How to use All, Every & Each?

আজকে আমরা শিখব ‘Every All এবং Each’ এর ব্যবহার।  কারন ইংরেজি শিখলে গেলে কিংবা বলতে গেলে এগুলি জানতেই হবে। কারন আমরা এই গুলি ছাড়া ইংরেজি বলতে পারব না। English Grammar শিখুন তাও বাংলা ভাষার মাধ্যমে খুব সহজেই। 

Every কে কখন ব্যবহার করা হয়?

Every কে নানাভাবে ব্যবহার করা হয়ে থাকে।

# সমস্ত ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সম্বন্ধে বলতে Every কে ব্যবহার করা হয়।

আরও সহজ করে বললে – তিন বা ততোধিক গোষ্ঠীর বা দলের সমস্ত সদস্যকে উল্লেখ করার সময় Every কে ব্যবহার করা হয়। যাতে সবাইকে আলাদা করে বোঝানো যায়।
যেমন –
I know every officer in this police station.
আমি এই থানার প্রত্যেক অফিসারকে চিনি।
* তার মানে এই থানাতে যতজন পুলিশ অফিসার আছেন, তাদেরকে প্রত্যেককে আমি আলাদা আলাদা করে চিনি।  এটা আপনাকে মাথায় রাখতে হবে যে – যখন আপনি Every ব্যবহার করবেন তখন ব্যক্তি বা বস্তু সংখ্যা যেন তিন বা তার বেশি হতে হবে। দুজন হলে কিন্তু আমরা every ব্যবহার করব না।

Every new building of this city is pink.
এই শহরের প্রতিটি নতুন বিল্ডিং গোলাপী।

I have read every book of Rabindranath Tagore.
আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি বই পড়েছি।

# কোনও কাজ কত ঘন ঘন করা হয় এটা বোঝাতে Every ব্যবহার করা হয়

যেমন –
I drink a glass of milk every morning.
আমি প্রতিদিন সকালে এক গ্লাস দুধ পান করি।

It rains at every morning.
প্রতিদিন সকালে বৃষ্টি হয়।

I enjoyed every minute of the party.
আমি পার্টির প্রতি মিনিট উপভোগ করেছি।

I enjoyed every minute of the film.
আমি চলচ্চিত্রের প্রতিটা মিনিট উপভোগ করেছি।

# সম্ভবপর অবস্থার উল্লেখ করতে Every ব্যবহার করা হয়।

আরও ভালো করে বললে – সবচেয়ে বড় সম্ভাবনা বা এটি কল্পনা করা যায়।

We wish you every success in the future.
আমরা তোমার ভবিষ্যতে প্রতিটি সাফল্য কামনা করি।
* এখানে জীবনে যতগুলি সাফল্য পাওয়া সম্ভব সবগুলির কথা বলা হচ্ছে, এবং সেটা দুইয়ের অধিক। তার সাথে আমরা এটি কল্পনা করতে পারি।

আরও কয়েকটি উদাহারন দেখা যাক -

I’d like to wish you every success in your new job.
আমি আপনাকে নতুন কাজের প্রতিটি সাফল্য কামনা করি।

She had every reason to distrust him.
তাকে অবিশ্বাস করার প্রতিটি কারণ তার ছিল।

He had every reason to be upset.
তাঁর মন খারাপ হওয়ার সব কারণ ছিল।

The doctor examined every inch of his body.
ডাক্তার তার দেহের প্রতি ইঞ্চি পরীক্ষা করেছেন।

# Singular Noun এর সাথে ‘Every’ কে ব্যবহার করা হয়ে থাকে।

যেমন –
Every Student, Every man, Every Cook, Every state

# Every এর সাথে যে Noun ব্যবহার করা হয় তার পর Singular Verb ব্যবহার করা হয়।
মানে Singular Noun এর সাথে Singular Verb বসবে।

যেমন –
Every bird likes its own nest.
প্রতিটি পাখি নিজের বাসা পছন্দ করে।

Every tree is known by its own fruit.
প্রতিটি গাছ তার নিজস্ব ফল দ্বারা পরিচিত হয়।

ছোট ছোট কিছু বাক্যে ব্যবহার

সে প্রতিদিন কাঁদে।
She cries every day.

আমি প্রতিদিন দৌড়াই।
I run every day.

প্রতিটি ঘরে অনুসন্ধান কর।
Search every room.

প্রতিটি আসন পূর্ণ ছিল।
Every seat was full.

আমি প্রতি সপ্তাহে এটি করি।
I do that every week.

‘Everyday’ এবং ‘Every day’

Everyday’ এবং ‘Every day’ এই দুটির মধ্যে একটা confusion থেকেই যায়। অনেকেই এটা ঠিকঠাক ব্যবহার করতে পারেন না। আমিই বলে দিই পার্থক্যটা, যাতে in future ব্যবহার করতে ভুল না হয়।

Everyday – প্রতিদিন, এটা Adjective, এমন কিছু বিষয় যা আমরা প্রতিদিন দেখি বা কিছু ব্যবহার করি এমন কিছু বর্ণনা করতে আমরা ‘Everyday’ ব্যবহার করি।

Every day – মানেও ‘প্রতিদিন’ কিন্তু এটি একটি Phrase, যার মানে “Each day”

Use of All

All কে কখন ব্যবহার করা হয়?
All – মানে সব বা সম্পূর্ণভাবে

# যখন কোন কিছুর সমস্তটা বোঝানো হয় তখন All ব্যবহার করা হয়।
All people are equal.
সব মানুষ সমান।

All of us were silent.
আমরা সবাই চুপ করে ছিলাম।

Are they all the same?
তাহারা সবাই কি একই রকম?

# কোন Uncountable Noun এর সম্পূর্ণ অংশ বোঝাতে All ব্যবহার করা হয়।
Uncountable Noun মানে যা গোনা যায় না।
যেমন – Milk, News, Grass, Honey, Time ইত্যাদি।

He ate all the honey in the bottle.
সে বোতলের সব মধু খেয়ে ফেলল।

All the news is not true.
সমস্ত খবর সত্য নয়।

# কোন কিছু বারবার ঘটেই চলেছে একটা সময় ধরে এই রকম বোঝাতে All ব্যবহার করা হয়।

যেমন –
The museum is open all year round.
জাদুঘরটি সারা বছর খোলা থাকে।

He swims in the sea all year round.
তিনি সারা বছর সাগরে সাঁতার কাটেন।

Use of Each

Eachপ্রত্যেক / প্রতিটা বা বলতে পারেন – অনেকের মধ্যে প্রত্যেকটিকে বোঝাতে each ব্যবহার করা হয়।

আমরা একে অপরকে জানি।
We know each other.

তোমরা কি একে অপরকে চেন?
Do you know each other?

আমরা একে অপরকে ভালবাসি।
We love each other.

তারা একে অপরকে ঘৃণা করে।
They hate each other.

তারা কি একে অপরকে ভালবাসে?
Do they love each other?

আসুন একে অপরকে সাহায্য করি।
Let’s help each other.

আমি তোমাদের প্রত্যেককেই চিনি।
I know each one of you.

প্রতিটি মানুষের তার সীমাবদ্ধতা আছে।
Each man has his limitations.

তার প্রতিটি হাতে বোতল ছিল।
She had a bottle in each hand.

প্রতিটি বাচ্চাকে একটি আপেল দিন।
Give an apple to each child.