Most Common Pronoun

Most Common Pronoun in English: আপনি কি স্পোকেন ইংলিশ শিখতে শুরু করেছেন? তাহলে সবার আগে এই শব্দগুলি শেখা উচিত। কারন ইংরেজি বলতে গেলে এই শব্দগুলি হাজার হাজার বার ব্যবহার হবে। তাই এই শব্দগুলির সঠিক অর্থ না জানা থাকলে ইংরেজি ভুল হতে থাকবে। ইংরেজির ভীত যদি না ভালো হয়, তাহলে কোনকিছুই ভালো হয় না। তাই প্রথম দিন থেকেই মন দিয়ে ইংরেজি শিখতে শুরু করুন। আজকে আগে আমরা শব্দগুলির সঠিক অর্থ শিখব। তারপর তাদের ব্যবহার শিখব।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Basic English Grammar - Pronoun

Most Common Pronoun in English:

1. Thoseসেগুলো
2. Somethingকিছু
3. Someoneকেউ, কেহ
4. Everythingসবকিছু
5. Everyoneসবাই
6. Anyoneযে কেউ
7. Everybodyসবাই
8. Somebodyকেউ
9. Anythingযে কোনো কিছু
10. Nobodyকেউ না
11. Noneকেউ না
12. Anybodyযে কেউ
13. Someকয়েকটি, কিছুটা
14. Anotherআরেকটা, আরেকজন
15. Nothingকোনটি না
16. আমি
17. Weআমরা
18. Youতুমি, তোমরা, আপনি, আপনারা, তোমাকে, আপনাকে, তোমাদিগকে, আপনাদিগকে
19. Heসে, তিনি
20. Theyতারা, তাহারা, ইহারা
21. Myআমার
22. Meআমাকে
23. Yourতোমার, তোমাদের, আপনার, আপনাদের
24. Myselfআমি নিজে
25. Herতার, তাহাকে (Female)
26. Himতাকে, তাহাকে (Male)
27. Theirতাদের, ইহাদের
28. Himselfসে নিজে
29. Itএটা, ইহা
30. Itsএর, ইহার
31. Ourআমাদের
32. Usআমাদিগকে
33. Yourselfনিজেকে
34. Sheসে, তিনি (Female)
35. Hisতার, তাহার (Male)
36. Themতাদের
37. Herselfসে নিজে (Female)
38. Itselfইহা নিজে
39. Themselvesতারা নিজে
40. Thisএই, ইহা
41. Theseএইগুলো, এইগুলি
42. Thatএটি, ঐ, উহা, উহাকে
43. Thoseসেগুলো, ঐগুলি, উহার
44. Whoকে, কাহারা, যে, যাহার
45. Whoseকার, যার
46. Whichযা, কোনটি, কোনগুলি, যাহা, যেগুলি
47. Whomকাকে
48. Whatকি

What is Pronoun?

এতক্ষন যে শব্দগুলি শিখলেন এদেরকে বলা হয় Pronoun. এইসব শব্দগুলিকে আমরা Noun এর পরিবর্তে ব্যবহার করে থাকি। অর্থাৎ – যে শব্দগুলিকে Noun এর পরিবর্তে ব্যবহার করা হয় তাকে Pronoun বলা হয়।  বাক্যে বার বার Noun কে ব্যবহার না করে, এই সমস্ত ওয়ার্ড গুলি ব্যবহার করে বাক্য তৈরি করা হয়। এর ফলে বাক্যগুলি অনেক শ্রুতি মধুর হয়। যেমন –
জন একজন ডাক্তার। John is a doctor.
এখানে John হল Noun.
আমরা জনের পরিবর্তে বলতে পারি –
সে একজন ডাক্তার। He is a doctor.
এখানে He হল Pronoun.

English Sentences using Pronoun

Most Common Pronoun in English:

  • আমি লন্ডনে আছি।
  • I am in London.

 

  • আমি শিক্ষক নই।
  • I am not a teacher.

 

  • আমি যেতে ভয় পাই।
  • I am afraid to go. Afraid – ভয় পাওয়া

 

  • আমি ভীষণ ক্ষুধার্ত।
  • I am terribly hungry. Terribly – ভয়ঙ্করভাবে, ভীষণ

 

  • আমি স্টেশনের কাছে।
  • I am near the station.

 

  • আমরা কোথায়?
  • Where are we?

 

  • আমরা খেলায় হেরেছি।
  • We lost the game.

 

  • আমরা প্রায়ই সেখানে যাই।
  • We go there often.

 

  • আমি তোমাকে বিশ্বাস করি।
  • I trust you.

 

  • তুমি অবশ্যই যাবে।
  • You must go.

 

  • তোমাকে ব্যস্ত দেখাচ্ছে।
  • You look busy.

 

  • তোমাকে অসুস্থ লাগছে।
  • You look sick.

 

  • তুমি মিথ্যা কেন বলো?
  • Why do you lie?

 

  • সে আসতে পারে।
  • He can come.

 

  • সে একাই ছিল।
  • He was alone.

Daily use English Senences

Most Common Pronoun in English:

  • তিনি বাড়িতে ছিলেন।
  • He was at home.

 

  • সে এখনও এখানে আছে।
  • He is still here.

 

  • আমি তাদের কাউকেই পছন্দ করি না।
  • I don’t like any of them.

 

  • তারা অভিনেতা।
  • They are actors.

 

  • তারা কি বন্ধু?
  • Are they friends?

 

  • তারা ক্লাসে আছে।
  • They are in class.

 

  • আমাকে ঢুকতে দাও।
  • Let me in.

 

  • এটা তাকে দাও।
  • Give it to him.

 

  • আমি তাকে দৌড়াতে দেখলাম।  
  • I saw him running.

 

  • সে তার জন্য রান্না করে।
  • She cooks for him.

 

  • এটা আবার চেষ্টা কর।
  • Try it again.

 

  • এটা কে তৈরি করেছে?
  • Who built it?

 

  • এটা ছোঁবে না।
  • Don’t touch it.

 

  • ওটা আমাদের বাড়ি।
  • That’s our house.

 

  • চল আমাদের ঘর পরিষ্কার করি।
  • Let’s clean our room.

 

  • আমি নিজে ভ্রমণ করেছি।
  • I traveled by myself.

 

  • সেটা আমার।
  • That is mine.

 

  • এই পাতলা বইটি আমার।
  • This thin book is mine.

 

  • আমি তাদের ছবি পছন্দ করি।
  • I like their pictures.

 

  • তারা তাদের প্রতিশ্রুতি রাখবে।
  • They will keep their promise.

 

  • বাক্সে কিছুই নেই।   
  • There’s nothing in the box.

 

  • তুমি কি আরেক কাপ চা নেবে?
  • Would you like another cup of tea?