Correct use of Should, Must & Have to

In order to find out more about correct use of Should Must & Have to please click here.

The post is showing Correct use of Should Must & Have to valuable information but also try to cover the following subject:
-Difference between must and have to
-How to use have to
-Modals have to must should

আজকে আমরা শিখব Should, Must এবং Have to এর ব্যবহার। Correct use of Should, Must & Have to জীবনে কোনদিন ভুল হবে না।

Correct use of Should, Must & Have to

Should = advice – উপদেশ দিতে ব্যবহার করা হয়
Must = Force – কোনকিছু অবশ্যই করতে হবে, মানে জোর করা হয়।

যদি ইংরেজিতে এই রকম একটি বাক্য থাকে –
You_______go.
তাহলে এখানে আমরা কি বসাব? Should, must নাকি have to

কি confusion হচ্ছে? তাহলে বলে দিই এই বাক্যটির জন্য আমরা সবগুলিই ব্যবহার করতে পারি।
You should go.
You must go.
You have to go.

কিন্তু যদি বাংলায় ব্যক্ষ্যা করা যায় তাহলে এই রকম হবে।
You should go. তোমার যাওয়া উচিত। (উপদেশ)
You must go. তোমাকে অবশ্যই যেতে হবে। (Force – জোর করা)
You have to go. তোমাকে যেতে হবে। (বাধ্যতা)

এবার যদি এদের সাথে be যোগ করে দেওয়া হয়, তাহলে কি হবে? দেখা যাক একটা উদাহরন নিয়ে।
Should be – হওয়া উচিত (advice)
Must be – হওয়া আবশ্যক (Force)
Have to be – হতে হবে

You ________ be a doctor.
এখানে আপনি কি বসাবেন? এখানেও আমরা সব গুলি বসাতে পারি।
You should be a doctor.
You must be a doctor.
You have to be a doctor.
এই বাক্যগুলি correct.
কিন্তু যদি এদের বাংলা করা হয় তাহলে এদের অর্থ হবে।
You should be a doctor. তোমার ডাক্তার হওয়া উচিত।
You must be a doctor. তোমাকে অবশ্যই ডাক্তার হতে হবে।
You have to be a doctor. তোমাকে ডাক্তার হতে হবে।

Should have এবং Must have এর মধ্যে পার্থক্য কি?

এবার চলুন দেখে নিই should have এবং Must have এর মধ্যে পার্থক্য কি?
Should have = থাকা উচিত
Must have = অবশ্যই থাকতে হবে

You should have a car. তোমার একটি গাড়ি থাকা উচিত।
You must have a car. তোমার অবশ্যই একটি গাড়ি থাকা উচিত। / অবশ্যই থাকতে হবে

আমি এই বাক্যগুলিতে কোন condition দিইনি। তাই আমরা এখানে should বা must ব্যবহার করতে পারি।

আমি এখানে একটা ধারনা দেওয়ার চেষ্টা করছি। একটু পরেই আমি details এ আলাদা আলাদা ভাবে আলোচনা করব। যাতে আপনি পুরোপুরি ভাবে বুঝে যান। এবং এদের ব্যবহার করতে গিয়ে আপনার যাতে না কোন সমস্যা হয়। আশা করি আপনার পুরো বিষয়টি একদম পরিস্কার হয়ে যাবে। 

Should be এর ব্যবহারঃ

কারো কিছু “হওয়া উচিত” বোঝালে সেই বাক্যের ইংরাজিতে should be ব্যবহার হয়।
তোমার সাবধান হওয়া উচিত। You should be careful.
তোমার ডাক্তার হওয়া উচিত। You should be doctor.

কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর “কোথাও থাকা উচিত” বুঝালে উচিত কথার ইংরেজি should be হয়।

এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। There should be a school in this village.
প্রত্যেক গ্রামে একজন ভালো ডাক্তার থাকা উচিত। There should be a qualified doctor in every village.

যে বাক্যে subject বা কর্তা থাকে না, সেই বাক্যে “উচিত” অর্থে ইংরাজি করার জন্য should be বসে আর verb এর past participle হয়। যেমন-
শিশুটির যত্ন নেওয়া উচিত। The baby should be taken care of.
অন্ধকে উপহাস করা উচিত নয়। The blind should not be laughed at.

Must এবং Have to এর সঠিক ব্যবহার

অনেকেরই মনে করেন must এবং have to এর অর্থ এবং ব্যবহার একই। কিন্তু না, তা পুরোপুরি এক নয়। তাহলে চলুন ভাল করে শিখে নিই must এবং have to এর ব্যবহার।

প্রথমেই আমাদের জানতে হবে must এবং have to এর বাংলা অর্থ কি?
Must- অবশ্যই/ বাধ্য হওয়া
Have to- করতে হবে/ করতেই হবে

এখানে একটা কথা মনে রাখতে হবে যে, কোন কাজ অবশ্য করণীয় বুঝাতে must এবং Have to ব্যবহার হয়ে থাকে । মানে আপনার কাছে সেটা করা ছাড়া আর কোন পছন্দ বা option থাকবে না, আপনাকে কাজটি করতেই হবে। যদিও must এবং have to উভয়েই present tense এর বাধ্যবাদকতা বোঝায় তাও এরা উভয়েই যেন future tense নির্দেশ করে।

Must কখন ব্যবহার করা হয়?

চলুন প্রথমে জেনে নিন Must কখন ব্যবহার করা হয়?
Must দ্বারা যে কাজ করার কথা বলা হয় সেই কাজের বাধ্যবাধকতা আসে Subject বা কর্তার নিজের ভিতর থেকে, বাইরের কোন কিছু তাকে প্রভাবিত করে না।

আমি অবশ্যই বিষয়টি সম্পর্কে জানব। I must know about the matter.
এখানে নিজের ইচ্ছেতেই আমি জানতে চাই, কেউ আমাকে জোর করছে না, তাই এখানে must ব্যবহার হবে।

Have to দ্বারা যে কাজ করার কথা বলা হয়, সেই কাজের বাধ্যবাধকতা আসে বাইরের দিক থেকে Subject বা কর্তার নিজের দিক থেকে নয়।
যেমন – সমাজ, ক্লাশ, অফিস, বিশ্ববিদ্যালয়, নিয়ম, ইত্যাদি থেকে, Subject বা কর্তার নিজের দিক থেকে নয়। অর্থাৎ যে কাজটির কথা বলা হয় সেটা Subject নিজ ইচ্ছায় সিদ্ধান্ত নেয় না। উদাহারন-
আমাকে বাঙ্কে সময়মত পৌঁছাতে হবে। I have to reach at bank in time.

আমাকে বাঙ্কে সময়মত পৌঁছাতে হবে। কিন্তু এখানে এটা আমার নিজের ইচ্ছে নেই কেউ আমাকে জোর করেছে যে আমাকে যেতে হবে সময় মত। তাই এখানে have to ব্যবহার হয়েছে।
নিশ্চয়তা প্রকাশ করতে must এর ব্যবহার করা হয়। উদাহারন-
আমাকে ব্যাপারটা সম্পর্কে অবশ্যই জানতে হবে। I must know about the matter.
তোমার লোকটিকে চেনা উচিত। You must know the man.

কোন কাজ অবশ্য করণীয় বা বাধ্যবাধকতা বুঝাতে must ব্যবহার করা হয়ে থাকে। উদাহারন-

তাকে অবশ্যই এই কাজ করতে হবে। He must do this.
তাকে অবশ্যই অনেক পড়াশোনা করতে হবে। He must study a lot.

বাক্যে সম্ভাবনা বুঝাতে must এর ব্যবহার করা হয়ে থাকে। উদাহারন-
She must be sick.
You must be happy.

Have to এর ব্যবহার

চলুন এবার Have to এর ব্যবহার শিখি
আমি আগেই বলেছিলাম-
Have to দ্বারা যে কাজ করার কথা বলা হয়, সেই কাজের বাধ্যবাধকতা আসে বাইরের দিক থেকে, Subject বা কর্তার নিজের দিক থেকে নয়।
কোন কাজের বাধ্যবাধকতা বুঝাতে have to এর ব্যবহার হয়ে থাকে।
উদাহারন-
তুমি যাওয়ার আগে অবশ্যই তোমার কাজটা শেষ করবে। You have to finish your work before you go.
তোমাকে অবশ্যই একদিনের মধ্যে বাড়ির কাজটি সম্পূর্ণ করতে হবে। You have to complete your homework within one day.

আর একটা জিনিস এখানে মনে রাখা উচিত যে, বাংলা বাক্যের শেষে যদি “তে হবে” থাকে তখন have to বা has to বসে Person অনুযায়ী।
চলুন কিছু উদাহারন দেখা যাক-

আমাকে সেখানে যেতে হবে। I have to go there.
তোমাকে একটা গল্প লিখতে হবে। You have to write a story.
তাকে আইন মেনে চলতে হবে। He has to obey the law.
Subject বা কর্তা যদি 3rd Person Singular Number হয় তাহলে have to না হয়ে has to হবে।

কখনো কখনো ক্রিয়াকে আরও জোরালো করার জন্য must এবং have to একসাথে বসে। যেমন-
আমাকে কাজটা করতেই হবে। I must have to do the work.
আমাকে কথা রাখতেই হবে। I must have to keep my word.

যাইহোক আশা করি আপনাদের must এবং have to এর সঠিক ব্যবহার সম্পর্কে বোঝাতে পেরেছি।

Should এর ব্যবহার

Shall এর Past form হল Should,
সাধারণত বাক্যে উপদেশ বা উচিত বোঝাতে Should এর ব্যবহার করা হয়। যেমন –
তোমার কঠোর পরিশ্রম করা উচিত। You should work hard.
তোমার এখন যাওয়া উচিত। You should leave now.

# কোন বাক্যে উচিত বোঝালে যেমন should ব্যবহার হয়। ঠিক তেমনি ‘Should’ এর পরিবর্তে আমরা ‘Ought to’ ব্যবহার করতে পারি।
We ought to obey the law. আমাদের উচিত আইন মেনে চলা।
এখানে আমরা ‘ought to’ এর পরিবর্তে আমরা ‘should’ ব্যবহার করতে পারতাম।
We should obey the law.

Request বা অনুরোধ করতে ‘Should’ এর ব্যবহার
আমি কি একটা ফোন করতে পারি? Should I make a phone call, please?
আমি কি অপেক্ষা করব? Should I wait?