‘are’ এর ব্যবহার

‘are’ দিয়ে ৩০টি বাক্য যা আপনাকে দ্রুত এবং Proper English বলতে শেখাবে – দ্রুত ইংরেজি বলতে গেলে ‘are’ এর ব্যবহার অবশ্যই শিখতে হবে।

You এর সাথে সব সময় ‘are’ ব্যবহার করা হয়।
তাছাড়া –
বাক্যটি যদি Present Continuous Tense হয়ে থাকে তাহলে am, is এর সাথে are কেও সাহায্যকারী Verb হিসাবে ব্যবহার করা হয়।
তবে এক্ষেত্রে Main Verb এর সাথে ‘ing’ যোগ করা হয়।

তাছাড়া বাক্যের Subject যদি We, They ইত্যাদি হয়ে থাকে তাহলে ‘are’ ব্যবহার করা হয়।

তারা শুরু করতে চলেছে।
They are about to start.

তিন জন এখনও নিখোঁজ রয়েছে।
Three people are still missing.

তুমি কাঁদছ কেন?
Why are you crying?

তুমি কি আগামিকাল খালি আছ?
Are you free tomorrow?

তুমি কি ইংরেজী শিখছ?
Are you studying English?

তুমি কি উত্তেজিত?
Are you excited?

তুমি কি একজন ছাত্র?
Are you a student?

তুমি কি একজন ডাক্তার?
Are you a doctor?

তুমি কি করছো?
What are you doing?

তুমি কি ক্লান্ত?
Are you tired?

তুমি কি ঠিক আছ?
Are you all right?

তুমি কি নিশ্চিত?
Are you sure?

তুমি কি পাগল?
Are you mad?

তুমি কি ফেসবুকে আছো?
Are you on Facebook?

তুমি কি ভালো রান্না করতে পারো?
Are you good at cooking?

তুমি কি মজা করছ?
Are you kidding?

তুমি কি যেতে প্রস্তুত?
Are you ready to go?

তুমি কি রান্না করছ?
What are you cooking?

তুমি কী ক্ষুধার্ত?
Are you hungry?

তুমি কী তৈরী?
Are you ready?

তুমি কেমন আছ?
How are you?

তুমি কোথা থেকে আসছো?
Where are you from?

তুমি কোথায়?
Where are you?

তুমি খুব সুন্দর।
You are very beautiful.

তুমি ঠিক আছ?
Are you OK?

তুমি দেরি করছ।
You are late.

তোমাকে এত বিষণ্ণ লাগছে কেন?
Why are you looking so sad?

লেবু টকযুক্ত।
Lemons are sour.

সব পুরুষ সমান।
All men are equal.

সব মানুষই সমান।
All people are equal.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

Leave a comment