English speaking course Bangla

Learn how to improve spoken English? English speaking course Bangla for Beginners. আজকে আমি আপনাকে শেখাব এমন কিছু ইংরেজি যা আপনার একদম বেসিক লেভেল থেকে শুরু করা উচিত, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে পারবেন। এগুলি খুব সহজ কিন্তু খুবই কাজের। এগুলি আপনাকে ইংরেজি শিখতে এবং বলতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক – 

কি কি শিখবেন?
01. Use Of “Over” in Spoken English
02. “Close” কে কিভাবে ব্যবহার করবেন?
03. Difference between ‘Close’ & ‘Near’
04. ‘Negative Sentence’ কিভাবে বানাবেন?
05. ‘Remember’ এবং ‘Recall’ এর মধ্যে পার্থক্য কি?
06. প্রতিদিন কাজে লাগে এমন কিছু English Phrases

English Speaking Course Bangla 01

01. Use Of "Over" in Spoken English

Think it over
এটা চিন্তা করে দেখুন
আমরা জানি – ‘Over‘ – মানে ‘উপরে’, তবে ‘Over‘ কে নানা ভাবে বাক্যে ব্যবহার করা হয়ে থাকে।
যেমন –
She jumped over the gate.
সে গেটের ওপরে লাফিয়ে উঠল।

যেমন আমরা বলি –
সব শেষ।
It’s all over.
এখানে ‘Over‘ মানে ‘শেষ হয়ে যাওয়া’

আবার যদি বলি –
He must be over eighteen.
তার বয়স আঠারও বেশি হতে হবে।
এখানে ‘Over‘ মানে ‘বেশি’

# কোন কিছু ব্যবহার করা অর্থে Over word টি ব্যবহার করতে পারি।
I heard the news over the radio.
আমি রেডিওতে খবরটি শুনেছি।

বা বলতে পারি –
They speak over the phone.
তারা ফোনে কথা বলে।
প্রথম বাক্যটিতে খবর শোনার জন্য ‘রেডিও’ ব্যবহার হয়েছে, ঠিক তেমনি দ্বিতীয় বাক্যে কথা বলার জন্য ‘ফোন’ ব্যবহার করা হয়েছে। তো এইভাবে কোন জিনিস ব্যবহার অর্থে ‘over’ word টি use করা যেতে পারে।

I was almost run over by a car.
আমাকে একটি গাড়ি প্রায় চাপা দিয়ে দিয়েছিল।
run over – চাপা দেওয়া

The girl singing over there is my sister.
ওখানে যে মেয়েটি গান করছে সে আমার বোন।
over there – ওখানে

তো এইভাবে ‘over’ কে নানাভাবে ব্যবহার করতে পারি। এগুলি জানলে আপনি স্পোকেন ইংলিশ অনেক ভালো ভাবে বলতে পারবেন।

02. "Close" কে কিভাবে স্পোকেন ইংলিশে ব্যবহার করবেন?

ইংরেজিতে আরেকটি শব্দ আছে ‘Close’
‘Close’ – মানে ‘কাছাকাছি, বন্ধ করা, প্রায়, মনোযোগ’ ইত্যাদি, এছাড়াও আরও অনেক ভাবে ব্যবহার করা হয়। চলুন আমি কিছু উদাহারন দেখাই যেগুলি যখন তখন আপনার কাজে লাগবে ইংরেজি বলার সময়। যেমন –

মনোযোগের সাথে লক্ষ্য করো
Watch closely
এখানে ‘closely’ মানে ‘মনোযোগের সাথে’

গেটটি বন্ধ কর।
Close the gate.
এখানে ‘close’ মানে বন্ধ করা।

বা বলতে পারি –
তোমার চোখ বন্ধ কর।
Close your eyes.

এটাকে আরও কাছে নিয়ে এসো।
Bring it closer.
‘Closer’ – আরও কাছে।

এটা খুব কাছাকাছি।
It’s very close.

আমরা খুব কাছাকাছি।
We’re too close.

তুমি খুব কাছে। / তুমি খুব কাছাকাছি চলে এসেছে।
You’re so close.

‘খুব কাছাকাছি’ বোঝাতে আমরা – ‘very close’, ‘too close’ কিংবা ‘so close’ word গুলি ব্যবহার করতে পারি।

আবার এরকম বলতে পারি –
শুধু কাছে থাকুন।
Just stay close.

এখন বন্ধ করার সময়।
It’s closing time.

English Speaking Course Bangla

03. Difference between Close & Near

তবে আমরা আর একটি শব্দ জানি সেটা হল – ‘Near’
‘Near’ মানেও ‘কাছে’
His house is very near.
তার বাড়ি খুব কাছেই।

His house is very close.
তার বাড়ি খুব কাছে / কাছাকাছি।
তাহলে কাছে বা কাছাকাছি অর্থে আমরা ‘Near বা close’ দুটোই ব্যবহার করতে পারি, এতে অর্থের খুব একটা পরিবর্তন হয় না।

কিন্তু যদি বলি –
John and I are very close friends.
জন এবং আমি খুব ঘনিষ্ঠ বন্ধু।
এখানে আমরা ‘Near’ ব্যবহার করতে পারব না। আমরা এটা বলতে পারব না –
John and I are very near friends.
এটা একদম ভুল ইংলিশ।
এটা খুব ভালো ভাবে মনে রাখতে হবে।

আবার
কাছে থাকুন / কাছাকাছি থাকুন – এর ইংরেজি
Stay close by
কাছাকাছি কোন ডাকঘর আছে?
Is there a post office close by?
আমার বন্ধুরা কাছাকাছি থাকে।
My friends live close by.
তাহলে আমরা শিখলাম – ‘close by’ মানে ‘কাছাকাছি’

04. Negative Sentence কিভাবে বানাবেন?

এবার চলুন কিছু Negative Sentence শেখা যাক – যেগুলি সব সময় ব্যবহার করতেই হয়।
আমার ভাল লাগছে না। / আমার খারাপ লাগছে৷
I don’t feel well.
এখানে ‘Well’ এর বদলে ‘Good’ ব্যবহার করতে পারি।
I don’t feel good.

Negative Sentence গঠন করার একদম সহজ নিয়ম হল –
Subject + Helping Verb + Not + Main Verb + Object

আবার –
বেশী খেয়ো না।
Don’t eat too much.

আমার ক্যামেরাটি স্পর্শ করবে না।
Don’t touch my camera.

আমাকে ঘৃণা করবেন না।
Don’t hate me.

যদি খেয়াল করা যায় এখানে কিন্তু ‘subject’ নেই।
Helping Verb + Not + Main Verb + Object
ওপরেরে বাক্যগুলিতে ‘You’ subject হিসাবে আছে। কিন্তু সেটা উহ্য।

এই ধরনের বাক্যগুলি যখন তখন কাজে লাগে ইংরেজি বলার সময়, এগুলি আপনার অভ্যাস করা উচিত।

05. Remember এবং Recall এর মধ্যে পার্থক্য কি?

মনে করার চেষ্টা করুন।
Try to remember.

আমি মনে করতে পারছি না।
I can’t remember.

তুমি কী আমাকে চিনতে পারছ? / তোমার কি আমাকে মনে আছে?
Do you remember me?

মনে নেই? / তুমি কি মনে করতে পারছ না?
Don’t you remember?

‘Remember’ এর বদলে আমরা আর একটি শব্দ ব্যবহার করতে পারি – সেটা হল – ‘Recall’
Recall – স্মরণ করা
যেমন –
আমার মনে নেই। তো এই বাক্যটির ইংরেজি করতে আমরা ‘Recall’ word টি ব্যবহার করতে পারি।
আমার মনে নেই।
I don’t recall.

কে বলেছিল তা মনে করতে পারছি না।
I can’t recall who said that.

কী ঘটেছে তা মনে করার চেষ্টা কর।
Try to recall what happened.

তো এইভাবে alternative word use করে ইংরেজি বলার চেষ্টা করুন, এতে আপনার ইংরেজি শুনতে অনেক ভালো লাগবে, এবং আপনি নিজের প্রতি একটা confident পাবেন।

06. প্রতিদিন কাজে লাগে এমন কিছু English Phrases

হাসি থামাও
Stop laughing

শুধু এটি বন্ধ করুন।
Just stop it.

চলাফেরা বন্ধ কর!
Stop moving!

গাড়িটি এখন থামাও।
Stop the car now.

এটা কেউ থামাতে পারবে না।
Nobody can stop it.

আমাকে থামানোর চেষ্টা করবে না।
Don’t try to stop me.

তো এইভাবে ছোট ছোট বাক্যে আমরা ইংরেজি শিখতে পারি। এতে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। আর বাক্যগুলি ছোট হওয়ার কারনে আপনি সহজেই মনে রাখতে পারবেন। এবং ইংরেজি আপনার কাছে অনেক সহজ বলে মনে হবে। এই ভাবেই ইংরেজি শিখতে শুরু করুন। আজকে যে বাক্যগুলি বা word গুলি শিখলেন চেষ্টা করুন নিজের লাইফে ব্যবহার করতে। না হলে ইংরেজি বলা অসম্ভব।