None Some Any Many এর ব্যবহার
আজকে আমরা শিখব – None Some Any Many এর ব্যবহার। How to use None Some Any Many in Spoken English? আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এদের সঠিক ব্যবহার করতে পারেন না। আশা করি আজকের পর থেকে তাদের আর কোন প্রবলেম হবে না। ইংরেজি বলতে গেলে কিংবা শিখতে গেলে এদের ব্যবহার অবশ্যই জানা উচিত।
Use of None
None – কেউ না / কিছুই নয় ইত্যাদি
তবে একটা কথা আপনার জেনে রাখা উচিত – None কে ব্যাক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয় এবং Singular এবং Plural হিসাবেও ব্যবহার হয়।
আমাদের কেউ তা চায় না।
None of us want that.
আমি তাদের কাউকেই পছন্দ করি না।
I like none of them.
আমাদের কেউ তা দেখে নি।
None of us saw it.
এটি কিছুই বাস্তব ছিল না।
None of it was real.
এর কিছুই সত্য নয়।
None of this is true.
তাদের কেউই ব্যস্ত নয়।
None of them are busy.
এদের কেউ বেঁচে নেই।
None of them is alive.
আমরা কেউই নিখুঁত নই।
None of us is perfect.
It’s none of your business.
আসলে এটি একটি Phrase – মানে এতে তোমার কিছু যায় আসে না।
যখন আমাদের কেউ ব্যাক্তিগত ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে, যেটা সেই ব্যাক্তির জানার অধিকার নেই। তাও যদি সে জিজ্ঞাসা করে তখন আপনি তাকে এই Phrase টি ব্যবহার করতে পারেন।
এখানে একটা কথা মনে রাখতে হবে – যখন দুটি ব্যাক্তি বা বস্তু নিয়ে কথা হবে তখন আমরা ‘None of’ use না করে “Neither of” use করব।
যেমন –
আমরা কেউই এটির কথা ভুলে যাইনি।
Neither of us forgot about it.
তাদের কারও কাছে গাড়ি নেই।
Neither of them has a car.
আমার বাবা-মা কেউই শিক্ষক নন।
Neither of my parents is a teacher.
তাদের কেউই রান্না করতে পারে না।
Neither of them can cook.
আমি তাদের কাউকেই বেছে নিইনি।
I chose neither of them.
Use of Some
Some – কিছু
“Some” সাধারনত সব সময় Noun এর আগে ব্যবহার করা হয়। Some কে ব্যাক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয় তবে এটি Plural.
যেমন –
একটু কেক নাও।
Have some cake.
এখানে নির্দিষ্ট কোন পরিমান বলা নেই, তবে Some ব্যবহার করা হয় মোটামুটি একটা পরিমান বোঝাতে, খুব বেশিও না আবার খুব কমও না। মাঝামাঝি একটা পরিমান।
কিছুটা সময় নাও।
Take some time.
কিছুটা জল ফোটাও।
Boil some water.
আমি কি কিছু পেতে পারি?
Can I have some?
তুমি কি কিছু চাও?
Do you want some?
আমার কিছু কাগজ প্রয়োজন।
I need some paper.
আমি জল খাবো। / একটু জল চাই।
I want some water.
আমাদের কিছু টাকা দরকার।
We need some money.
আমার কিছু ইংরাজির বই আছে।
I have some English books.
আমি আরো কিছু কফি চাই।
I’d like some more coffee.
Use of Any
Any – কোন / যে কোনো
Any কে ব্যাক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয় তবে এটি Singular এবং Plural উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়।
কোন প্রশ্ন?
Any questions?
আপনার কোন আইডি আছে?
Do you have any ID?
আবার যে কোন সময় আসুন।
Come again any time.
আমি আর কিছুই করতে পারব না।
I can’t do any more.
কোন বিপদ আছে কি?
Is there any danger?
তোমাদের মধ্যে যে এটা করতে পারো।
Any of you can do it.
কোন শব্দ করবেন না। / কোন গোলমাল করবে না।
Don’t make any noise.
আমি আর খেতে পারব না।
I can’t eat any more.
আপনার কি কোন ধারণা আছে?
Do you have any ideas?
Use of Many
Many – অনেক
আমরা প্রচুর পরিমাণে তবে গণনাযোগ্য কিছু উল্লেখ করতে Many ব্যবহার করে থাকি। আমরা সাধারণত প্রশ্ন এবং নেতিবাচক বাক্যে many কে ব্যবহার করি।
যেমন –
কতজন মারা গেল?
How many died?
Many ব্যবহার করার সময় আপনাকে এটা মনে রাখতে হবে যে – পরিমাণটা অনেকটা বোঝাবে কিন্তু সেটা গণনাযোগ্য মানে countable. যেমন এখানে বললাম –
কতজন মারা গেল?
এর উওর ১০০ বা ১০০০ হতে পারে। সেটা অনেক কিন্তু গণনাযোগ্য।
আমার অনেক বন্ধু নেই।
I don’t have many friends.
তাছাড়াও Many কে নানাভাবে ব্যবহার করা হয়, চলুন দেখা যাক –
আমার অনেক স্বপ্ন আছে।
I have many dreams.
তোমার কতগুলো চাই?
How many do you want?
আমার অনেক ধারণা আছে।
I have so many ideas.
আমাদের অনেকেই রেগে আছে।
Many of us are angry.
আশা করি এগুলি আপনাদের কাজে আসবে। এগুলি আপনাকে অনর্গল ইংরেজি বলতে শেখাবে।