Spoken English Bangla for Beginner

Learn Spoken English Bangla – আজকে আমি সহজ কিছু ইংরেজি শেখাব। যা আপনার প্রতিদিন কাজে লাগবে। যেগুলি আপনি বাড়িতে কিংবা যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি আপনার বাড়ির ছোট বাচ্চাদেরও শেখাতে পারেন। এগুলি এত সহজ যে, যে কেউ একবারে শিখে নিতে পারবে। এগুলি জানলে আপনার সাথে সাথে আপনার বাড়ির বাচ্ছারাও ধীরে ধীরে অনর্গল ইংরেজি বলতে শিখে যাবে।

আমি ভাল আছি।
I’m good.

তুমি কেমন আছো?
How are you?
যদি এই প্রশ্নটা আপনাকে কেউ করে তখন তাকে আপনি এটি Phrase টি বলতে পারেন-
And you?
এর মানে – তুমি কেমন আছো? এটা “How are you?” এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। এবং এটা শুনতেও ভালো লাগে।

একবার করে দেখ / একটি সুযোগ নাও
Take a chance
Chance – কে নানা অর্থে ব্যবহার করা হয়,
যেমন –
সুযোগ, আকস্মিক ঘটনা, ঝুঁকি নেওয়া, হঠাৎ সাক্ষাৎ হত্তয়া ইত্যাদি

আমার কাছে দাঁড়িয়ে থাকো।
Stand by me

টাকা খরচ কর
Spend money

সেই মুহূর্তে / সেই সময় / তখনই
At that time
যেমন আমরা বলতে পারি –
সেই সময় সে খুব ব্যস্ত ছিল।
At that time he was very busy.

তাকে ধন্যবাদ দাও
Thank him

সুড়সুড়ি দেবে না
Don’t tickle
Tickle – কাতুকুতু দেত্তয়া / সুড়সুড়ি দেত্তয়া
এটা খুবই কমন একটা word যা আমরা প্রায়ই ব্যবহার করি।

যাহোক
However
– এটা আমরা কথা বলার সময় খুব ব্যবহার করে থাকি। যেমন –
যাইহোক, এটা খুব ভাল ছিল।
However, it was very good.

Spoken English Bangla

এটি টাইপ কর
Type this

আমাদের মাফ করবেন
Excuse us

দ্রুত হাঁট / আরও জোরে হাঁট
Walk faster

আমাকে সাহায্য কর
Assist me
Assist – সহযোগিতা করা, আবার
Help মানেও সাহায্য করা
তাছাড়া –
support – সমর্থন করা / সাহায্য করা
তাহলে আমরা শিখলাম – Assist, Help, Support এদের সবার মানে সাহায্য করা।

পাসওয়ার্ড দাও
Enter the password

চা ঢালো
Pour the tea
Pour – ঢালা

তাকে থামাও
Stop him

এটা বন্ধ কর
Stop that

খুঁজে বের কর
Find out
আবার
Get – পাওয়া
ইংরেজি বলতে গেলে Get এর ব্যবহার আমাদের জানা অবশ্যই জানা উচিত। কারন এটি খুব কাজে আসে সব সময়। 

ছোট ছোট বাক্যে ইংরেজি বলুন

দরজা বন্ধ কর
Lock the door

সত্যিটা কি?
What’s the truth?

নিয়ম মেনে চল
Obey the rules

কোথায় যাব?
Where to go?

কি করব? / কি করতে হবে?
What to do?

যেমন আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন –
কোনটা নেবে?
Which to take?
বা,
কোনটা নিতে হবে?
Which one to take?

এটি পরিবেশন কর
Serve this

ফিসফিস করবে না
Don’t whisper

আবার দেখা হবে
See you again
এই Phrase টি আমরা সব সময় বিদায়কালে ব্যবহার করে থাকি।

নষ্ট করবে না / খারাপ করবে না
Don’t ruin
Ruin – নষ্ট করা / খারাপ করা / ধ্বংস করা

কুকুরকে খাওয়াও
Feed the dog
Feed – খাওয়ানো


বোতলটি ভর্তি কর
Fill the bottle

ওটা নিচে নামিয়ে দাও
Take that down

তোমার মাথা কাজে লাগাও
Apply your mind

অন্য কিছু দেখাও
Show something else

এটা স্বীকার কর / এটা গ্রহণ কর
Accept this

এটা নাও
Take this

সময় মতো এসো
Come on time

কাজটি কর
Do the work

অন্য কাউকে বলবে না
Don’t tell others

কাউকে পাঠাও
Send someone

এটা ধরে রাখো
Hold this

আমি খুবই সহজ সহজ কিছু Phrase আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন ইংরেজি শিখছেন তাদের 100% কাজে আসবে। ইংরেজি বলতে সব সময় বড় বড় বাক্যের প্রয়োজন হয় না। ছোট ছোট বাক্য বা Phrase গুলি আমাদের জানা খুবই জরুরী। না হলে আপনি Fluently English কোনদিনই বলতে পারবেন না। সুযোগ থাকলে বাড়ির ছোট ছোট বাচ্ছাদের কেও শেখান, এতে একটি ইংরেজি শেখার পরিবেশ তৈরি হবে। যা আপনাকে দ্রুত ইংরেজি বলতে শেখাবে।