Learn English phrases for daily use with Bengali Meaning
Today I will teach you some English phrases for daily use that you will learn to speak English very quickly. আজকে আমি আপনাকে শেখাব কিছু বাক্য যেগুলি জানলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখবেন। যারা নতুন ইংরেজি শিখতে শুরু করেছেন এবং যারা ইংরেজিতে কথা বলতে চান তাদের খুব কাজে আসবে। তারা দ্রুত ইংরেজি বলতে শিখবেন। এগুলি খুব সহজ কিন্তু খুব কাজের জিনিস। এগুলি আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন। এবং ইংরেজি বলার সময় সব জায়গায় ব্যবহার করতে পারবেন।
সরো / সরুন
Move over
আপনার জানা উচিত ‘Move over’ – হল একটি Phrasal Verb এবং এটি স্পোকেন ইংলিশ বলতে গেলে যখন তখন আপনার অনেক কাজে আসবে।
যেমন –
আপনি কি দয়া করে সরবেন?
Will you please move over?
এটি Simple Future Tense এর উদাহারন। তারসাথে এটি Interrogative Sentence মানে ‘প্রশ্ন মূলক বাক্য’। আমি অনেকবার বলেছি Interrogative Sentence তৈরি করতে গেলে তার Structure হয় –
Helping Verb + Subject + Verb + Object + ?
এটা বলার কারন অনেকেই আছেন Interrogative Sentence তৈরি করতে পারেন না। এটা মনে রাখতে পারলে আপনি খুব সহজেই Interrogative Sentence তৈরি করতে পারবেন।
চলুন পরের উদাহারনে যাওয়া যাক –
একটু সরুন, যাতে আমি ভিতরে ঢুকতে পারি।
Move over a little, so I can get inside.
সরে যাও এবং আমাকে গাড়ি চালাতে দাও।
Move over and let me drive.
তাহলে এইভাবে আমরা ‘Move over’ কে ব্যবহার করতে পারি ইংরেজি বলার সময়।
আবার –
কিছুটা সরান
Move a bit
তোমার চাল
Your move
বা আমরা এটাও বলতে পারি –
Your turn
তোমার পালা
Anything – কিছু / যে কোনো কিছু
যেমন –
কিছু কি বাকি আছে?
Is anything left?
Is there anything left?
কিছু প্রয়োজন? / কিছু দরকার?
Need anything?
Need something?
আমি কিছুই জানি না।
I don’t know anything.
এটা Negative Sentence এর উদাহারন। আর Negative Sentence এইভাবে তৈরি করা হয় –
Subject + helping Verb + not + main verb + object
এখানে ‘helping Verb’ হিসাবে আমরা ‘Do’ এর ব্যবহার করেছি, যেহেতু এটা Simple Present Tense.
আবার –
সে ভিতরে নেই।
He is not in.
এখানে আপনি ‘in’ এর বদলে ‘inside’ ও ব্যবহার করতে পারেন।
যেমন-
He is not inside.
আমি কিছু মনে করিনি।
I don’t mind.
আমার দরকার নেই।
I don’t need.
আমার মনে নেই।
I don’t remember.
আবার অনেক সময় ইংরেজি বলার সময় Subject ছাড়াই Negative Sentence তৈরি করা হয়, এবং সেগুলি খুব কাজে আসে কথা বলার সময়। আমি চেষ্টা করছি সহজ সহজ উদাহারন দিয়ে বোঝাতে যাতে আপনি শিখতে পারেন এবং মনে রাখতে পারেন। এবং আপনি যাতে খুব দ্রুত ইংরেজি বলতে পারেন।
এখনো তৈরি হয়নি।
Not ready yet.
মানে আমি বলতে চাইছি – জিনিসটি এখনো তৈরি হয়নি।
The thing not ready yet.
এখানে Subject ‘The thing’ কিন্তু আমি সেটা ব্যবহার না করেই বললাম – Not ready yet.
আবার –
এখন না।
Not now.
এখনো পর্যন্ত না।
Not yet.
আশা হারাবেন না।
Don’t lose hope.
তাকে ঘৃণা করবে না।
Don’t hate her.
যেতে দিও না।
Don’t let go.
বিশ্বাস করবে না।
Don’t believe.
এটি ছেড়ে যাবে না।
Don’t leave it.
একা চলবে না।
Don’t walk alone.
নষ্ট করবে না।
Don’t waste.
আমি ধনী নই।
I’m not rich.
এটা Negative Sentence এবং এটি Simple Present Tense.
আমি যাচ্ছি না।
I’m not going.
এটাও Negative Sentence কিন্তু এটি Present Continuous Tense. কারন এখানে Helping Verb হিসাবে am কে ব্যবহার করা হয়েছে এবং Verb এর সাথে ‘ing’ যোগ করা হয়েছে।
S + am/is/are + Verb + ing + O
এটা সত্য নয়।
It’s not true.
কেউ কি বাড়িতে?
Is anybody home?
বিরোধিতা করবে না।
Don’t oppose.
ইতিবাচক হও।
Be positive.
এটা অন্যায়।
It’s unfair.
হিংসা করবে না।
Don’t be jealous.
এটা শেষ।
It’s over.
সব শেষ।
It’s all over. All finished.
এখনি এটা কর।
Do it now.
ফোনটি বেজে উঠল।
The Phone rang.
তুলে নাও / কুড়িয়ে নাও
Pick up
ফোন করে দিও।
Give a ring.
চিনি মেশাও।
Mix the sugar.
আশা করি এই বাক্যগুলি আপনাকে ইংরেজি শিখতে এবং বলতে অনেক সাহায্য করবে। কারন আমাদের প্রতিদিনের জীবনে এই ধরনের বাক্যগুলি সব সময় ব্যবহার হয়। এগুলি খুব সহজ এবং মনে রাখাও সম্ভব। তাই চেষ্টা করুন এখন থেকে বন্ধুদের সাথে কথা বলার সময় এই ধরনের বাক্যগুলি ব্যবহার করতে। তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে পারবেন। বাড়ির বাচ্চাদের সাথেও বাক্যগুলি শেয়ার করার চেষ্টা করুন, তাদের সাথেও ইংরেজি বলুন এইরকম ছোট ছোট বাক্যে। তাহলে আপনার যেমন লজ্জা ধিরে ধিরে কেটে যাবে এবং আপনি একটা confident পাবেন, যা আপনাকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে।