Idiomatic use of Bengali words - একই বাংলা শব্দের ব্যবহার
Idiomatic use of Bengali words – আজ আমরা শিখব একই বাংলা শব্দের নানান ব্যবহার। এমন কিছু বাংলা শব্দ আছে যা খুব সহজ কিন্তু যখন বাক্যে বসে তখন পুরো বাক্যের অর্থই পরিবর্তন করে দেয়। যার ফলে আমাদের ইংরেজি বলার সময় খুব অসুবিধা হয়। মানে বুঝে উঠতে পারি না যে কিভাবে বললে এটার ইংরেজি সঠিক হবে। বা কিভাবে ইংরেজি করবেন। তো আজকে আমরা এই ধরনের কিছু শব্দ বাক্য সহ শিখব।
Idiomatic use of Bengali words & expressions
কথা
সে অনেক দিনের কথা।
It happened long time ago.
এ ব্যাপারে মিঃ রয়ের সঙ্গে আমার কথা হয়েছে।
I had talk with Mr. Roy in this matter.
টমের আজ এখানে আসার কথা আছে।
Tom is expected here today.
তিনি আমার কথাগুলোতে মনোযোগ দেন না।
He pays no heed to my words.
দয়া করে আমার কথা শুনুন।
Please listen to me.
মিঃ রয় আমাকে কথা দিয়েছে।
Mr. Roy has given word me.
সে অনেক কথা।
It is a long story.
কাজ
এ কথায় কাজ কি?
What is the use of saying this?
এই ওষুধে আমার কোন কাজ হল না।
This medicine had no action on me.
এটা কোন কাজের কথা নয়।
It is an idle statement.
মাইক খুব কাজের লোক।
Mike is a very diligent person.
মিঃ সেনের কোন কাজ নেই।
Mr. Sen is out of employment.
সে কোন কাজের লোক নয়।
He is good for nothing.
সেখানে গিয়ে কাজ নেই।
It is needless to go there.
মুখ
আমি তার মুখের উপর এ কথা বললাম।
I said this to his face.
এ কথা আর মুখেও এনো না।
Don’t utter this any more.
এ ঘরটি পূর্ব মুখী।
This room faces the east.
এই কাজটি করলে আমার বাবা মুখ করবেন।
If we do this, my father will scold us.
ছেলেটি মুখ ভার করে আছে।
The boy looks gloomy.
টম আমার দিকে মুখ বাঁকালো।
Tom sneered at me.
তার মুখ বন্ধ করা হয়েছে।
He has been gagged.
মুখ সামলে কথা বল।
Hold your tongue.
হাত
আমার এখন হাত খালি।
I am penniless now.
আসামীকে হাতকড়া পরানো হল।
The accused was put in handcuffs.
চোরটা হাতে নাতে ধরা পড়ল।
The thief was caught red-handed.
ডাক্তার আমার হাত দেখলেন।
The doctor felt my pulse.
অল্প
অল্প অল্প করে ফলের রস খাও।
Drink the fruit juice by ships.
অল্প বিদ্যা ভয়ঙ্করী।
A little learning is dangerous thing.
তার অল্প অল্প জ্বর আছে।
He has a low fever.
সে অল্প কথার লোক।
He is a man of few words.
কাঁচা
এটি একটি কাঁচা রাস্তা।
This is an unmetalled road.
ছেলেটি অঙ্কে কাঁচা।
The boy is weak in Maths.
ছেলেটির কাঁচা বুদ্ধি।
The boy has not a mature brain.
মিঃ রয় একটি কাঁচা চাকরি পেয়েছেন।
Mr. Roy has got a temporary job.
সে বয়সে কাঁচা।
He is tender in age.
ছোটো
ছোটো কথায় কান দিও না।
Do not lend your ears to such small matters.
সে আমার ছোটো ভাই।
He is my younger sister.
সে একটি ছোটো লোক।
He is a mean fellow.
সে ছোটো প্রকৃতির লোক।
He is a man of base nature.
পাতলা
তার ঘুম পাতলা।
He has light sleep.
মেয়েটির চুল পাতলা।
The girl has thin hair.
সে খুব কান পাতলা।
He is very credulous.
সে পাতলা আহার করে।
He takes light meals.
পাকা
এবার আমরা কথাটি পাকা করে ফেলি।
Let us settle the terms.
কাপড়টির রঙ পাকা।
The cloth has fast color.
ছেলেটি একটি পাকা বদমাশ।
The boy is a confirmed rogue.
তার চুল পাকা।
Her hair is grey.
তার হারটি পাকা সোনার তৈরি।
Her necklace is made of pure gold.
মিঃ রয় পাকা কথা দিয়েছেন।
Mr. Roy has given his final word.
এই ধরনের আরও অনেক বাক্য আছে, যে গুলি আমাদের জানা বা শেখা উচিত। তাহলে আমরা যেকোন সময় সঠিকভাবে ইংরেজি বলতে পারব। এগুলি খুবই সহজ শুধু আমাদের এদের ব্যবহার শিখে নিতে হবে। তাহলে আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন। আমি চেষ্টা করব আরও এই ধরনের বাক্য নিয়ে আসতে যদি আপনারা পছন্দ করেন। আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো।