When To Use Capital Letters:
আমরা জানি ইংরেজি বর্ণমালায় ২৬ টি অক্ষর বা লেটার আছে। তার মধ্যে ৫ টি হল Vowels (a, e, i, o, u). এবং বাকি গুলি হল Consonants. আবার ইংরেজি অক্ষরগুলিকে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর হিসাবে ব্যবহার করা হয়। বড় হাতের অক্ষরগুলিকে বলা হয় Capital Letters এবং ছোট হাতের অক্ষর গুলিকে বলা হয় Small Letters.
ইংরেজিতে এদের ব্যবহারিক কিছু নিয়ম আছে। আমরা যেখানে সেখানে Small কিংবা Capital Letters ব্যবহার করতে পারি না।
আজ আমরা শিখব Capital Letters এর ব্যবহার, মানে কখন Capital Letters ব্যবহার করা হয় বা Capital Letters ব্যবহার করার নিয়ম।
এটা খুবই গুরুত্বপুর্ন একটি বিষয়। আমরা যারা ইংরেজি শিখছি তাদের অবশ্যই এটা জানা উচিত।
Rule No. 1
আমরা জানি ‘I’ হল Pronoun, আর এই ‘I’ মানে (আমি) কে সব সময় Capital Letter হিসাবে ব্যবহার করা হয়। কখনোই Small letter হিসাবে ব্যবহার করা হয় না।
Am I fat?
Can I eat?
I can’t say.
I don’t want to go home in the dark.
Guess who I am.
এখানে আমরা সবকটি উদাহারনে দেখলাম ‘I’ কে Capital Letter হিসাবেই ব্যবহার করা হয়েছে। আর এটাই ইংরেজি গ্রামারের নিয়ম। তাই কখনোই ‘I’ কে Small letter হিসাবে ব্যবহার করবেন না।
Rule No. 2
বই, ধর্মগ্রন্থ কিংবা পবিত্র কোন গ্রন্থ, ইশ্বরের নামের ক্ষেত্রে সব সময় Capital Letters দিয়ে শুরু হবে।
যেমন-
God
The Ramayana,
The Mahabharata
The Geeta
The Koran
The Bible
The Koran is the sacred book of the Muslims.
The voice of the people is the voice of God.
The Bible says that stealing is a sin.
Rule No. 3
ইংরেজি বাক্যের প্রথম অক্ষর সব সময় Capital Letter দিয়ে শুরু হয়।
যেমন-
We are not sure.
আমরা নিশ্চিত নই।
She is to blame.
সেই দোষী।
One flower makes no garland.
এক ফুলে মালা হয় না।
যাইহোক এখানে আমরা দেখলাম বাক্যের প্রতিটি অক্ষর Capital Letter দিয়ে শুরু হয়েছে। আমাদের এটা খুব খেয়াল রাখা উচিত।
When To Use Capital Letters:
Rule No. 4
ইংরেজি কবিতার প্রতিটি লাইন Capital Letter দিয়ে শুরু হয়।
Twinkle, twinkle, little star,
How I wonder what you are!
Up above the world so high,
Like a diamond in the sky.
যদি আমরা এই poem টি খেয়াল করি তাহলে দেখব প্রতিটি লাইন শুরু হয়েছে Capital Letter দিয়ে। তাই মনে রাখতে হবে – ইংরেজি কবিতার প্রতিটি লাইন Capital Letter দিয়ে শুরু হয়।
Rule No. 5
যখন কোন ইংরেজি নামের short form ব্যবহার করা হয়, কিংবা ইংরেজি শব্দকে সংক্ষেপ করা হয় তখন Capital Letter দিয়ে লেখা হয়।
যেমন –
W.H.O – World Health Organization
M.P. – Member of Parliament.
K.G. – Kinder Garten
E.C.G. – Electro Cardiogram, Electro Cardiograph
Rule No. 6
যখন কোন Direct Speech উদ্ধৃতি চিহ্নের মধ্যে আরম্ভ করা হয় তখন Capital Letter দিয়ে লেখা হয়।
যেমন –
He told me, “How are you doing today?”
Tom asked, “Do you want to sit here?”
এই উদাহারন দুটিতে আমরা দেখলাম – Direct Speech এ inverted comma “” মধ্যে যা লেখা হয়েছে তার প্রথম অক্ষর Capital Letter দিয়ে শুরু হয়েছে।
Rule No. 7
যেকোন ব্যাক্তির নাম, কোন দেশের নাম, পদের নাম কিংবা উপাধির নাম সব সময় Capital Letter দিয়ে লেখা হয়।
যেমন –
Africa – দেশের নাম
Rahim – ব্যাক্তির নাম
President Obama,
Parliament
ইত্যাদি
When To Use Capital Letters:
Rule No. 8
সংবাদপত্রের নামের প্রথম অক্ষর Capital Letter হয় ।
The Times of India
The Telegraph
The Morning Sun
Rule No. 9
যে কোন জাতির নামের প্রথম অক্ষর Capital Letter দিয়ে লেখা হয় ।
যেমন –
The Hindus
The Muslims
Rule No. 10
যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর Capital Letter দিয়ে শুরু বা লেখা হয় ।
যেমন-
Calcutta University, Dhaka University
Rule No. 11
সপ্তাহের সাতটি দিনের নাম এবং বারো মাসের নামের প্রথম অক্ষর Capital Letter দিয়ে লেখা হয়।
যেমন –
Sunday
Monday
January
February
ইত্যাদি
Rule No. 12
জাহাজ, বিমান, ট্রেনের নামের প্রথম অক্ষর Capital Letter দিয়ে লেখা হয়।
যেমন –
The Titanic
The Rajdhani Express
Singapore Airlines
ইত্যাদি
আজ আমরা শিখলাম কিভাবে ইংরেজিতে Capital Letters ব্যবহার করা হয়। ইংরেজি শিখতে গেলে অবশ্যই এগুলি আমাদের জানা উচিত। এতে আপনার ইংলিশ writing skill ও অনেক বেড়ে যাবে।
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ