Use of Do Does Did Done in English

Do Does Did Done কে না জানলে ইংরেজি বলতেই পারবেন না। আজকে আমি আপনাকে শেখাব কিভাবে Do Does Did Done কে ব্যবহার করে অনর্গল ইংলিশ বলবেন বা স্পোকেন ইংলিশ শিখবেন। ইংরেজিতে ‘do’ এর ব্যবহার খুব বেশিভাবে হয়ে থাকে। তাই আপনার এটি জানা উচিত। নাহলে ইংরেজি বলা সম্ভব নয়।

To Do

To Do এর চারটি form আছে। যেমন –
Present Tense: Do / Does
Past Tense: Did
Past Participle: Done

কাদের সাথে Do এবং Does কে ব্যবহার করা হয়?

I / you / we / they – DO
He / she / it – DOES

যেমন –
I do my painting on Sunday.
রবিবার আমি আমার পেন্টিং করি।

I know what to do.
আমি জানি কি করতে হবে।

Please do that again.
দয়া করে আবার এটি করুন।

Does এর ব্যবহার

He does nothing all day.
সে সারাদিন কিছুই করে না।

Plastic does not break easily.
প্লাস্টিক সহজে ভেঙে যায় না।

I hope it does not rain tomorrow.
আশা করি কাল বৃষ্টি হবে না।

এগুলি আমরা সবই Present Tense এ ব্যবহার করলাম।

Did এর ব্যবহার

To Do – Past Tense – Did
Did কে আমরা অতীতকাল মানে Past Tense এ ব্যবহার করি।
Do এর Past form হল – Did
যেমন-
She did well in her exams.
সে তার পরীক্ষায় ভাল করেছিল।

I did my homework on time.
আমি সময় মতো আমার হোম ওয়ার্ক করেছিলাম।

We did everything in the party.
আমরা পার্টিতে সব করেছিলাম।

Done এর ব্যবহার

এবার আমরা শিখব Past Participle মানে Done এর ব্যবহার
আমরা জানি Do এর Past Participle form হল Done
যেমন –
I have done my homework.
আমি আমার বাড়ির কাজ সম্পন্ন করেছি।

এখানে বাক্যের Structure হল এই রকম –
Subject + have/has + V3 + O
আর এই Structure কে ইংরেজিতে বলা হয় Present Perfect Tense.

আরও একটি উদাহরন দেখা যাক –
He has done a good job.
সে একটি ভাল কাজ করেছে।

এখানে যেমন আমরা শিখলাম ‘To Have’ এর সাথে Done কে ব্যবহার করতে। ঠিক তেমনি “To Be” এর সাথেও Done কে ব্যবহার করা হয়।
যেমন –
The work was done on time.
সময় মতো কাজ করা হয়েছিল।

This tutorial will show you how it is done.
এই টিউটোরিয়ালটি আপনাকে দেখাবে যে এটি কীভাবে হয়।

প্রশ্ন করার সময় কিভাবে Do এবং Does কে ব্যবহার করা হয়? How to use ‘Do’ and ‘Does’ when asking questions?

ইংরেজিতে প্রশ্ন করার সময় সবথেকে বেশি পরিমানে Do এবং Does কে ব্যবহার করা হয়। তবে এখানে এতাপানাকে মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র Simple Present Tense এ ব্যবহার করা হয়।
যেমন –
You speak English. তুমি ইংলিশে কথা বল।
Do you speak English? তুমি কি ইংরেজিতে কথা বলতে পার?
এখানে আমরা এটাই শিখলাম যে – Affirmative Sentence কে Interrogative Sentence করতে শুধুমাত্র Do কে আগে বসানো হয়েছে। যখন আমরা বাক্যে Do কে ব্যবহার করব তখন আমাদের মনে রাখতে হবে যে বাক্যের Subject হবে – I, you, we, they ইত্যাদি।
Let’s see the next example –

She speaks English. সে ইংরেজি বলে।
Does she speak English? সে কি ইংরেজী বলতে পারে?

যখন বাক্যে কর্তা বা Subject হিসাবে He, she, it ইত্যাদি থাকবে তখন আমরা Does কে ব্যবহার করে থাকি Simple Present Tense এ। আমরা কি করলাম? শুধুমাত্র Does কে সামনে বসালাম Interrogative Sentence তৈরি করার জন্য। এখানে এটাও মনে রাখতে হবে He, she, it এরা হল Third Person singular Number. যখন আমরা Affirmative Sentence তৈরি করব তখন Main verb এর সাথে ‘s, se বা ies’ যোগ করতে হয়। কিন্তু যখন Interrogative Sentence তৈরি করলাম তখন Verb এর সাথে ‘s বা es‘ থাকল না। কারন আমরা Does ব্যবহার করেছি।

Did in Questions?

Did in Questions? Interrogative Sentence তৈরি করতে Did কে কিভাবে ব্যবহার করব?
Do এবং Does এর Past form হল did, তাই কোন বাক্যে Did ব্যবহার করা মানে সেটা Past Tense. এটা ভালো করে মনে রাখতে হবে।
যেমন –
Did you enjoy your trip?
তুমি কি তোমার ভ্রমন উপভোগ করেছিলে?

Did the train arrive late?
ট্রেন কি দেরিতে এসেছিল?

Did he like horror movies?
সে কি হরর মুভি পছন্দ করেছিল?

Did he come late last night?
সে কি গভীর রাতে এসেছিল?

Did কে সবার সাথে ব্যবহার করা যায়। মানে সব Subject এর সাথে ব্যবহার করা যায়। এখানে কোন Person বিচার করতে হয় না। I, we, you, she, he, They সবার সাথেই ব্যবহার করা যায়।
Did + Subject + Verb + Object + ?

Do/Does দিয়ে কিভাবে Negative Sentence

Do/Does দিয়ে কিভাবে Negative Sentence তৈরি হবে?

Negative Sentence তৈরি করতে গেলে Present Tense এ Don’t এবং doesn’t এর ব্যবহার করা হয়।
যেমন –
I go to school everyday. আমি প্রতিদিন স্কুলে যাই।
I don’t go to school everyday. আমি প্রতিদিন স্কুলে যাই না।

এখানে আমরা don’t ব্যবহার করে Negative Sentence তৈরি করলাম। don’t কে কোথায় ব্যবহার করলাম? Subject এবং Verb এর মাঝখানে ব্যবহার করলাম। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে।
আবার –
He plays football. সে ফুটবল খেলে।
He doesn’t play football. সে ফুটবল খেলে না।
আমি আগেই বলেছি – বাক্যে যখন কর্তা বা Subject হিসাবে He, she, it ইত্যাদি থাকবে তখন আমরা Does কে ব্যবহার করে থাকি Simple Present Tense এ। যেহেতু আমরা এটা Negative Sentence তৈরি করছি তাই আমরা এখানে doesn’t ব্যবহার করব। doesn’t ব্যবহার করার ফলে Main verb এর সাথে আর s বা es থাকবে না।

More examples:
I don’t know him. আমি তাকে চিনি না।
I don’t know anything. আমি কিছুই জানি না।
He doesn’t like us. সে আমাদের পছন্দ করে না।

Didn’t দিয়ে Negative Sentence

Didn’t দিয়ে কিভাবে Negative Sentence তৈরি করা হয়?
আগেই বলেছি Did ব্যবহার করা মানে সেটা Past Tense.
For Example –
I don’t play cricket. (Present Tense) – আমি ক্রিকেট খেলি না।
I didn’t play cricket. (Past Tense) – আমি ক্রিকেট খেলিনি।

আমি ক্রিকেট খেলি না। মানে আমি কখনো ক্রিকেট খেলি না বা খেলতে ভালোবাসি না।
আমি ক্রিকেট খেলিনি। এর মানে এরকম হতে পারে যে – আমি আজকে খেলিনি বা গতকাল খেলিনি এই রকম একটা অর্থ দাঁড়ায়।

I didn’t see it. – আমি এটা দেখিনি।
He didn’t study at all. – সে মোটেও পড়াশোনা করেনি।