How to use some and any in spoken English?

স্পোকেন ইংলিশে কিভাবে Some এবং Any কে ব্যবহার করবেন?

স্পোকেন ইংলিশে কিভাবে আপনি some এবং Any কে ব্যবহার করবেন? আজকে আমি আপনাকে এদের ব্যবহার শেখাব – মানে ব্যবহারের নিয়ম শেখাব। তার সাথে অনেক উদাহারন দেব যাতে আপনি আপনার স্পোকেন ইংলিশের উন্নতি করতে পারেন।
How to use some and any in spoken English

Some – মানে কিছু, একটু বা কিছুটা
Any – মানে কিছু বা কোন বা কোন একটি

তো এদেরকে ব্যবহার করতে গিয়ে অনেকেই confuse হয়ে যান এবং ভুল করে বসেন। আশা করি আজকের পর আপনি আর কখনো ভুল করবেন না।

আরও ভালো ভাবে Some & Any এর ব্যবহার শিখুন 

অল্প কিছু পরিমান বোঝাতে Some এবং Any ব্যবহার করা হয়।
যেমন –
I need some time.
আমার কিছুটা সময় দরকার।

Do you have any gum?
তোমার কাছে কি কিছু আঠা আছে?

কোন অজানা ব্যক্তি বস্তু, স্থান বা সময়ের উল্লেখ করতে some ব্যবহার করা হয়।
See you again some time.
আবার কোন এক সময় দেখা হবে।

সময়টা এখানে কোন নির্দিষ্ট সময় নয়, কোন একটা সময়। তাই এখানে আমরা some ব্যবহার করলাম।

He has made some mistake.
তিনি কিছু ভুল করেছেন।

Some people have attacked me.
কিছু লোক আমাকে আক্রমণ করেছে।

এখানে “Some people” means কিছু অচেনা লোক, যাদেরকে আমি চিনি না, যারা আমার চেনা কেউ নয় – তারা আক্রমণ করেছে।

I like to go some places in rainy season.
আমি বর্ষাকালে কিছু জায়গায় যেতে পছন্দ করি।

Without, never কিংবা hardly এর সাথে any ব্যবহার করে না বাচক বাক্য তৈরি করা যায়।
যেমন –
No one can go to other country without any ID cards.
কোনও আইডি কার্ড ছাড়া কেউ অন্য দেশে যেতে পারবে না।

You can’t travel by train without any ID card. 
আপনি কোনও আইডি কার্ড ছাড়া ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।

I never miss any train.
আমি কখনও কোনও ট্রেন মিস করি না।

You have hardly any comic books.
তোমার কাছে কমিকের কোনও বই নেই।

কোন কিছু প্রস্তাব দেবার সময় some ব্যবহার করা হয়।
যেমন –
Do you want some help?
আপনি কি কিছু সাহায্য চান?

Do you want some soup?
আপনি কি কিছু স্যুপ চান?

আবার কিছু অনুরোধ করতেও some ব্যবহার কর হয়।
যেমন-

Can I play some music?
আমি কি কিছু গান বাজাতে পারি?

Can I have some water?
আমি কি কিছু জল পেতে পারি?

প্রশ্ন সূচক বাক্য এবং না বাচক বাক্যে অনেক সময় any ব্যবহার করা হয়।
যেমন –
I can’t take any more.
আমি আর নিতে পারব না।

I can’t wait any more.
আমি আর অপেক্ষা করতে পারছি না।
I don’t have any cash.
আমার কাছে কোন নগদ নেই।

Do you have any money?
তোমার কাছে কি কোন টাকা আছে?

Are we in any danger?
আমরা কি কোন বিপদে আছি?

অনেক গুলির মধ্যে কোন একটিকে বোঝাতে “any” ব্যবহার করা হয়।
যেমন-
Buy any dress you like.
তোমার পছন্দ মতো যে কোনও একটি পোশাক কিনে নাও।

এছাড়াও নানা ভাবে any এবং some ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া spoken English বলতে গেলেও আপনাকে খুব ভালোভাবে এদের ব্যবহার শিখতে হবে। চলুন আমি আরও কিছু ব্যবহার আপনাকে শেখাই যাতে আপনার এদের ব্যবহার বুঝতে সুবিধা হয়।

Some এর ব্যবহার
আমাকে আরও কিছু চা দাও।
Give me some more tea.

আমি কিছু পেঁয়াজ কেটেছি।
I chopped some onions.

আমার শুধু কিছুটা বিশ্রাম দরকার।
I just need some rest.

আমি কিছু গোপনীয়তা চাই।
I’d like some privacy.

আমি কিছু কফি বানাবো।
I’ll make some coffee.

সেখানে কিছু কি সমস্যা আছে?
Is there some problem?

চল কিছু কার্ড খেলা যাক।
Let’s play some cards.

তাদের কিছু সন্দেহ আছে।
They have some doubts.

আমি কি আপনাকে একটু চা দিতে পারি?
Can I get you some tea?

They have some doubts.

আমি কি আপনাকে একটু চা দিতে পারি?
Can I get you some tea?

আমার কিছু কাজ করার আছে।
I have some work to do.

এখানে যে বাক্যগুলি আপনাকে দিলাম প্রতিটি বাক্য প্রতিদিন আমাদের কাজে লাগে। তাই মনে রাখার চেষ্টা করুন। এতক্ষন আমরা some এর ব্যবহার শিখলাম।  এবার চলুন any এর ব্যবহার শিখি।

আপনার কি কোন সন্দেহ আছে?
Do you have any doubts?

আমাদের কোন দয়া করবেন না।
Don’t do us any favors.

আমি আর হাঁটতে পারব না।
I can’t walk any more.

আমার কোন টাকা নেই।
I don’t have any money.

আমি কোনও ক্ষতি দেখছি না।
I don’t see any damage.

আমি কোন সমস্যায় নেই।
I’m not in any trouble.

যে কোন মিনিটে বৃষ্টি হতে পারে।
It may rain any minute.

তোমার কি কোনো বোন আছে?
Do you have any sisters?

আমি কোনও বাঘ দেখিনি।
I didn’t see any tigers.

আমার কোন পছন্দ নেই।
I don’t have any choice.

আপনি যে কোনও দিন আসুন।
Come on any day you like.

আমি চেষ্টা করলাম some এবং any ব্যবহার শেখাতে। আশা করি আপনাদের doubt clear হয়ে গেছে। এবার আপনারাও ইংরেজি বলতে এদেরকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন।

5 thoughts on “How to use some and any in spoken English?”

Leave a comment