে চারটে বাজে।
  • Now it is half-past four.

 

  • তুমি কখন ঘুমাতে যাও?
  • When do you go to sleep?

 

  • তিনি বেরিয়ে গেছেন।
  • He is out.

Spoken English Practice Class for Beginners

  • কখনো মিথ্যা কথা বলবে না।
  • Never tell a lie.

 

  • তার কি হয়েছে?
  • What happened to her?

 

  • সে খুব ভালো নেই।
  • He is not very well.

 

  • চল বেড়াতে যাই।
  • Let us go out for a walk.

 

  • তোমার হাতে ওটা কি?
  • What is it in your hand?

 

  • সে কি স্কুলে গিয়েছিল?
  • Did he go to school?

 

  • আমার গা বমি বমি করছে।
  • I feel nausea.

 

  • তারা স্টেশনে আসবে।
  • They will come to the station.

 

  • সে বাড়িতে নেই।
  • He is not in the house.

 

  • এখন তাকে যেতে দাঁও।
  • Let him go now.

 

  • তিনি কি করেন?
  • What is his profession?

 

  • তুমি এখানে কতক্ষন দাঁড়িয়ে আছ?
  • How long have you been standing here?

 

  • একেবারে সোজা।
  • Straight on.

 

  • ঘরে আর কে কে আছে?
  • Who else are in the room?

 

  • আমি আগের মতোই আছি।
  • I am as before.

 

  • ছেলেটি গান করতে করতে চলে গেল।
  • The boy went away singing.

 

  • এই বই গুলি কার?
  • Whose books are these?

 

  • তার বিশ্রী সর্দি হয়েছে।
  • He has caught a bad cold.

 

  • কাছা কাছি ভালো ডাক্তার আছে?
  • Is there a good doctor here?

 

  • ওই বাড়িটা কি?
  • What building is that?