This post is showing Correct use of Let in English valuable information but also try to cover the following subject:
-How to use let in English
-Correct use of Let’s
–Basic English grammar
Our website has other related posts concerning how to use let in english, Correct use of Let’s and Basic English grammar
Please check them out :
Let এর ব্যবহার - আর কোনদিন ভুল হবে না
অনেকেই আছেন যারা ইংরেজিতে Let কে ব্যবহার করতে পারেন না। তাই আজকে আমরা শিখব ইংরেজিতে Let এর ব্যবহার কখন করতে হয় আর কিভাবে করতে হয়। Let কে তখন ব্যবহার করবো যখন আমরা কাউকে বলবো যে –
➤ আমাকে দেখতে দিন।
➤ আমাকে সেখানে যেতে দিন।
➤ আমাকে ফুটবল খেলতে দাও।
এই ধরনের বাক্য গুলি ইংরেজি করার সময় Let কে ব্যবহার করা হয়।
অর্থাৎ কাউকে কিছু করার অনুমতি দেওয়া বা নেওয়ার জন্য ইংরেজিতে Let কে ব্যবহার করা হয়।
Let – দ্বারা কাউকে কোন কাজের অনুমতি দেওয়া হয় এবং let-এর পরের verb-টি অবশ্যই Simple form হবে।
Let দিয়ে Sentence Structure সাধারণত এই রকম হয়ে থাকে –
Let + me + verb এর present form + object
এবার উদাহরণের সাথে শেখা যাক –
Use of Let with examples:
আমাকে চিঠিটা লিখতে দিন। Let me write the letter.
# এখানে চিঠিটা লেখার অনুমতি চাওয়া হচ্ছে।
# Verb টি Present form এ আছে।
তাহলে, Let + me + verb এর present form + object কে বসাতে হবে।
আমাকে দেখতে দিন।
Let me see.
আমাকে বইটি পড়তে দিন।
Let me read the book.
আমাকে ফুটবল খেলতে দিন।
Let me play football.
আমাকে কিছু খেতে দাও।
Let me have some food.
আমাকে যেতে দাও।
Let me go.
আমাকে সেখানে যেতে দিন।
Let me go there.
আমাকে কাজটা করতে দাও।
Let me do the work.
Correct use of Let's in English
এবার আমরা শিখব let’s এর ব্যবহার:
যখন আমরা একসঙ্গে কোন কাজ করি বা কাউকে সাথে নিয়ে কিছু করি তখন let use না করে let’s use করব। Let’s – Let us, তবে এইসব বাক্যের মধ্যে একটা উহ্য অনুমতি থাকে।
চল নতুন কিছু বানাই।
Let’s make a new thing.
# এই বাক্যটিতে আমি একা নয়, আমার সাথে আরও কেউ আছে। তাই এখানে Let’s কে ব্যবহার করলাম। পরের উদাহরণটি দেখা যাক –
চল একটু মজা করি।
Let’s have some fun.
চল পার্টিতে যাই।
Let’s go to the party.
চল বাগানটিতে যাই।
Let’s go to the garden.
চল বাড়ি যাওয়া যাক।
Let’s go home.
চল হাঁটতে বের হই।
Let’s go for a walk.
*** এক কথায় let দ্বারা কাউকে একটা কাজ করার জন্য অনুমতি দেয়া হয় বা allow করা হয়।
Learn with daily use Sentences:
চলুন আরও কিছু উদাহরণ শেখা যাক, যাতে আমরা আরও ভালভাবে শিখতে পারি এবং ইংরেজি বলার সময় যাতে কোন রকম সমস্যা না হয়।
আমাকে চেক করতে দিন।
Let me check this.
আমাকে বলটা ধরতে দিন।
Let me catch the ball.
আমাকে সাহায্য করতে দিন।
Let me assist you.
তাকে কিছু প্রশ্ন করতে আমাকে অনুমতি দিন।
Let me ask him some question.
আমাকে আবহাওয়াটি পর্যবেক্ষণ করতে দিন।
Let me observe the weather.
আমাকে হোমওয়ার্ক শেষ করতে দিন।
Let me finish the home work.
আমাকে গল্পটা শেষ করতে দিন।
Let me complete the story.
চল সভাপতির সাথে দেখা করি।
Let’s meet the chairman.
চল গরিব লোকটিকে সাহায্য করি।
Let’s help the poor man.
চল একসাথে কাজটা করা যাক।
Let’s do the work together.
চল একটা সভার আয়োজন করি।
Let’s arrange a meeting.
চল রেস্তোরায় যাওয়া যাক।
Let’s go to the restaurant.
আশা করি আমি আপনাকে Let এবং Let’s এর ব্যবহার শেখাতে পেরেছি। এবার আপনি খুব সহজে এদের ব্যবহার করতে পারেবন যে কোন জায়গায়। তবে আজকে যে বাক্যগুলি শিখলেন এগুলি বার বার অভ্যাস করুন এবং সময়মত ব্যবহার করার চেষ্টা করুন। তবেই আপনার ইংরেজির উন্নতি হবে।