Correct use of “The” in Bengali || The এর সঠিক ব্যবহার

“The” এর সঠিক ব্যবহার || Correct use of “The”

The এর সঠিক ব্যবহার || Correct use of The

নির্দিষ্ট কোনও ব্যক্তি বা প্রাণী বা বস্তু বোঝাতে Singular Common Noun এর আগে The বসাতে হয়। 
Who gave you the picture?
কে তোমাকে ছবিটা দিল?

Please, open the door.
অনুগ্রহ করে দরজাটা খোল।

The students of the school are very gentle.
এই স্কুলের ছাত্ররা খুব শান্ত।

 আরও ভালো ভাবে বুঝতে ভিডিওটি দেখে নিন

নদী, পাহাড়, সমুদ্র, দ্বীপ পুঞ্জ, জাতি, ধর্ম গ্রন্থ, সংবাদ পত্র, বিখ্যাত ঘটনা বা স্থানের নাম প্রকাশ করে এমন word এর আগে “The” বসে।

যেমন-
The Ganges (নদীর নাম)
The Himalayas (পর্বতের নাম)
The Koran (ধর্মগ্রন্থের নাম)
The Ananda Bazar (সংবাদ পত্রের নাম)
The Indian Ocean (সাগরের নাম)
The Titanic (জাহাজের নাম)
The Tajmahal (বিখ্যাত স্থাপত্যের নাম)
The French (ফরাসি জাতির নাম)

জগতে যে বস্তু একটি মাত্র বর্তমান থাকে, তার নামের আগে “The” বসে।
যেমন-
The earth
The sun
The moon

দিকের নামের আগে “The” বসে।
যেমন-
The east
The west
The north
The south

Adjective – এর সর্বোচ্চ মাত্রা বোঝায় এমন word- এর আগে “The” বসে।
যেমন-
The best (সবচেয়ে ভালো)
The oldest (সবচেয়ে পুরাতন)
The strongest (সবচেয়ে শক্তিশালী)

Proper noun – এর আগে “The” বসে না।
যেমন-
Keats was a great poet.

কিন্তু তুলনা বোঝাতে Proper Noun এর আগে “The” বসে।
যেমন-
Kalidas is the Shakespeare of India.

সাধারণত গুন বা দোষ বাচক শব্দের আগে The ব্যবহার করা হয় না।
যেমন-
Honesty – সততা
Beauty – সৌন্দর্য
Truthfulness – সত্যবাদিতা
Cruelty – নিষ্ঠুরতা
Mercy – করুনা

কিন্তু কোন বিশেষ ব্যক্তির কোন গুন উল্লেখ করতে হলে ঐ গুনবাচক শব্দের আগে The ব্যবহার করা হয়।
বিদ্যাসাগরের মহত্ব – The nobility of Vidyasagar.
রবীন্দ্রনাথের প্রতিভা – The genius of Rabindranath.

রীতি অনুযায়ী কতকগুলি দেশের নামের আগে “The” বসে।
যেমন-
The Deccan – দাক্ষিণাত্য
The Punjab – পাঞ্জাব

Superlative Degree বা শ্রেষ্ঠত্বসূচক পদের আগে The ব্যবহার করা হয়।
যেমন-
Ram is the best student of the class.   
রাম ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র।

কখনও শ্রেনিবাচক Noun করার জন্য Adjective এর আগে The ব্যবহার করা হয়।
যেমন-
The Poor
The Rich

কোন শ্রেষ্ঠ বস্তু, স্থান বা ব্যক্তির সঙ্গে অন্য ঐ জাতীয় বস্তু, স্থান ব্যক্তির তুলনা করতে অনেক সময় যার সঙ্গে তুলনা করা হয় তার আগে The বসে।

He is the Vidyasagar of today.
তিনি আজকের বিদ্যাসাগর।

Bangkok is called the Venice of the east.
ব্যাংকককে প্র্যাচ্যের ভেনিস বলা হয়।

যখন school, college, hospital, church এবং prison তাদের মুখ্য অর্থে ব্যবহার করা হয় তখন তাদের আগে The বসে না। কিন্তু অন্য কোন উদ্দ্যেশ্যে ঐ Noun গুলি ব্যবহার করা হলে তাদের আগে The বসে।

I go to school at 10 am.
আমি সকাল দশটায় স্কুলে যাই।

The school is very near to the station.
স্কুল বাড়িটি স্টেশনের খুব কাছে।

My mother has gone to market.
আমার মা বাজারে গেছেন।

The market was built by the British.
ব্রিটিশরা বাজারটি তৈরি করেছিল।

মানুষ জাতি বা নারীজাতি বোঝাতে Man বা Woman এর আগে The বসে না।

Man is mortal.
মানুষ মরণশীল।

A woman has a tender heart.
নারীর হৃদয় কোমল।

যাতায়াতের উপায় হিসাবে যেসব Common Noun ব্যবহার করা হয় তাদের আগে The বসে।
যেমন-
He uses the bicycle.
সে বাই সাইকেল ব্যবহার করে।

He boarded the plane on time.
সে ঠিক সময়ে প্লেনে উঠেছিল।

কিন্তু যখন যান বাহনের নামের আগে “by” এই Preposition টি থাকে তখন তার আগে “The” বসে না।

যেমন-
He came by bus.
সে বাসে করে এসেছিল।

He left Delhi by train.
সে ট্রেনে করে দিল্লী ত্যাগ করেছিল।

A, An এর সঠিক ব্যবহার || Correct use of A, An

Leave a comment