Tense – How to learn Tense through Bengali

খুব সহজে Tense শিখে নিন।

ইংরাজি শিখতে গেলে Tense জানা খুবই জরুরী। Tense কে অনেকেই ভয় পায়, কারন তারা ভাবে Tense খুবই কঠিন জিনিস। Tense কে ভয় পাওয়ার কোন কারন নেই, খুব সহজেই Tense শেখা যায়। ইংরাজিতে কথা বলতে গেলে Tense আপনাকে শিখতেই হবে আর Tense জানলে খুব সহজেই আপনি ইংরাজিতে কথা বলতে পারবেন।

Learn-Tense-Bangla-image

Tense নিয়ে আর Tension নয়।

Tense কাকে বলে?

Tense মানে সময় বা কাল। কোনো Verb এর কাজ যে সময়ে সম্পন্ন হয়, সেই সময়কেই ইংরেজিতে Tense বলে। 

সময় বা কালকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি- বর্তমান, অতীত এবং ভবিষ্যত। একটি উদাহারন দিলে আরও সহজ হয়ে যাবে।

Today, Yesterday and Tomorrow >> আজ, কাল এবং আগামীকাল।

Tense এর প্রকারভেদঃ

ইংরাজি গ্রামার অনুযায়ী Tense কে তিন ভাগ করা হয় –

Present Tense  – বর্তমান কাল

Past Tense      – অতীত কাল

Future Tense   – ভবিষ্যৎ কাল

প্রতি Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়।

  • Indefinite Tense
  • Continuous Tense
  • Perfect Tense
  • Perfect Continuous Tense

তাহলে আপনারা শিখলেন Tense কাকে বলে ও তার প্রকার ভেদ।

চলুন এবার আলোচনা করা যাক Present Tense ও তার প্রকারভেদ নিয়ে।

3 thoughts on “Tense – How to learn Tense through Bengali”

Leave a comment