Will vs Going to in English Grammar

“Will vs Going to” এর ব্যবহার সম্পর্কে জানতে বা ভালোভাবে শিখতে আপনাকে অবশ্যই এই পোস্টটি মন দিয়ে পড়তে হবে। আশা করি একবার দেখলেই আপনার কাছে বিষয়টি পরিস্কার হয়ে যাবে। এই পোষ্টটি “Will vs Going to” নিয়ে কিন্তু তবে আমি নিম্নলিখিত বিষয়গুলি নিয়েও পোস্টটি লিখছি। যা আপনাদের অনেক উপকারে আসবে।
-How to use going to?
Basic English Grammar
Learn English through Bengali

কোনটা ঠিক?
It will rain.
It’s gonna rain.
It is going to rain.
এদের সঠিক ব্যবহার

It is going to rain.
বৃষ্টি হতে যাচ্ছে।

I am going to buy a car.
আমি একটি গাড়ী কিনতে যাচ্ছি।

We use ‘going to’ to talk about the future. আমরা ভবিষ্যতের কথা বলতে ‘going to’ কে ব্যবহার করি।
তাহলে এখানে একটা প্রশ্ন আসে, সেটা হল – এটা কি Present Continuous Tense? হ্যাঁ এটা Present Continuous Tense কিন্তু এটা শুধু মাত্র ভবিষ্যতের কথা বলে।

Going to - Present Continuous Tense

I am reading a book now.
আমি এখন একটি বই পড়ছি।

I am meeting my friend tomorrow.
আমি আগামীকাল আমার বন্ধুর সাথে দেখা করছি।
এই দুটি বাক্য Present Continuous Tense এর উদাহরণ – কিন্রু এখানে বর্তমানের সাথে সাথে ভবিষ্যতের কথাও বলা হচ্ছে। যেমন ‘Now’ এবং ‘Tomorrow’

যখন আমরা বাক্যে ‘going to’ ব্যবহার করব তখন শুধুমাত্র Future এর কথা বলা হবে। এটা কখনই Present এর কথা বলবে না। শুধুমাত্র Future এর কথা বলবে। তাছাড়া
আমরা সাধারণত ‘going to’ ব্যবহার করি কোনও পরিকল্পনা (plan), উদ্দেশ্য (intention), ভবিষ্যদ্বাণী (prediction) বা ভবিষ্যতে কোনও কাজ করব এবং সেটা already সিদ্ধান্ত নেওয়া আছে, মানে সবকিছু ঠিক করা আছে তখন আমরা ‘going to’ ব্যবহার করব।

I am going to buy a Laptop.
আমি একটি ল্যাপটপ কিনতে যাচ্ছি।

👉 এটা কোন হঠাৎ decision নয়।
👉 সবকিছু আগে থেকে প্ল্যান করা আছে।

Let’s see what is the difference between ‘will vs going to’.

এবার দেখা যাক ‘will’ এর সাথে ‘going to’ এর পার্থক্য কি?
অনেক ক্ষেত্রে এদেরকে একই অর্থে ব্যবহার করা যায়, যেমন –
It will rain. বৃষ্টি হবে।
It is going to rain. বৃষ্টি হতে যাচ্ছে।

They will exercise. তারা অনুশীলন করবে।
They are going to exercise. তারা অনুশীলন করতে যাচ্ছে।

তবে এদের মধ্যে একটা বড় পার্থক্য আছে –
I will join you for a dinner. আমি তোমার সাথে রাতের খাবারের জন্য যোগ দেব।
I am going to meet you this evening. আমি আজ সন্ধ্যায় তোমার সাথে দেখা করতে যাচ্ছি।

আমি তোমার সাথে রাতের খাবারের জন্য যোগ দেব।
👉 এই বাক্যটির ক্ষেত্রে আমি কিছু আগে থেকে ভেবে বলিনি।

যেমন ধরুন আপনার কোন বন্ধু আপনাকে বলল –
👉 আচ্ছা, তুই কি আজকে আমার সাথে লাঞ্ছ করবি?
Will you have lunch with me today?

আপনি বললেন –
👉 না, আমার সকালে কিছু কাজ আছে, আমি আমি তোমার সাথে ডিনারে যোগ দেব।
No, I have some work to do in the morning; I’ll join you for dinner.
এখানে আমি আগে থেকে কিছু Plan করিনি, একটা conversation করতে করতে suddenly decision নিয়েছি। এটাকে আমরা বলতে পারি – Decision at the moment of speaking. কথা বলার মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি। সেই জন্য এখানে আমরা ‘will’ ব্যবহার করেছি।

Main difference - Will and Going to

কিন্তু
I am going to meet you this evening.
এটা পুরো Plan একটা করা Decision
যেমন – ধরে নেওয়া যাক আপনি বাইরে কোথাও কাজ করেন – আপনি আপনার মাকে বললেন – ‘মা, আমি আজ সন্ধ্যায় তোমার সাথে দেখা করতে যাচ্ছি।’ তারমানে আপনি আগে থেকে Plan করে নিয়েছেন যে আপনি আপনার মায়ের সাথে আজকে দেখা করবেন। এবং সেটা মাকে ফোন করে বলছেন। এটা আপনার suddenly decision নয়, বা Decision at the moment of speaking নয়। এটা হল – Decision made before the moment of speaking. মানে কথা বলার মুহুর্তের আগে সিদ্ধান্ত নিয়েছেন।
তাই এখানে আমরা ‘going to’ ব্যবহার করেছি।

আশা করি এবার আমি আপনাকে ‘will’ এর সাথে ‘going to’ এর পার্থক্য কি সেটা বোঝাতে পেরেছি।

‘going to’ এর আরও কিছু ব্যবহার

Future planned action:
Near future এ কোন ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেটা Plan করা আছে এটা বোঝাতে ‘going to’ কে ব্যবহার করা হয়।
যেমন –
I’m going to start a new diet from next month.
আমি আগামী মাস থেকে একটি নতুন ডায়েট শুরু করতে যাচ্ছি।

What are you going to wear to the dance? (ওয়ার)
আপনি নাচের জন্য কি পরতে যাচ্ছেন?

I’m really tired so I’m going to sleep early tonight.
আমি সত্যিই ক্লান্ত তাই আমি আজ রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি।

Prediction:
বর্তমান ঘটনা দেখে বা ভিত্তি করে আমরা অনেক সময় কিছু ভবিষ্যদ্বাণী বা Prediction করি। এবং যেটা কিছুক্ষনের মধ্যেই ঘটতে পারে – এই সব ক্ষেত্রে আমরা ‘going to’ ব্যবহার করে থাকি।
যেমন –
It’s 6 PM and the sun is going down. It’s going to be dark soon.
সন্ধ্যা ৬ টা বাজে এবং সূর্য নেমে যাচ্ছে। শীঘ্রই অন্ধকার হতে চলেছে।

The clouds are coming out… It’s going to rain.
মেঘগুলি বের হচ্ছে … বৃষ্টি হতে চলেছে।

Don’t do it. People are going to laugh at you.
এটা করো না। লোকেরা তোমাকে দেখে হাসবে।

The sky is very black. It’s going to snow.
আকাশ খুব কালো। তুষারপাত হতে চলেছে।

It’s 10.30! You’re going to miss your train!
এখন সাড়ে ১০টা বাজে! তুমি তোমার ট্রেন মিস করতে চলেছ।
আশা করি বোঝাতে পেরেছি।

Use of Gonna in English

‘Going to’ এর পরিবর্তে আমরা ‘gonna’ use করতে পারি। কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে যে – এটা হল informal way
যেমন –
One day I’m gonna be a star.
One day I’m going to be a star.
একদিন আমি একটি তারকা হতে যাচ্ছি।

I’m gonna order a cake.
I’m going to order a cake.
আমি একটি কেক অর্ডার করতে যাচ্ছি।

He’s gonna buy a car next week.
He’s going to buy a car next week.
সে পরের সপ্তাহে একটি গাড়ি কিনতে যাচ্ছে।

I’m gonna New York tomorrow.
I’m going to New York tomorrow.
আমি আগামীকাল নিউইয়র্ক যাচ্ছি।

এখানে আমি আপনাকে এটাই শেখালাম যে কিভাবে ‘Going to’ এর পরিবর্তে আমরা ‘gonna’ use করতে পারি। কোথায় will ব্যবহার করবেন? কোথায় going to ব্যবহার করবেন? আর কোথায় gonna ব্যবহার করবেন? আশা করি আপনি আপনাকে এটা ভালোভাবে বোঝাতে পেরেছি। কোন কিছু doubt থাকলে comment করে জানান।