Use of May and Might | May have, Might have

আজকে আমরা শিখব May, May be, Might, Might be, May have, Might have এর ব্যবহার। অনেকেই এদের ব্যবহার করতে গিয়ে ভুল করে ফেলেন। আশা করি আজকের পর আর কোনদিন আপনি এদের ব্যবহার ভুল করবেন না। আমি চেষ্টা করব যতটা সহজে এদের ব্যবহার আপনাকে শেখানো যায়। ইংরেজি বলতে গেলে বা শিখতে গেলে এদের ব্যবহার আপনাকে জানতেই হবে।

আমি ইংরেজি শিখতে পারি।
➤ I may learn English.

সে ইংরেজি শিখতে থাকতে পারে।
➤ He may be learning English.

আমি ইংরেজি শিখে থাকতে পারি।
➤ I may have learnt English.

আমি ইংরেজি শিখতেও পারি।
➤ I might learn English.

আমি ইংরেজি শিখতেও থাকতে পারি।
➤ I might be learning English.

আমি ইংরেজি শিখে থাকতে পারতাম।
➤ I might have learnt English.

May কে কোথায় কোথায় ব্যবহার করা যায়?

✵ সম্ভবনা (Possibility) ✵
সে আজ আসতে পারে।
He may come today.

✵ অনুমতি দেওয়াঃ ✵
তুমি বইটি নিতে পারো।
You may take the book.

✵ অনুমতি চাওয়াঃ ✵
আমি কি ভেতরে আসতে পারি?
May I come in?

✵ শুভ কামনা বা আশীর্বাদঃ ✵
তুমি যেন সুখী হও।
May you be happy.
ঈশ্বর তোমার মঙ্গল করুক।
May God bless you.

Use of May, May be, Might, Might be, May have, Might have Basic English grammar

Use of May be

May be + Verb+ing = সম্ভবত কোন কিছু করতে থাকতে পারে এটা বোঝাতে may be কে ব্যবহার করা হয়।

➤ সে এখন রান্না করতে থাকতে পারে।
She may be cooking now.
# মানে তার রান্না এখনো শেষ হয়নি, Running অবস্থায় থাকতে পারে।

➤ সে ইংরেজি শিখতে থাকতে পারে।
He may be learning English.

Use of May have

May have + Verb3 – কোন কিছু করে থাকতে পারি, পারে বোঝালে ব্যবহার করা হয়।
For example –
➤ আমি এই কাজটা করে থাকতে পারি।
I may have done the work.

➤ সে ছেলেটাকে সাহায্য করে থাকতে পারে।
He may have helped the boy.
# এখানে আমরা কিন্তু নিশ্চিত নই যে সে ছেলেটাকে হেল্প করেছে, বা ছেলেটিকে হেল্প করেনি কিন্তু করে থাকতে পারে। মানে আমাদের অবস্থান একটি মাঝামাঝি জায়গায়।

➤ সে হয়তো তাকে বিয়ে করেছে, বা বিয়ে করে থাকতে পারে।
He may have married her.

➤ সে তাকে কিছু টাকা দিয়ে থাকতে পারে।
She may have given him some money.

Use of Might

কোন কিছু করতেও পারি বা পারে অর্থে এটা ব্যবহার করা হয়।

➤ সে আজ এখানে আসতেও পারে।
He might come here today.

#অপেক্ষাকৃত কম সম্ভাবনা অর্থে Might কে ব্যবহার করা হয়। সম্ভাবনা মানেই হল কাজটি হতেও পারে আবার নাও পারে। যদি আমরা May এর ক্ষেত্রে ৫০% চান্স দিয়ে থাকি, তাহলে Might এর ক্ষেত্রে ৩০% চান্স দিতে পারি। মানে সম্ভাবনাটা অনেক কম।

আরও যেসব অর্থে Might কে ব্যবহার করা হয় –
সম্ভবনা:
➤ আজ বৃষ্টি হতেও পারে।
It might rain today.

➤ সে আজ অফিস যেতেও পারে।
He might go to office today.

To show dissatisfaction:
➤ তুমি আর একটু আগে আসতে পারতে।
You might come little earlier.

➤ তুমি তোমার বোনের আর একটু যত্ন নিতে পারতে।
You might take care of your sister.

Indirect speech:
➤ সে বলল যে সে দিল্লী যেতে পারত।
He said that he might go to Mumbai.

➤ সে বলল যে এটি সত্য হতে পারত।
She said that it might be true.

অনুমতি চাইতেঃ
➤ আমি কি তোমার বইটা নিতে পারি?
Might I take your book?

➤ আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি?
Might I use your phone?

Use of Might be

Might be + verb+ing – কোন কিছু করতেও থাকতে পারি, করতেও থাকতে পারে
কাজটি যদি Running অবস্থায় থাকে তখন Might be + verb+ing ব্যবহার করা হয়।
For example –
➤ সে বইটি পড়তেও থাকতে পারে।
He might be reading the book.

➤ আমি ঘুমাতেও থাকতে পারি।
I might be sleeping.

➤ সে ফুটবল খেলতেও থাকতে পারে।
He might be playing football.

# May be এবং Might be এর মধ্যে পার্থক্য হল – অপেক্ষাকৃত অনেক কম সম্ভাবনা অর্থে Might be কে ব্যবহার করা হয়।

Use of Might have

Might have + Verb3 – কোন কিছু করে থাকতে পারি, কোন কিছু করে থাকতে পারতো কিন্তু সেটা করা হয়নি ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয়

➤ সে বইটি পড়ে থাকতে পারত। (কিন্তু পড়া হয়নি)
He might have read the book.

➤ আমি ইংরেজি শিখে থাকতে পারতাম।
I might have learnt English.
# মানে যখন আমার কাজটি করার কথ ছিল তখন করিনি, এখন আফসোস করছি যে কাজটি করতে পারতাম।

➤ সে সুখী হতে পারত।
He might have been happy.

➤ ইংল্যান্ড ম্যাচটা জিততে পারত।
England might have won the match.

➤ মনে হচ্ছে আমি আমার মানিব্যাগটা হারিয়ে ফেলেছি।
I might have lost my wallet.

➤ মনে হচ্ছে আমি আলোটা বন্ধ করে দিয়েছি।
I might have switched off the light.

➤ সে একটা ল্যাপটপ কিনে থাকতে পারে।
He might have bought a laptop.

Use of May and Might with Examples

তাহলে আমরা শিখলাম –
Request বা অনুরোধ, asking for permission বা কোন কিছুর অনুমতি নিতে May কে সবচেয়ে বেশী ব্যবহার করা হয়। কোন কিছু Polite suggestions দিতে May এবং Might দুজনকেই ব্যবহার করা হয়।

➤ It may rain. বৃষ্টি হতে পারে।
➤ May I come in? আমি কি আসতে পারি?
➤ May I go home? আমি কি বাড়িতে যেতে পারি?
➤ May I help you? আমি কি তোমাকে সাহায্য করতে পারি?

➤ She might come. সে আসতেও পারে।
➤ He might not be happy. সে খুশি নাও হতে পারে।
➤ They might be taller than you. তারা তোমার চেয়ে লম্বা হতে পারে।

Confusion about May and Might

May এবং might দুজনকেই ব্যবহার করা হয় Possibility বা সম্ভাবনা অর্থে কিছু বলতে।
Might is the past tense of May.
অর্থাৎ
Might হল May এর Past form
অনেকেই মনে করেন May কে ব্যবহার করা হয় Present Tense এ আর Might কে ব্যবহার করা হয় Past Tense

➤ সে তাড়াতাড়ি কাজে যেতে পারে।
He may go to work early. (Present Tense)

➤ অফিসে যাওয়ার আগে তিনি হয়তো মোবাইলটি নিয়ে গিয়েছিলেন।
He might have taken the mobile before going to office. (Past Tense)

কিন্তু জানেন কি May এর জায়গায় আমরা Might কে ব্যবহার করতে পারি আর Might এর জায়গায় May কে ব্যবহার করতে পারি। মানে এরা হল Interchangeable.
For example –

➤ সে তাড়াতাড়ি কাজে যেতেও পারে।
He might go to work early.

➤ অফিসে যাওয়ার আগে তিনি হয়ত মোবাইল নিয়েছেন।
He may have taken the mobile before going to office.

অনেকেই মনে করেন May কে ব্যবহার করা হয় Present Tense এ আর Might কে ব্যবহার করা হয় Past Tense এ, তাহলে আজকে শিখলেন May এবং Might কে interchange করে ব্যবহার করতে পারেন। এতে অর্থের খুব একটা পরিবর্তন হয় না।

More Examples of May have

➤ সে হয়তো চা খেয়েছে। / সে চা পান করে থাকতে পারে।
He may have drunk tea.

➤ তারা হয়তো ক্রিকেট খেলেছে বা খেলে থাকতে পারে।
They may have played cricket.

➤ সে হয়তো ইংরেজি শিখে থাকতে পারে।
সে হয়তো ইংরেজি শিখেছে।
He may have learnt English.

➤ সে হয়তো খাবার রান্না করেছে।
She may have cooked food.

➤ তুমি হয়তো সিনেমাটা দেখেছ।
You may have watched the movie.

Follow us: