Parts Of Speech – Basic English Grammar

Parts Of Speech – মানে ‘বাক্যের অংশ।’ English Grammar এ এটা একটা বেসিক জিনিস কিন্তু জানা খুবই জরুরী। অনেকেই আছেন এটাকে অবহেলা করেন। তারফলে পরবর্তী সময়ে তারা তাদের ইংরেজিতে উন্নতি করতে পারেন না। Parts Of Speech সম্পর্কে সঠিক ধারনা না থাকলে আপনি সঠিক ইংরেজি শিখতে পারবেন না। জটিল ভাবে না খুব সহজে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি একবার দেখলেই সারা জীবন মনে রাখতে পারেন। আমি আশা করি আর কোন দিন ভুল হবে না আপনার।

Parts Of Speech – বাক্যের অংশ
What is Parts Of Speech?
যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে ইংরেজিতে Parts Of Speech বলা হয়।

ইংরেজিতে Parts Of Speech আট প্রকার।
যেমন –
Noun
Pronoun
Adjective
Verb
Adverb
Preposition
Conjunction
Interjection

বাংলায় এদেরকে বলা হয় –

  1. Noun – বিশেষ্য
  2. Pronoun – সর্বনাম
  3. Adjective – বিশেষণ
  4. Verb – ক্রিয়া
  5. Adverb – ক্রিয়া-বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণের বিশেষণ
  6. Preposition – পদান্বয়ী অব্যয়
  7. Conjunction – সংযোজক
  8. Interjection – বিস্ময় সূচক অব্যয়
Parts Of Speech - Basic English Grammar

01. Noun

যে শব্দের দ্বারা কোন কিছুর নাম বোঝায়, যেমন – ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, গুন, দোষ ইত্যাদি বোঝায় তাকে Noun বলে।
যেমন –
Student – ছাত্র
Day – দিন
Labour – মজুর
Clerk – কেরানী
Tree – গাছ
Temple – মন্দির

এবার একটা উদাহারন দেখা যাক-
রহিম প্রতিদিন সকালে হাঁটে।
Rahim walks every morning.
এখানে ‘Rahim’ হল Noun
তবে Noun এর আরও ভাগ আছে 

Noun কে পাঁচ ভাগে ভাগ করা হয়।

আমরা একটু আগেই শিখেছি –
যে কোন ধরনের নামকেই Noun বলে।
Noun কে পাঁচ ভাগে ভাগ করা হয়।
A. Proper Noun
B. Common Noun
C. Collective Noun
D. Material Noun
E. Abstract Noun

A. Proper Noun

যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দিন, মাস ইত্যাদির নাম বোঝায় তাকে Proper Noun বলে।
যেমন –
Ram, Kolkata, Dhaka, December, England ইত্যাদি

B. Common Noun

যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারন জাতিগত নাম বোঝালে তাকে Common Noun বলে।

Man – মানুষ, এখানে কোনো একটি মানুষকে বোঝায় না, সমস্ত মানুষকে বোঝায়।
Book – বই, কোন নির্দিষ্ট বইকে বোঝায় না, প্রত্যেক বইকে বোঝায়।
King – রাজা, যা সমস্ত রাজাকেই বোঝায়।

C. Collective Noun

যে Noun দ্বারা অনেকগুলি ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে Collective Noun
বলে।

Army – মানে একজন সৈন্য নয়, একটি দলকে বোঝায়।
Team – দল, খেলোয়াডের দল / কর্মরত লোকের দল
Family – পরিবার

D. Material Noun

যে material বা পদার্থ দিয়ে কোনো জিনিস তৈরি হয়, তাকে Material Noun বলে।

যেমন –
Wood, Iron, Gold, Oil, Water ইত্যাদি।

E. Abstract Noun

যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর কিছু গুন, ভাব বা অবস্থার নাম প্রকাশ করে তাকে Abstract Noun বলে।
যেমন –

Beauty, Kindness, Wisdom ইত্যাদি
আশা করি আপনার কাছে Noun এবার পরিস্কার হয়ে গেছে।

02. Pronoun

Noun এর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে Pronoun বলে।

যেমন
I, we, he, she, they ইত্যাদি।

Ram goes to school.
রাম স্কুলে যায়।
যদি এখানে আমরা এই Ram ব্যবহার না করে He ব্যবহার করি। তাহলে বাক্যটি হবে –
He goes to school.
সে স্কুলে যায়।
এই ‘He’ টা হল Pronoun, কারন ‘Ram’ নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে।

Pronoun এর চারটি রূপ আছে

01. Personal Pronoun – ব্যক্তি বা পুরুষ বাচক সর্বনাম
ইংরেজিতে তিনটি Person আছে
# First Person – I, we ইত্যাদি
# Second Person – You, Yours
# Third Person – He, him, she, her, they, them ইত্যাদি।

02. Possessive Pronoun – অধিকার সূচক সর্বনাম
যে Pronoun কোন বস্তুর মালিককে সূচিত করে, সেই Pronoun কে Possessive Pronoun বলে।
যেমন –
My, Mine, Your, His, Her, Their ইত্যাদি
This bag is mine.
এই ব্যাগটি আমার।
এখানে ‘mine’ Pronoun দিয়ে ব্যাগের মালিক কে সেটা বোঝাচ্ছে।
এছাড়াও আমরা বলতে পারি –
Your pen, His book, Their house ইত্যাদি

03. Relative Pronoun – সম্বন্ধ সূচক সর্বনাম
যে Pronoun দ্বারা বাক্যের মধ্যে আগে ব্যবহৃত Noun বা Pronoun এর সঙ্গে সম্বন্ধ তৈরি করা হয়, সেই Pronoun কে Relative Pronoun বলে।
যেমন – Who, whose, whom, that, which ইত্যাদি
I know the man who lives here.
এখানে ‘who’ একটা সম্বন্ধ তৈরি করেছে ‘the man’ এর সাথে। তাই ‘who’ হল Relative Pronoun.

04. Interrogative Pronoun : প্রশ্নবোধক সর্বনাম
যে Pronoun দ্বারা কোন প্রশ্ন করা হয় তাকে, Interrogative Pronoun বলে।
যেমন –
Who, which, whom, whose, what ইত্যাদি
Who are you?
What are you doing?
Whose car is this?
Whom do you like?
Which is your pen?

এই বাক্যগুলিতে প্রশ্ন করার জন্য আমরা Who, which, whom, whose, what ইত্যাদি ব্যবহার করলাম। এগুলি হল Interrogative Pronoun.

03. Adjective

যে শব্দ দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুন, সংখ্যা, অবস্থা, পরিমান ইত্যাদি বোঝায় সেই শব্দগুলিকে Adjective বলে।

Nice – সুন্দর
Ripe – পাকা
Brave – সাহসী
False – মিথ্যা
Honest – সৎ
Deep – গভীর
Heavy – ভারী

04. Verb

যে শব্দ দ্বারা কোন কিছু কাজ করা বোঝায় তাকে Verb বলে।

Look – তাকাও
Run – দৌড়ানো
See – দেখা
Open – খোলা
Read – পড়া
Stand – দাঁড়ানো
Sell – বিক্রি করা
Smile – হাসা

05. Adverb

যে শব্দ Adjective ও Verb এর গুন প্রকাশ করে বা অবস্থা বলে দেয় তাকে Adverb বলে।

After – পরে
Again – আবার
Before – আগে
More – অধিক
Never – কখনই নয়
Now – এখন
Soon – শীঘ্রই
Ago – আগে / পূর্বে
Almost – প্রায়

06. Preposition

যে শব্দ Noun বা Pronoun এর পূর্বে বসে ঐ Noun বা Pronoun এর সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে Preposition বলে।

In – ভিতরে, মধ্যে
On – উপর
Into – মধ্যে
Over – উপরে
Above – উপরে
To – তে, প্রতি
From – থেকে, হইতে
Below – নিচে
Under – তলদেশে

07. Interjection

যে শব্দ দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জ্বা, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ পায় Interjection বলে।
যেমন –
Well done! – বেশ করেছ!
Good bye! – বিদায়!
Shame! – ধিক! কি লজ্জা!
Hurrah! – কি আনন্দ!
Bravo! – সাবাস!

08. Conjunction

যে Word দুটি শব্দ বা বাক্যকে সংযুক্ত করে, তাকে Conjunction বলে।

And – এবং
But – কিন্তু
If – যদি
Then – তখন
So – সেইজন্য
Because – কারন
Or – অথবা
As – যেহেতু

এবার একটি উদাহারন দেখা যাক-
Sit down.
Open your book.
এই দুটি এক একটি Sentence, এবার এই দুটি বাক্যকে and দ্বারা যুক্ত করা যাক।
Sit down and open your book.
তাহলে and দুটি বাক্যকে যুক্ত করছে। অর্থাৎ and হল Conjunction

আবার একটি উদাহারন দেখা যাক-
Rahim is a boy.
Tithi is a girl.
এই দুটি আলাদা আলাদা বাক্য।
Rahim is a boy but Tithi is a girl.
এখানে but হল Conjunction, কারন but দুটি বাক্যকে যুক্ত করেছে।

এরপরে যে Parts of Speech গুলি details আলোচনা করতে বাকী থেকে গেল সেগুলি আমরা প্রতিটি আলাদা আলাদা video তৈরি করব। কারন একসাথে এত বড় সাবজেক্ট, এত কিছু একসাথে আলোচনা করলে মনে রাখা খুবই মুশকিল হবে। তাই এর পরের পর্বে আমরা Adjecttive, Verb, Adverb, Perposition নিয়ে আলোচনা করব।