Have Has Had – Basic English Grammar in Bengali

This Post is showing How to use Have Has Had in English information but also try to cover the following subject:
-How to use had in English
English Grammar in Bengali
Daily use English sentences

If you wish to find out even more regarding how to use had in English I recommend you to have a look at our various other posts:

Difference - Have Has Had

আজকে আমরা শিখব Have Has Had এর ব্যবহার।

Have Has কে ব্যবহার করা হয় Present Tense
এবং Had কে ব্যবহার করা হয় Past Tense

For Example:
আমার একটা গাড়ি আছে। I have a car.
তার একটি কুকুর আছে। She has a dog.
এই দুটি বাক্য Present Tense এর উদাহরন।

কিন্তু যদি বলি –
তার একটি ল্যাপটপ ছিল। He had a Laptop.
এটি Past Tense এর উদাহরন।

‘Have Has’ কে ব্যবহার করা হয় কোন জিনিসের উপর দখল বা মালিকানা দেখাতে, তাছাড়া ‘Perfect Tense’ গঠনেও have has গুরুত্বপূর্ণ ভুমিকা নেয়।

Have – I, You, We, They, Plural Noun (Name)
Has – He, She, It, Singular Noun (Name)
Had – All Subjects in the past

Use of Have

এবার চলুন কিছু Daily use Sentences এর সাথে শেখা যাকঃ
Have কে Main Verb এবং auxiliary verb হিসাবে ব্যবহার করা যায়।

Have as a Main verb:
Possession – দখল বা মালিকানা

আমার একটি পেন আছে।
I have a pen.

আমার একটা ধারণা আছে।
I have an idea.

আমার কোন টাকা নেই।
I have no money.

আমার কাছে দশটি কলম আছে।
I have ten pens.

আমার দুটি গাড়ি আছে।
I have two cars.

Have: Interrogative Sentence

তোমার কি গাড়ি আছে? Do you have a car?

তোমার কি পোষা প্রাণী আছে? Do you have a pet?

আপনার কি জ্বর আছে? Do you have a fever?

তোমার কাছে কোন আঠা আছে? Do you have any gum?

আপনার কাছে কি টিকিট আছে? Do you have a ticket?

তোমার কাছে কি কম্বল আছে? Do you have blankets?

Have Has Had - English Grammar in Bengali 03

Eating food and meals:

খাবার খাওয়ার ক্ষেত্রে Have কে ব্যবহার করা হয়ে থাকে।

আমি কি এক কাপ কফি খেতে পারি?
Can I have a cup of coffee?

আজ রাতে কি আমরা একসাথে ডিনার করব?
Shall we have dinner together tonight?

Present Perfect Tense:

S+have+V3+O

আমি গল্পটা শুনেছি। I have heard the story.

আমি তাকে আগে দেখেছি। I have seen her before.

আমি সবেমাত্র দুপুরের খাবার খেয়েছি। I have just eaten lunch.

তুমি কি রাতের খাবার খেয়েছ? Have you eaten dinner?

তুমি কি কুকুরকে খাইয়েছ? Have you fed the dog yet?

Days or parts of days:

Days or parts of days: দিন বা দিনের অংশ

একটা সুন্দর ছুটি কাটান।
Have a nice vacation.

আপনার যাত্রা শুভ হোক।
Have a nice trip.

ভাল সময় কাটান।
Have a good time.

Use of Have to

যখন কোনকিছু করতেই হবে বোঝায় তখন ‘have to’ কে ব্যবহার করা হয়।

আমাকে এখনই যেতে হবে।
I have to go now.

আমাকে কাজে যেতে হবে।
I have to go to work.

আমাকে ওষুধ খেতে হবে।
I have to take medicine.

How to use Has

Has কে ব্যবহার করা হয় –
Has – He, She, It, Singular Noun (Name)

To show possession:
তার একটা গাড়ি আছে।
He has a car.

তার দশটি গরু রয়েছে।
He has ten cows.

তার চুল বাদামি।
He has brown hair.

তার লম্বা চুল রয়েছে।
She has long hair.

তার তিন ছেলে রয়েছে।
He has three sons.

সে নীল চোখ আছে।
She has blue eyes.

Present Perfect Tense:

S+has+V3+O

সে বিদেশে গেছে।
She has gone abroad.

আমার মাথাব্যথা চলে গেছে।
My headache has gone.

সে তাকে ক্ষমা করে দিয়েছে।
She has forgiven him.

ঘড়িটি বন্ধ হয়ে গেছে।
The clock has stopped.

Interrogative Sentences: Has

সে কি আবার ব্যর্থ হয়েছে?
Has he failed again?

তিনি কি ইতিমধ্যে এসেছেন?
Has he arrived already?

কিছু কি ঘটেছে?
Has something happened?

সে কি কখনও প্রেমে পড়েছে?
Has she ever fallen in love?

Correct use of Had:

Had কে ব্যবহার করা খুব সহজ। আমরা সব Subject এর সাথে Had কে ব্যবহার করতে পারি যদি সেটা Past Tense এ থেকে থাকে।

Had – All Subjects in the past

To show possession: দখল বা অধিকার দেখাতে:
S+had+a/an+O

আমার একটি ভাল ধারণা ছিল।
I had a good idea.

আমার একটি ভাল সময় ছিল।
I had a good time.

তার এক মেয়ে ছিল।
He had one daughter.

তার গাঢ় বাদামী চুল ছিল।
He had dark brown hair.

তোমার প্রচুর সময় ছিল।
You had plenty of time.

আমাদের একটি গোপন বৈঠক হয়েছিল।
We had a secret meeting.

Past Perfect: Had

Sentence Structure : S+had+V3+O
যখন আমরা Had কে Past Perfect Tense এ ব্যবহার করব তখন Main verb এর Past Participle form কে বসাতে হবে।

For example:
আমি কাজটি শেষ করেছিলাম।
I had finished the work.

সে আগেই চলে গেছে।
He had already gone.

তিনি সবেমাত্র এসেছিলেন।
He had just arrived.

কিন্তু যখন Past perfect continuousHad কে ব্যবহার করব তখন তারপরে been কে বসাতে হবে এবং Main Verb এর সাথে ing যোগ করতে হবে।

For example:
আমি সেখানে তিন বছর ধরে কাজ করেছিলাম।
I had been working there for three years.

তারা শোবার ঘর রং করছিল।
They had been painting the bedroom.

অতীতে কোন কাজ করতে হয়েছিল সেটা বোঝাতে Had to কে ব্যবহার করা হয়
আমাকে বাড়ি যেতে হয়েছিল।
I had to walk home.

তাকে বিছানায় থাকতে হয়েছিল।
He had to stay in bed.

আশা করি আমি Have Has Had এর ব্যবহার শেখাতে পেরেছি। আশা করি আজকের পর আর এদের ব্যবহার করতে ভুল হবে না। এদের ব্যবহার করা খুব সহজ তাও অনেকেই ভুল করে ফেলেন। আশা করি এবার আপনি এদেরকে সঠিক ভাবে ব্যবহার করতে পারবেন। 

Follow us: