Use of Put in English – Put এর ব্যবহার

এখন আমরা শিখব Put এর ব্যবহার। তাছাড়াও শিখব Difference between Put and Keep? অনর্গল ইংলিশ বলতে গেলে আপনাকে এদেরকে ব্যবহার করতেই হবে। কারন স্পোকেন ইংলিশে Keep এবং Put খুব বেশী ভাবে ব্যবহার হয়। তাই আপনাকে শিখতেই হবে।

Difference between Put and Keep?

‘Put’ সাধারণত কোনও নির্দিষ্ট স্থানে কোনও বস্তু স্থাপনের জন্য নির্দেশ করতে ব্যবহৃত হয়।
Keep’ কোনও বস্তুর অবস্থান ধরে রাখতে নির্দেশিত হয়।

আমি একটি পোস্টে Keep এর ব্যবহার নিয়ে আলোচনা করেছি, একবার অবশ্যই দেখে নিন। 

Put এর ব্যবহার

# কোন জিনিস কোন স্থানে রাখা বোঝালে Put এর ব্যবহার করুন।
যেমন –

ব্যাগটি ডেস্কে রেখে দিন।
Put the bag on the desk.

চাবি কোথায় রেখেছ?
Where have you put the keys?

তোমার জামাটি আলমারিটিতে রাখ।
Put your shirt in the cupboard.

আমি সবসময় বিড়ালটি বাইরে রাখি।
I always put the cat out.

কোন কিছু লিখতে আমরা Put ব্যবহার করতে পারি

সে তার সমস্ত বইয়ে তার নাম রাখে।
He puts his name in all his books.
এখানে ‘নাম রাখে’ মানে ‘নাম লিখে রাখে’।

আমি আমার ডায়েরিতে তারিখটি রেখেছি। (মানে লিখে রেখেছি)
I’ve put the date in my diary.

এছাড়াও Put কে নানাভাবে ব্যবহার করা হয়ে থাকে Spoken English এ, চলুন শিখে নেওয়া যাক যাতে আপনি আপনার Daily life এ অনায়াসে ব্যবহার করতে পারেন।
এটি পিছনে রাখুন।
Put it back.

এটি নিচে রাখ।
Put it down.

আমি কি এখানে এটা রাখতে পারি?
May I put it here?

আলোটা নিভিয়ে দিন।
Put out the light.

হাত উপরে তুলুন!
Put your hands up!

আপনার বই দূরে রাখুন।
Put your books away.

আমি আমার ট্রাউজার পরলাম।
I put on my trousers.
Put on – মানে পরা বা পোশাক পরা।


Put down – নামিয়ে রাখা

আমি কি এটা এখানে রেখে দিতে পারি?
May I put it down here?

এটা আমার ডেস্কে রাখবে না।
Don’t put it on my desk.

আপনি এটি যে কোনও জায়গায় রাখতে পারেন।
You can put it anywhere.

Put off – মুলতবি করা / বন্ধ করা
যেমন –
তিনি দিল্লী যাওয়া বন্ধ করলেন। (বা মুলতবি করলেন)
He put off going to Delhi.
দয়া করে টেলিভিশন বন্ধ কর।
Please put off the television.

এবার আপনারা অনায়াসে Put এর ব্যবহার করতে পারবেন কোন রকম ভুল ছাড়া। চেষ্টা করুন যখন ইংরেজি বলবেন তখন Put কে ব্যবহার করতে, আপনার ইংরেজি শুনতে অনেক ভালো লাগবে। তাছাড়া নিজেকেও অনেক confident মনে হবে।