Present Perfect Tense Through Bangla

Present Perfect Tense:

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা Tense বুঝতে পারেন না। বা অনেকের কাছে Tense খুব কঠিন বলে মনে হয়। তাই অনেকে শিখতে চান বা শিখতে ভয় করেন। তাই আজকে আমি Tense নিয়ে আলোচনা করব।

গ্রীষ্ম শুরু হয়েছে।
The summer has set in.

আমি এইমাত্র ডিনার করেছি।
I have taken my dinner just now.

সে দিল্লী গিয়েছে।
She has gone to Delhi.

আমি সময়মতো তোমার ইমেল পেয়েছি।
I have received your email in time.

যদি বাক্যগুলি খেয়াল করেন তাহলে দেখবেন Verb এর কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফল এখনো বাকি। অর্থাৎ কাজ শেষ হয়ে গেলেও বর্তমানে তার ফল এখনো উপস্থিত। এই ধরনের বাক্যগুলিকে আমরা Present Perfect Tense করব।

Present Perfect Tense – পুরাঘটিত বর্তমান কাল
বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে Present Perfect Tense হয়।

গঠন প্রণালি:

Subject-এর পর Person ও Number অনুসারে ‘have বা has’ বসে এবং মূল verb-এর Past participle form ব্যবহূত হয়।

Structure:

Subject + have/has + Past participle of main verb + বাকি অংশ।

Present Perfect Tense

উদাহারনঃ

আমি তোমার চিঠি পেয়েছি। – I have received your letter.
এখানে Subject হল ‘I’,
তাই Subject অনুসারে এখানে Subject এর পর ‘Have’ বসবে।
তারপর Verb এর Past Participle বসাতে হবে।
এখানে Main verb হল ‘Receive’ আর এর Past Participle হবে – “received”
তারপর Object কে বসাতে হবে। যদি বাক্যে থাকে, না হলে বসাতে হবে না।

চলুন আরও কয়েকটি উদাহারন দেখি –

আমি এখনো খাইনি।
I have not yet taken my meal.

সে ঘুমতে যায়নি।
He has not gone to sleep.

তারা কেউ বিয়েতে আসেনি।
None of them has attend the wedding.

কোথায় 'Have' বা 'Has' বসবে?

এখানে মনে রাখতে হবে- Subject Third Person Singular Number হলে – he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে ‘has’ বসবে । I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে ‘have’ বসবে।

বাংলা বাক্য চেনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present Perfect Tense হয়।

ব্যাতিক্রম:

সে দিল্লী গিয়েছে।
She has gone to Delhi.
কিন্তু যদি বলি –
সে গতকাল দিল্লী গিয়েছে। – বাক্যটি দেখতে Present Perfect Tense এর মত কিন্তু এখানে সময়ের উল্লেখ আছে তাই ইংরেজি হবে-
She went to Delhi yesterday.
এটা হয়ে গেল – Simple Past Tense

আবার-
জন পরীক্ষায় পাশ করেছে।
John has passed the exam.
এটা Present Perfect Tense এর উদাহারন।
কিন্তু যদি বলতাম –
জন এক বছর আগে পরীক্ষায় পাশ করেছে। এখানেও সময়ের উল্লেখ আছে তাই বাক্যটির ইংরেজি হবে –
John passed the exam a year ago.

তাহলে এখান থেকে আমরা এটাই শিখলাম – বাক্যগুলি দেখতে Present Perfect Tense এর মত হলেও, যদি অতীত সময়ের উল্লেখ থাকে তাহলে বাক্যটির Simple Past Tense করতে হবে।

বাংলা বাক্যে অনেক সময় ক্রিয়াপদ (Verb) Present Perfect Tense এর মত থাকলেও তাদের ইংরেজি করার সময় Present Indefinite Tense করতে হয়। যেমন –

তার বয়স ত্রিশ হয়েছে।
He is thirty now.

আকাশ পরিস্কার হয়েছে।
The sky is clear.

চাঁদ উঠেছে।
The moon is up.

রাস্তাটি দিল্লী পর্যন্ত গিয়েছে।
The road goes up to Delhi.

তার বয়স ত্রিশ হয়েছে।
আকাশ পরিস্কার হয়েছে।
চাঁদ উঠেছে।
রাস্তাটি দিল্লী পর্যন্ত গিয়েছে।

# এখানে ‘হয়েছে, উঠেছে, গিয়েছে’ ইত্যাদি ক্রিয়াপদ গুলি Present Perfect Tense এর মত হলেও আমাদের এর ইংরেজি Present Indefinite Tense এই করতে হবে।

Negative Sentence

চলুন এবার কিছু Negative Sentence শেখা যাক –
আমি এটা করিনি।
I have not done it.

সে এটা কখনো করেনি।
He has never done it.

সে কখনো মিথ্যে বলেনি।
He has never told a lie.
আমি আগেই বলেছিলাম – বাংলা বাক্যে করিনি, করি নাই, খাইনি, খাই নাই ইত্যাদি থাকলে Present perfect tense করতে হয়। এটা খুব ভালো করে মনে রাখবেন।

Interrogative Sentence

এবার শিখব কিভাবে প্রশ্ন করতে হয় মানে Interrogative Sentence তৈরি করতে হয়? এটা জানা খুবই জরুরী।

তুমি কি একটি মোবাইল কিনেছ?
Have you bought a mobile?

সে কি খেয়েছে?
Has he eaten?

তুমি কি চা খেয়েছ?
Have you taken tea?

সে কি এটা করেছে?
Has he done this?

তাহলে শিখলেন Interrogative Sentence তৈরি করতে গেলে আপনাকে এইভাবে বাক্য গঠন করতে হবে-
Have / Has + Subject + V3 + Object+?

আজ সে কি স্কুলে যায় নি?
Has he not gone to school today?
এটি Negative Interrogative Sentence এর একটি উদাহারন। কারন এই বাক্যটিতে প্রশ্ন করা হচ্ছে তার সাথে না বাচক বাক্য।
এই রকম Negative Interrogative Sentence গঠন করা হয় এইভাবে –
Have / Has + Subject + Not + V3 + Object+?
এখানে একটাই পরিবর্তন হল – সেটা হল Subject এর পর ‘not’ বসাতে হবে। তবেই বাক্যটি সঠিক Negative Interrogative Sentence তৈরি হবে।