Modal Verbs In Bengali

Modal Verbs In Bengali – ইংরেজি বলতে গেলে এই ধরনের বাক্যগুলি আপনাকে বার বার ব্যবহার করতে হবে। যেমন –
সে এটা করতে পারে।
আমি কি এটি খেতে পারি?
সে ভালো দৌড়াতে পারত।
তুমি কি ওটা আবার বলবে?
সে নাও আসতে পারে।
বৃষ্টি নাও হতে পারে।
তুমি কফি না চা খাবে?
এই ধরনের বাক্যগুলির ইংরেজি করতে গিয়ে অনেকের মধ্যে নানা ধরনের Confusion তৈরি হয়। তাই আজকে আমি আপনাকে শেখাব Modal Verb এর ব্যবহার। কারন এদের ব্যবহার না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না। তাহলে চলুন শিখে নেওয়া যাক –

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Modal Verbs এর ব্যবহার

Modal Verbs In Bengali

Can
–পারা বা সামর্থ্য
বা ability অর্থে Can কে ব্যবহার করা হয়
যেমন –
তারা ইংরেজি বলতে পারে। They can speak English.
S + Can + V + O
আর একটা উদাহরন দেখা যাক –
সে এটা করতে পারে। He can do it.

Negative Sentence তৈরি করতে Can এর পরে Not কে ব্যবহার করা হয় – যাকে আপনি সংক্ষেপে Can’t (কান্ট) বলতে পারেন, For Example –
সে দৌড়াতে পারে না He can’t run.
এই বাক্যে আমরা Can এর পরে Not কে বসিয়ে Negative Sentence তৈরি করলাম।
এটি উড়তে পারে না। It can’t fly.
সে হাঁটতে পারে না। He can’t walk.

এবার আমরা Can দিয়ে Interrogative Sentence তৈরি করব –
আমি কি এটি খেতে পারি? Can I eat this?
Interrogative Sentence কিভাবে তৈরি করা হয়
Modal Verb + Subject + Main Verb + Object + ?
তুমি কি আসতে পারবে? Can you come?
আমি কি সাহায্য করতে পারি? Can I help?

Modal Verbs In Bengali

Could – পারত
অতীতে কিছু পারত বা পারতাম কিন্তু এখন আর পারে না এই অর্থে Could কে ব্যবহার করা হয়।
Can এর Past form হিসাবে Could কে ব্যবহার করা হয়

সে ভালো দৌড়াতে পারত। He could run well.
সে হিন্দি বলতে পারত। He could speak Hindi.

Negative Sentence তৈরি করতে Could এর পরে Not কে বসাতে হয় –
সে আর দৌড়াতে পারল না। He could not run any further.
তারা হিন্দি বলতে পারত না। They could not speak Hindi.

আমি আগেই বলেছিলাম Could হল Can এর Past Form, তবে সৌজন্য প্রকাশ করতে Could দিয়ে Interrogative Sentence তৈরি করা হয়। এবং সেটা Present Tense এর অর্থেও ব্যবহার করা যায়।
For Example:
তুমি কি ওটা আবার বলবে? Could you repeat that? (Present Tense)
আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি? Could I use your Phone?
তাহলে সৌজন্য প্রকাশ করতে বাক্যে আমরা Could কে ব্যবহার করতে পারি।

Most Common Modal Verbs

Modal Verbs In Bengali

May – সম্ভাবনা অর্থে
তুমি যেতে পার। You may go.
(যেতেও পারো আবার নাও পারো – এটা একটা সম্ভাবনা)
বৃষ্টি হতে পারে। It may rain.
(বৃষ্টি হতেও পারে আবার নাও পারে – এটাও একটা সম্ভাবনা)

সে নাও আসতে পারে। He may not come.
May এর পরে Not কে বসিয়ে Negative Sentence তৈরি করা হল। আর একটা উদাহরন দেখা যাক –
তারা শুনতে নাও পারে। They may not listen.

অনুমতি অর্থে –
আমি কি আসতে পারি? May I come in?
এখানে আমরা অনুমতি অর্থে May কে ব্যবহার করলাম তবে এটা আবার Interrogative Sentence, আর একটা উদাহরন দেখা যাক –
আমি কি বাড়ি যেতে পারি? May I go home?

Might
May এর Past form হল Might
সৌজন্য প্রকাশ করতে Present and Future Tense এ Might কে ব্যবহার করা হয়।
তারা আসতে পারে। They might come.
তার কয়েক মিনিট দেরী হতে পারে। He might be a few minutes late.

Negative Sentence
সে খুশি নাও হতে পারে। He might not be happy.
বৃষ্টি নাও হতে পারে। It might not rain.

Might কে যখন কোন Permission বা অনুমতি নিতে ব্যবহার করা হয়, তখন Might হল May এর চেয়ে অনেক বেশী Polite form –
আমি কি তোমার সাথে বসতে পারি? Might I sit with you?
তবে এখানে আমরা Can কেও ব্যবহার করতে পারি –
Can I sit with you? কিন্তু এটা Polite হবে না।
আমি একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? Might I ask a question?

Basic Modal Verbs for Beginners

Modal Verbs In Bengali

Must
– কোনকিছু অবশ্যই করতে হবে বোঝাতে Must কে ব্যবহার করা হয়
তাকে অবশ্যই যেতে হবে। He must go.
আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। I must try.

সে অবশ্যই জানে না। He must not know.
সে অবশ্যই আসবে না। He must not come.

Would
সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে ‘Would’ ব্যবহার করা হয়
সে ধূমপান করত। He would smoke.
সে আগে ধূমপান করত কিন্তু এখন আর করে না। এটা একটা অনিয়মিত অভ্যাস তাই এখানে আমরা would কে ব্যবহার করলাম।
সে আজ আসত। (সে আগে আসত কিন্তু এখন আর আসে না)
She would come today.
আমি অভিযোগ করতাম। I would complain.

Polite request বা ভদ্রোচিত অনুরোধ বা নমনীয়তার খাতিরে বা প্রশ্ন করতে would ব্যবহার হয়।
তুমি কফি না চা খাবে? Would you like coffee or tea?
আপনি কি এটা কিনতে চান? Would you like to buy this?

আশা করি আপনাদের Modal Verb এর সঠিক ব্যবহার সম্পর্কে বোঝাতে পেরেছি। এবার আপনি সব জায়গায় Modal Verb কে ব্যবহার করতে পারবেন। এদেরকে একবার দেখলে মনে থাকে না। আপনাকে বার বার অভ্যাস করতে হবে এবং ব্যবহার করতে হবে আপনার Regular life এ। তবেই আপনি এদের সঠিক ভাবে মনে রাখতে পারবেন।