আমরা জানি বাক্য তৈরি করতে গেলে একটা Subject এর দরকার হয়। কিন্তু সেটা যদি Imperative Sentence হয় তখন লাগে না। যদি বাক্যে Subject না থাকে তাহলে আমরা There বা It কে ব্যবহার করে থাকি। তবে আজকে আমরা শিখব There এর ব্যবহার।
যদি বাক্যে Subject অনির্দিষ্ট হয় এবং সেই বাক্যের verb দ্বারা “থাকা”, “আছে”, “নেই”, “ছিল” বা “ছিলেন” ইত্যাদি থাকে তাহলে সেই বাক্যে “There” কে use করতে হবে।
যেমন –
“আমাদের গ্রামে একটি ব্যাংক আছে।”
এই বাক্যটিতে নির্দিষ্ট কোন subject নেই এবং বাক্যের শেষে “আছে” কথাটি আছে, তাই এই বাক্যটির ইংরেজি করতে হবে এইভাবে –
There is a bank in our village.
এখানে আরও একটি জিনিস শেখার আছে সেটা হল – এই বাক্যটি “There” দিয়ে শুরু হয়েছে তাই এটাকে Introductory `There’ বলা হয়।
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ
Use of There in Bengali with Examples
তাদের বাগানে অনেকগুলি আমগাছ আছে।
There are many mango trees in their garden.
আমাদের স্কুলে কয়েকজন মেধাবী ছাত্র আছে।
There are some talented students in our school.
আমাদের গ্রামে একটি পুকুর আছে।
There is a pond in our village.
আমাদের গ্রামে একটি পোষ্ট অফিস আছে।
There is a post office in our village.
ওখানে এখন কেউ নেই।
Nobody is there right now.
Use of There with Positive Sentences
আমাদের গ্রামে একজন ডাক্তার ছিলেন।
There was a doctor in our village.
এক যে ছিল রাজা।
There was a king.
ফ্রিজের মধ্যে কিছু মিষ্টি আছে।
There are some sweets in the fridge.
সেখানে পৌঁছাতে দু ঘণ্টা লাগবে।
It will take two hours to get there.
বৃষ্টি থামবার পর আমরা সেখানে পৌঁছালাম।
After the rain stopped, we got there.
আমরা সেখানে যাচ্ছি।
We are going there.
টেবিলের উপর কিছু বই আছে।
There are some books on the table.
যেখানে ভালোবাসা আছে সেখানেই শান্তি আছে।
Where there is love there is peace.
সেখানে যাওয়ার যুক্তি আছে।
There is a point in going there.
Use of There with Negative Sentences
তার মনে কোন অহংকার নেই।
There is no pride in his mind.
আমাদের গ্রামে কোন স্কুল নেই।
There is no school in our village.
তার মধ্যে কোন সততা ছিল না।
There was no honesty in him.
রাস্তায় কোন লোক ছিল না।
There were no people in the road.
আমি সেখানে যাব না।
I shall not go there.
Use of There with Interrogative Sentences
সেখানে কি একজন ডাক্তার আছে যে ইংরাজি বলতে পারে?
Is there a doctor who can speak English?
শহরে কোন নাইট ক্লাব আছে কি?
Is there a nightclub in town?
আপনি কি সেখানে গিয়েছিলেন?
Did you go there?
কোন গানের অনুষ্ঠান আছে?
Are there any concerts?
নিউ ইয়র্কের লোক সংখ্যা কত?
How many people are there in New York?
সেখানে কি হচ্ছে?
What’s going on there?