How to make interrogative sentences

How to make interrogative sentences? আজকে আমরা শিখব কিভাবে Interrogative Sentence তৈরি করা হয়। Interrogative sentence এর দ্বারা সব সময় প্রশ্ন করা হয়ে থাকে। এবার আপনিও পারবেন ইংরেজিতে অনর্গল প্রশ্ন করতে।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Structure of Interrogative sentence:

How to make interrogative sentences?

ইংরেজি বলতে গেলে জানতে হবে অনেক ছোট ছোট প্রশ্ন। তাছাড়া আপনাকে জানতে হবে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়? কারন প্রশ্ন করতে না পারলে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন না। তাই অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে।

Structure:
Helping/Auxiliary verb + subject + verb…
প্রথমে Helping Verb কে বসাতে হবে।
তারপর Subject বসবে।
তারপর Main verb বসবে।
তারপর Object বসবে বা বাক্যের অন্যান্য অংশ বসবে।

For example –
Does she like you? সে কি তোমাকে পছন্দ করে?
Does – Auxiliary verb
She – Subject
Like – Verb
বাক্যে Object থাকলে বসাতে হবে না হলে দরকার নেই।
You – Pronoun বা Object

আর একটা উদাহরন দেখা যাক –
Do you speak English? আপনি কি ইংরেজি বলতে পারেন?
এখানেও Sentence Structure হল –
Auxiliary verb + subject + Main verb + O

Do – Auxiliary verb
You – subject
Speak – Main verb
English – Object / other part

এই Sentence Structure টা follow করে আমরা Interrogative Sentence তৈরি করতে পারি।

Be as Main Verb

How to make interrogative sentences?

আরও একভাবে আমরা Interrogative Sentence তৈরি করতে পারি, যেমন –

Main verb BE + S + O
আপনার জানা উচিত Be verb মানে হল – Am, Is, are, Was, Were, Been
এরা সবাই এক একটা Be verb এর রূপ
অনেকেই মনে করেন Be Verb কে শুধুমাত্র Helping Verb হিসাবে ব্যবহার করা হয়। এটা একদম ভুল ধারনা। কারন অনেক বাক্যে Be verb Main verb হিসাবে কাজ করে।
For example –
He is a doctor. তিনি একজন ডাক্তার।
Structure: S + V + O
বাক্য তৈরি করতে গেলে আপনাকে এই Structure টা সব সময় মনে রাখতে হবে। তবেই আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন।

এই বাক্যে ‘Is’ main verb হিসাবে কাজ করছে। কারন এই বাক্যে আর কোন Verb নেই। তাই এখানে ‘Is’ হল Main verb.

এবার যদি আমরা এটাকে Interrogative Sentence তৈরি করি তাহলে Structure টা হবে এই রকম –
V + S + O +?
Is he a doctor? তিনি কি একজন ডাক্তার?
আগে ছিল –
He is a doctor. তিনি একজন ডাক্তার।
Structure: S + V + O
এখানে আমরা Main Verb টিকে আগে বসিয়ে মানে Subject এর আগে বসিয়ে Interrogative Sentence তৈরি করলাম।
এখানে Be verb Main Verb হিসাবে কাজ করছে।

এবার আর একটা Format শিখি Interrogative Sentence তৈরি করার
এখানে আমরা Wh-Word কে ব্যবহার করব Interrogative Sentence তৈরি করতে
Structure:
WH-Word + auxiliary verb + subject + main verb
When does the movie start? মুভিটা কখন শুরু হয়?

When – WH-Word
does – auxiliary verb
the movie – subject
start – main verb

Type of Questions

How to make interrogative sentences?

Questions তিন ধরনের হয়, যেমন –
01. Yes/ No Questions
Do you come with me? তুমি কী আমার সাথে আসবে?
এর উত্তর Yes/ No তে দেওয়া যায়।
No, thank you. না, আসব না। ধন্যবাদ।

02. Wh-Questions
এর উত্তর হ্যাঁ বা নাতে হয় না। একটা information থাকে। যেমন –
When did you come? তুমি কখন এলে?
এখানে আপনি হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবেন না।
আমি ৫ মিনিট হল এসেছি। I came 5 minutes ago.
বা বলতে পারেন –
আমি একটু আগেই এলাম। I came a little earlier.

03. Choice Questions:
এই ধরনের প্রশ্নগুলিতেই উত্তর থেকে থাকে। যেমন –
Do you want tea or coffee? আপনি চা না কফি চান?
এই প্রশ্নটিতেই উত্তর আছে। আপনি বলতে পারেন –
আমি কফি চাই। I want coffee.
বা
Coffee please.

Daily Use Short Questions

How to make interrogative sentences?

তুমি কি সাঁতার কাটাতে সক্ষম? Are you able to swim?
তুমি কি অন্ধকারকে ভয় পাও? Are you afraid of the dark?
তুমি কি মঙ্গলবার ফ্রি আছো? Are you free on Tuesday?
তুমি কি তাড়ার মধ্যে আছো? Are you in a hurry?
আপনি কি ভ্রমণের জন্য প্রস্তুত? Are you ready for the trip?
আপনি কি বাইরে যেতে প্রস্তুত? Are you ready to go out?
তুমি কি যেতে প্রস্তুত? Are you ready to go?
আমি কি ওটি দেখতে পারি? Can I see that one?
আমি কি টিভি চালু করতে পারি? Can I turn on the TV?
আমরা কি একান্তে কথা বলতে পারি? Can we talk in private?
তুমি কি এটি সামলাতে পারবে? Can you handle it?
তুমি কি আমার জন্য এইগুলি মেল করতে পারবে? Can you mail these for me?
তুমি কি আমাকে অগ্রিম টাকা দিতে পারবে? Can you pay me in advance?
আপনি কি পিয়ানো বাজাতে পারেন? Can you play the piano?
আপনি কি ওটা আবার বলবেন? Could you repeat that?
তুমি কি কাজটি শেষ করেছিলে? Did you finish the job?
তুমি কি সিনেমাটি পছন্দ করেছিলে? Did you like the movie?
আপনি কি রবিবার বিতরণ করেন? Do you deliver on Sundays?
তুমি কি ভ্রমণ করতে পছন্দ কর? Do you like to travel?
এক কাপ চা হলে কেমন হয়? How about a cup of tea?
হ্রদটি কত গভীর? How deep is the lake?
কিভাবে তুমি এটি করেছিলে? How did you make it?
পাহাড়টি কত উঁচু? How high is that mountain?
সেতুটি কত লম্বা? How long is that bridge?
গণিত পরীক্ষা কেমন ছিল? How was the math test?
দিনটা কেমন ছিল তোমার? How was your day?
ট্রেন কি সময়মতো ছেড়ে যাবে? Will the train leave on time?

Daily Use Short Questions

How to make interrogative sentences?

ওটা কি আমার ছবি? Is that a picture of me? Is that my picture?
স্নানাগার কি পরিষ্কার? Is the bath clean?
আমি কি তোমার পাশে বসতে পারি? May I sit next to you?
আমি কি তোমার সাথে কথা বলতে পারি? May I speak to you?
সিনেমাটি কি ভাল ছিল? Was the movie good?
সেখানে কি ট্রাফিক অনেক ছিল? Was there a lot of traffic?
জাপানে আপনি কী করেন? What do you do in Japan?
আপনি কী করার পরিকল্পনা করছেন? What are you planning to do?
কি হচ্ছে? What is going on?
ডেস্কে কী আছে? What is on the desk?
এই টুপিটির দাম কত? What is the price of this cap?
তুমি কি ধরনের খাবার খেয়েছিলে? What kind of meal did you eat?
শব্দটা কিসের ছিল? What was that noise?
বাসের ভাড়া কত? How much is the bus fare?
কি ব্যাপার? What’s the matter?
তুমি এটি কখন কিনেছিলে? When did you buy it?
ব্যথা কোথায়? Where is the pain?
ফুলদানি কে ভেঙেছে? Who broke the vase?
ঐ লোকটি কে? Who is that man?
ওই গাড়িটা কার? Whose car is that?
কেন সে এমন করল? Why did she do that?
তুমি ভিতরে আস না কেন? Why don’t you come in?
আজ কি বৃষ্টি হবে? Will it rain today?
তুমি কি আসতে চাও? Would you like to come?
তুমি কোন স্কার্টটি পছন্দ কর? Which skirt do you like?
তুমি কোথায় যাচ্ছছিলে? Where were you going?
তুমি কি গতকাল ব্যস্ত ছিলে? Were you busy yesterday?
তুমি কি গতরাতে বেরিয়ে ছিলে? Were you out last night?
তুমি কি গতকাল ঘরে ছিলে? Were you at home yesterday?
সে কি বলেছিল? What did he say? 
সে কি তোমাকে চেনে? Does she know you?
সে কখন জন্মগ্রহণ করেছিল? When was she born?
তার কী আছে? What does she have?