Ask Questions in English Easily

Ask Questions in English Easily: আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা হয়? এগুলি জানলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। যখন আপনি ইংরেজিতে কথা বলবেন তখন আপনাকে প্রশ্ন করতেই হবে। না হলে আপনার conversation দীর্ঘ হবে না। কারন একে অপরকে প্রশ্নের মাধ্যমেই conversation চলতে থাকে। তাই আপনাকে অবশ্যই ইংরেজিতে প্রশ্ন করা শিখতে হবে। আজকে আমি আপনাকে কয়েকটি শব্দের মাধ্যমে প্রশ্ন করা শেখাব। এই শব্দগুলি প্রশ্ন করার সময় বারবার ব্যবহার হয়। এবং আপনি খুব সহজেই ইংরেজিতে প্রশ্ন করা শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক –

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

How to ask questions in English?

Ask Questions in English Easily

How – কিভাবে/কেমন 
আপনি কেমন আছেন?How are you?
কিভাবে কথা বলে?How to talk?
তুমি কত টাকা চাও?How much money do you want? (How much – কত)
তোমার ভ্রমন কেমন ছিল?How was your journey?
আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?How may I help you?
কিভাবে যাবেন?How will you go?
এটা বলার সাহস হয় কিভাবে?How dare you say that?
কীভাবে রান্না শুরু করবেন?How to start cooking?
কিভাবে একটি গান গাইবেন?How to sing a song?
Which – কোনটি 
কোনটা আপনার কার?Which is your car?
তুমি কোনটি চাও?Which one do you want?
আপনি কোন বিষয় পছন্দ করেন?Which subject do you like?
তাদের মধ্যে আপনার ভাই কে?Which of them is your brother?
তুমি কোনটা পছন্দ কর?Which one do you like?

Most Common Questions In English

Ask Questions in English Easily

Do – করা 
তবে আজকে আমরা Do কে প্রশ্ন করতে ব্যবহার করব। দেখা যাক Do দিয়ে কিভাবে প্রশ্ন করা হয়। 
তুমি কি জানো?Do you know?
আমার কি তোমাকে বলার দরকার আছে?Do I need to tell you?
আমার কি যাওয়ার দরকার আছে?Do I need to go?
আপনি কি পার্টিতে যেতে চান?Do you want to go to the party?
তুমি কি এটা চাও?Do you want it?
Are – হয় 
তুমি কি আছ?Are you there?
আপনি কি একই প্রার্থী?Are you the same candidate?
তুমি ঠিক আছ?Are you ok?
তুমি কি আমার সাথে আসছ?Are you coming with me?
তুমি কি প্রস্তুত হচ্ছ?Are you getting ready?
Can’t – পারে না 
চুপচাপ বসে থাকতে পারিস না?Can’t you sit quietly?
আপনি একটি গাড়ী কিনতে পারেন না?Can’t you buy a car?
ধীরে কথা বলতে পারো না?Can’t you talk slowly?
তুমি কি পারো না এটা করতে?Can’t you do this?
ভেতরে আসতে পারো না?Can’t you come in?

Ask Questions in English Easily

Why – কেন 
কেন আপনি এটা চান?Why do you want this?
কেন আপনি এখানে আছেন?Why are you here?
কেন এমন করলে?Why do you do so?
হাসছ কেন?Why are you laughing?
আমি কেন এটা করব?Why should I do this?
কেন যেতে চান?Why do you want to go?
কেন তারা আমাদের ডাকল?Why did they call us?
আমি কেন তার সাথে কথা বলব?Why should I talk to him?
তুমি কেন এটা করছ?Why are you doing this?
What – কি 
কেন করছ?Why are you doing?
আপনি কি খুজছেন?What are you looking for?
তুমি কি দেখতে চাও?What do you want to see?
তোমার কি হয়েছে?What happened to you?
আপনার নাম কি?What is your name?
তুমি কি অনুশীলন করছ?What are you studying?
আপনি কি জানতে চান?What do you want to know?
তুমি কি বলতে চাও?What do you want to say?
তুমি কি রান্না করছ?What are you cooking?
তুমি কি ভাবছ?What are you thinking?
Who – কে 
ইনি কে?Who is this?
ওখানে কে?Who is there?
পরবর্তী কে?Who is next?
কে হাসছে?Who is laughing?
তারা কারা?Who are they?
সে কে?Who is he?
কে আসছে?Who is coming?
এখন কে এসেছে?Who came now?
তারা কারা?Who are they?

Basic questions in English

Ask Questions in English Easily

Where – কোথায় 
আপনি কোথায় যেতে চান?Where do you want to go?
আপনি কোথায় যাচ্ছেন?Where are you going?
আপনি কোথায় বাস করেন?Where do you live?
তুমি কোথা থেকে আসছো?Where are you from?
কোথায় থাকব?Where to live?
কোথায় খেলতে হবে?Where to play?
আমাদের কোথায় থাকা উচিত?Where should we stay?
তুমি কোথায়?Where are you?
কোথায় বসব?Where to sit?
কোথায় খাবার খাবেন?Where to eat food?
Whom – কাকে 
কাকে পাঠাবো?Whom to send?
কার সাথে দেখা করবেন?Whom to meet?
আপনি কাকে জানেন?Whom do you know?
কার সাথে কথা বলছো?With whom are you talking to?
আপনি কার সাথে কথা বলতে চান?To whom do you want to talk?
আপনি কাকে দেখতে চান?Whom do you want to see?
আপনি কার সাথে দেখা করতে চান?Whom do you want to meet?
Whose – কার 
এটা কার গাড়ি?Whose is this car?
এরপর কার পালা?Whose turn is next?
এই কলমটা কার?Whose is this pen?
কার পালা?Whose turn is it?
ওগুলো কার জুতা?Whose shoes are those?
When – কখন 
তুমি কখন আসতে চাও?When do you want to come?
কখন তুমি আসবে?When are you coming?
তুমি কখন যেতে চাও?When do you want to go?
আমার কখন কথা বলা উচিত?When should I speak?
আমি আমার বেতন কখন পাব?When will I get my salary?
তুমি কখন এসেছিলে?When did you come?