Learn Present Tense Through Bengali at home easily
Present Tense ও তার প্রকারভেদ
Present Tense কাকে বলে?
কোনো কাজ বর্তমানে সংগঠিত হয় বুঝালে, তার কালকে Present Tense বলে। খুব সহজ করে বলতে গেলে – বর্তমান সময়ে আমরা যে কাজ করে থাকি তাকে Present Tense বলে। ইংরাজি গ্রামার অনুযায়ী Present Tense কে চার ভাগে ভাগ করা হয়।
1. Present Indefinite Tense – সাধারন বর্তমান কাল
2. Present Continuous Tense – ঘটমান বর্তমান কাল
3. Present Perfect Tense – পুরাঘটিত বর্তমান কাল
4. Present Perfect Continuous Tense – পুরাঘটমান বর্তমান কাল
1. Present Indefinite Tense - সাধারন বর্তমান কাল
চলুন দেখে নেওয়া যাক Present Indefinite Tense কাকে বলে?
কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়। চিরন্তন সত্য ঘটনা, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও Present Indefinite Tense হয়।
Structure:
Subject + Main Verb + Object.
মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) যদি Third Person Singular Number হয় তাহলে মূল verb-এর শেষে “s” বা “es” যোগ করতে হয়।
উদাহারন :
সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.
এখানে “He” হল Subject কিন্তু Third Person Singular Number তাই go verb এর শেষে “es” যোগ হয়ে “goes” হয়েছে।
“সে প্রতিদিন স্কুলে যায়” এটি একটি নিয়মিত অভ্যাস তাই এই ধরনের বাক্যহলে সবসময় Present Indefinite Tense করতে হবে।
বাংলা বাক্য চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।
আরও কিছু উদাহারন দেখা যাক-
সূর্য পূর্ব দিকে উদিত হয়। – The sun rises in the East.
পৃথিবী সুর্যের চারিদিকে ঘোরে। – The earth moves round the sun.
আমি দিনে আট ঘণ্টা পড়ি। – I read eight hours a day.
আমি তোমার সাফল্য কামনা করি। – I wish you all success.
আমি ভাত খাই – I eat rice.
আমি স্কুলে যাই – I go to school.
এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে –
I, we, us – First Person
you, your – Second person
He, she, it এবং সমস্ত নাম – Third Person
2. Present Continuous Tense - ঘটমান বর্তমান কাল
বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে, মানে কাজটি এখনি হচ্ছে এবং নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে Present Continuous Tense হয়।
গঠন প্রণালি:
Subject-এর পর person ও number অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
Structure:
Subject+ am/is/are + মূল verb + ing + বাকি অংশ।
বাংলা বাক্য চেনার উপায়:
বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।
উদাহারনঃ
বাঘ গর্জন করছে – The Tiger is roaring.
আমার মা রান্না করছেন – My mother is cooking.
তিনি আজ এখানে আসছেন – He is coming here today.
আমি পড়তে যাচ্ছি – I am going for tuition.
আমি ভাত খাইতেছি – I am eating rice.
সে স্কুলে যাইতেছে – He is going to school.
তোমরা বই পড়িতেছ – You are reading book.
এখানে মনে রাখতে হবে-
I এর পর am বসবে। He, She, it এবং অন্যসব Third Person Singular Number এর পর is বসবে। we, you, they এবং Plural subject এর শেষে are বসে।
3. Present Perfect Tense - পুরাঘটিত বর্তমান কাল
বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে Present Perfect Tense হয়।
গঠন প্রণালি:
Subject-এর পর person ও number অনুসারে have বা has বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।
Structure: Subject+ have/has+ past participle of main verb + বাকি অংশ।
বাংলা বাক্য চেনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present Perfect Tense হয়।
উদাহারনঃ
রহিম এ বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। – Rahim has passed the H.S. Exam this year.
আমি তোমার চিঠি পেয়েছি। – I have received your letter.
আমি এখনো খাইনি। – I have not yet taken my meal.
সে ঘুমতে যায়নি। – He has not gone to sleep.
তারা কেউ বিয়েতে আসেনি। – None of them has attend the wedding.
এখানে মনে রাখতে হবে- Subject Third Person Singular Number হলে – he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে has বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have বসবে।
4. Present Perfect Continuous Tense - পুরাঘটমান বর্তমান কাল
বর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে এরূপ বোঝালে verb-এর Present Perfect Continuous Tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
Structure: Subject + have been/has been + main verb + ing + বাকি অংশ।
বাংলা বাক্য চেনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।
উদাহারনঃ
তারা গত চার বছর যাবত কলকাতায় বাস করছে। – They have been living in kolkata for the last four years.
তিনি রবিবার থেকে উপোস করে আছেন। – He has been fasting since Sunday.
বরুণ বাবু আমাদের অনেকদিন ধরে ইংরাজি পড়াচ্ছেন। – Barun Babu has been teaching us English for a long time.
এই মাসের ৫ তারিখ থেকে বৃষ্টি হচ্ছে। – It has been raining since the 5th instant.
আমি ৬ ঘণ্টা ধরে পড়ছি। – I have been reading for six hours.
আমি তিন দিন ধরে কাজটি করিতেছি – I have been doing this work for three days.
Note – এক্ষেত্রে since ব্যাবহার হবে শুধুমাত্র point of time (past tense) এর ক্ষেত্রে।
দিন কিংবা বার এর ক্ষেত্রে since or from হয়।
সব tense এর ক্ষেত্রে from ব্যাবহার করা যায়।
অনেক বেশি সময় এর ক্ষেত্রে, কোন ব্যাক্তিগত ক্ষেত্রে from ব্যাবহার হয়।
Period of time এর ক্ষেত্রে অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে for ব্যাবহার হয়।
Note: Subject যদি Third Person Singular Number হয় (he, she, it অথবা কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has been বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject বা ক্রিয়ার শেষে have been বসবে।
বাংলায় খুব সহজে Tense শিখে রাখুন
4 thoughts on “Learn Present Tense Through Bengali”