Use of Whoever Whatever whichever & more

Use of Whoever Whatever whichever & more : আজকে আমরা শিখব wh + ever, মানে wh word এর সাথে যদি ever যোগ করা হয় তাহলে কি হবে?
আমরা জানি –
Wh word কে question word বলা হয়। কারন Wh word দিয়ে আমরা কোন ব্যাক্তি বা বস্তু সম্পর্কে আরও অনেক information বা তথ্য জানার জন্য ব্যবহার করে থাকি। আর সব চেয়ে বড় কথা Wh word আমাদের প্রশ্ন করতে সাহায্য করে।
যেমন –
Who – কে (কোন ব্যাক্তি সম্পর্কে জানতে ব্যবহার করা হয়)
What – কি
Which – কোনটি (choice)
When – কখন (সময় সম্পর্কে জানতে ব্যবহার করা হয়)
Where – কোথায় (Place)
How – কিভাবে

wh word + ever তাহলে কি হবে?

এবার যদি এদের সাথে ever যোগ করে দেওয়া হয়ে যায় তাহলে এদের অর্থ দাঁড়ায় এই রকম। যেমন –
Who + ever = Whoever মানে যে কেহ বা যে কেউ
What + ever = Whatever মানে যাই হোক, যাহা-কিছু
Which + ever = whichever মানে যেটা, যে কোনটি
When + ever = whenever মানে যে কোন সময়ে
Where + ever = wherever মানে যে কোন স্থানে
How + ever = however মানে যাহোক, যে কোন ভাবে

চলুন এবার এই শব্দগুলিকে আমরা কিছু উদাহারনের সাথে শিখি। যাতে আমাদের শিখতে কিংবা বুঝতে সুবিধা হয়। এবং যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এগুলিকে খুব সহজে ব্যবহার করতে পারি।

Whoever - যে কেহ (Anyone)

Whoever wants the book?
বইটি কে চায়? মানে
যে কেউ বইটি চাইতে পারে?
বা বলতে পারি –
Anyone can ask for the book?

Whoever wins the election?
নির্বাচনে কে জিতবে?
মানে নিরবাচনে যে কেউ জিততে পারে।
Anyone can win the election.
নিরবাচনে যে কেউ জিততে পারে।

I’ll take whoever wants to go.
যে কেউ যেতে চায় আমি নেব/ নিয়ে যাব।

Whoever says that is a liar.
যে কেউ এটা বলছে সে একজন মিথ্যাবাদী।
মানে যে এই কথাটি বলেছে সে এ একজন মিথ্যাবাদী।

Whoever is responsible for this will be punished.
যে কেউ এর জন্য দায়ী তাকে শাস্তি দেওয়া হবে।

Whoever does best will get the prize.
যে সেরা করবে সে পুরস্কার পাবে।

আমরা Whoever এর বদলে Whomever কেও ব্যবহার করতে পারি। এতে অর্থের কোন পরিবর্তন হয় না।

Whomever – যাকে (To anyone at all)

তবে এখানে খেয়াল রাখতে হবে যে কোন জীবিত কিছু বা যার প্রান আছে (Living) সেই সমস্ত জিনিসের জন্য Whoever এবং Whomever কে ব্যবহার করা হয়।
You can invite whomever you like.
তুমি যাকে পছন্দ কর তাকে আমন্ত্রণ জানাতে পার।
এখানে আমরা whoever কেও ব্যবহার করতে পারি। যেমন –
You can invite whoever you like.
মানে যেখানে আমরা whoever কে ব্যবহার করতে পারি সেখানে whomever কেও ব্যবহার করতে পারি। এতে অর্থের কোন পরিবর্তন হয় না।

Whichever – যেটা, যে কোনটি

Whichever কে যে কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। সে জীবিত হোক বা প্রান হীন (Living / Non-Living) হোক। কারন আমি একটু আগেই বলেছি – Whoever এবং Whomever কে ব্যবহার করা হয় – যে কোন জীবিত কিছু বা যার প্রান আছে সেই সমস্ত জিনিসের জন্য।
তাহলে চলুন দেখা যাক Whichever এর ব্যবহার।

You can choose whichever color you like.
আপনি আপনার পছন্দমতো রঙ বেছে নিতে পারেন।

আরও কিছু উদাহারন দেখা যাক-
Take whichever you want.
আপনি যেটা চান নিন।

Choose whichever you like.
আপনি যেটা খুশী পছন্দ করুন।

Choose whichever you want.
আপনার যেটা পছন্দ সেটা নিন।

Whatever - যাই হোক, যাহা-কিছু (anything)

Whatever you have is mine.
তোমার যা আছে তা আমার।
এখানে আমরা whatsoever ও ব্যবহার করতে পারি। Whatever and whatsoever এর meaning একই। আমরা যেখানে Whatever ব্যবহার করতে পারব সেখানে whatsoever কেও ব্যবহার করতে পারি। এতে অর্থের কোন পরিবর্তন হয় না। তবে বাক্যে অনেক সময় জোর দিতে whatsoever কে ব্যবহার করা হয়।
যেমন –
Do whatever you can.
যা খুশি কর।
মানে তুমি যা করতে পার তাই কর।

Ask whatever you want.
আপনি যা চান জিজ্ঞাসা করুন।
মানে আপনি যা কিছু জানতে চান জিজ্ঞাসা করুন।
বা বলতে পারি –
Ask anything you want to know.

Eat whatever you like.
যা খুশি খাও।
মানে তোমার যা খেতে ইচ্ছে করে খাও।

Buy whatever you need.
আপনার যা প্রয়োজন তা কিনুন।
মানে আপনার যে যে জিনিস গুলি প্রয়োজন সেগুলি কিনুন।

I can do whatever I like.
আমি যা খুশি তা করতে পারি।
I can do – আমি করতে পারি
whatever I like – যা আমি পছন্দ করি
এককথায় – আমি যা খুশি তা করতে পারি।

Whatever I have is yours.
আমার যা আছে তা তোমারই।

He believes whatever I say.
আমি যা বলি সে বিশ্বাস করে।
মানে আমি যা কিছু বলি তা সে বিশ্বাস করে।

We can do whatever we want.
আমরা যা চাই তা করতে পারি।

Do whatever makes you happy.
তোমাকে যা খুশি করে তা কর।

Whenever - যে কোন সময়ে (Any time)

এখানে Whensoever কেও ব্যবহার করা যেতে পারে, তবে এটি সাধারণত Formal ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর বাক্যে জোর দিতে Whensoever কে ব্যবহার করতে পারি। Whenever এবং Whensoever এর মধ্যে অর্থের কোন পার্থক্য নেই। দুটোই ব্যবহার করা যায়।
যেমন –
Come whenever you like.
আপনি যখনই চান আসুন।
মানে আপনি যে কোন সময়ে আসতে পারেন।
বা বলতে পারি-
You can come at any time.

Come whenever you want.
আপনি যখন চাইবেন আসুন।

I can leave whenever I want.
আমি যখন চাই তখন চলে যেতে পারি।
মানে আমি যে কোন সময়ে চলে যেতে পারি।

I can leave – আমি চলে যেতে পারি
whenever I want – আমি যখনই চাই

Call me up whenever you need my help.
আপনার যখনই আমার সাহায্যের প্রয়োজন হবে তখনই আমাকে কল করুন।
Call me up – আমাকে ফোন কর
whenever you need my help – যখনই তোমার আমার সাহায্যের প্রয়োজন হবে।
মানে যে কোন সময় ফোন করতে পার।

Come and see me whenever you want to.
আপনি যখন চাইবেন আমাকে এসে দেখুন।

My dog follows me whenever I leave the room.
আমার কুকুরটি আমাকে অনুসরণ করে যখনই আমি ঘর থেকে বেরোই।

We can stop whenever we want.
আমরা যখনই চাই থামাতে পারি।
মানে আমরা যেকোন সময়ে থামাতে পারি।
We can stop at any time.

I feel sick whenever I see blood.
আমি অসুস্থ বোধ করি যখনই আমি রক্ত দেখি।

Whenever I see you, I feel happy.
আমি যখনই তোমাকে দেখি, আমি আনন্দিত বোধ করি।
Whenever I see you – যখনই তোমাকে দেখি
I feel happy – আমি আনন্দিত বোধ করি

Wherever - যে কোন স্থানে (Anywhere / Everywhere)

Sit wherever you like.
আপনি যেখানে খুশি বসুন।

Wherever you go, I will follow you.
তুমি যেখানে যাও না কেন, আমি তোমাকে অনুসরণ করব।
মানে তুমি যেখানেই যাবে সেখানে আমি তোমাকে অনুসরন করব।

I can go wherever you like.
আপনি যেখানে চান সেখানে যেতে পারেন।
মানে আপনি কে কোন জায়গায় যেতে পারেন।

Place it wherever you like.
যেখানে খুশি সেখানে রাখুন

I take my camera wherever I go.
আমি যেখানেই যাই না কেন আমার ক্যামেরাটি নিয়ে যাই।

However – যাহোক (anyway)

You may act however you wish.
তুমি তোমার ইচ্ছে মত অভিনয় করতে পারো।
মানে তোমার যা ইচ্ছে অভিনয় করতে পারো।

However, I am not a specialist.
যাইহোক, আমি বিশেষজ্ঞ নই।

You can do it however you like.
আপনার পছন্দ মত আপনি এটি করতে পারেন।

আজকে এটাই ছিল আমাদের ক্লাস। আজকে আমরা শিখলাম wh+ever এর ব্যবহার। যেমন – whoever, whatever, whomever, whichever, wherever, wherever however সম্পর্কে। আমরা শিখলাম কিভাবে এদেরকে spoken English এ ব্যবহার করা হয়। আমি চেষ্টা করলাম সহজ কিছু বাক্য দিয়ে শেখাতে যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আশা করি আজ থেকে আপনারাও এই শব্দগুলি ব্যবহার করবেন। 

1 thought on “Use of Whoever Whatever whichever & more”

Leave a comment