All Modal Verbs in Bengali

All Modal Verbs in Bengali – যখন Basic English এর কথা বলা হয়, তখন এমন কিছু ইংরেজি শব্দ আছে যাদের আপনাকে শিখতেই হবে। এই শব্দগুলি আপনার English skill কে অনেক Strong  করে দেবে। তাছাড়া আপনার যদি ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকে, তাহলে এই শব্দগুলির ব্যবহার ভালোভাবে শিখে রাখুন। কারন এদের ছাড়া আপনি ইংরেজি বলতেই পারবেন না। আজকে আমি আপনাকে শেখাব সমস্ত Modal Verb এর ব্যবহার। যা একবার দেখলেই শিখে যাবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Modal Verb Could

All Modal Verbs in Bengali

Could – পারা, পারত
Can এর Past from হল Could
# পারা বা পারত অর্থে Could কে ব্যবহার করা হয় যেমন –
সে দৌড়াতে পারত না।
He could not run.

তারা হাঁটতে পারেনি। তারা হাঁটতে পারত না।
They could not work.

আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারিনি।
We could not study well.

এছাড়াও এইসব অর্থে Could কে ব্যবহার করা হয়, যেমন –
Request, Permission, Possibility, Suggestion এইসব অর্থে

আমি কি মিঃ রায়ের সাথে কথা বলতে পারি?
Could I speak to Mr. Roy? (Permission -অনুমতি )

আমি কি তোমার কলম ধার করতে পারি?
Could I borrow your pen? (Suggestion- পরামর্শ)

তুমি কি আমাকে 100 টাকা ধার দিতে পারবে?
Could you lend me 100 rupees? (Request- অনুরোধ)

সে এখন যে কোন সময় আসতে পারে।
She could arrive anytime now. (Possibility – সম্ভাবনা)

Can | May | Might

All Modal Verbs in Bengali

Can – পারা, সমর্থ হওয়া
তিনি ইংরেজি বলতে পারেন।
He can speak English.

এটি উড়তে পারে।
It can fly.

সে সাঁতার কাটতে পারে।
He can swim.

আমি কি তোমার বাইক ব্যবহার করতে পারি?
Can I use your bike? (Permission – অনুমতি)

May – সম্ভবনা অর্থে
আমাদের দেরী হতে পারে।
We may be late.

আমি কি আসতে পারি?
May I come in? (Permission – অনুমতি)

আমি কি সাহায্য করতে পারি?
May I help you? (Request- অনুরোধ)

Might – হতে পারে
খুব কম সম্ভাবনা অর্থে Might কে ব্যবহার করা হয়।
বৃষ্টি হতে পারে।
It might rain.

সে অসুস্থ হতে পারে।
He might get sick.

তাদের দেরি হতে পারে।
They might late.

 

Will | Would | Should

All Modal Verbs in Bengali

Will
তারা বাড়ি যাবে।
They will go home.

আমি পড়াশুনা করব।
I will study.

সে যাবে।
He will go.


Would 
সে আজ আসত।
He would come today. (Possibility – সম্ভবনা)

সে পরীক্ষায় পাশ করবে।
He would pass the exam.

আজ বৃষ্টি হবে।
It would rain today.

তুমি কি একটু কেক নেবে?
Would you like some cake? (Request-অনুরোধ)

Should – উচিত
তার তাড়াতাড়ি ঘুম থেকে উঠা উচিত।
He should wake up early.

আমাদের ভদ্র হওয়া উচিত।
We should be polite.

তার কঠোর পরিশ্রম করা উচিত।
He should work hard.

Must | Have to | Has to

All Modal Verbs in Bengali

Must – অবশ্যই
আমাকে অবশ্যই যেতে হবে।
I must go.

তাকে তাদের সাহায্য করতেই হবে।
He must help them.

আমাদের অবশ্যই একটি গাড়ি কিনতে হবে।
We must buy a car.

Have to – করতে হবে
আমাকে যেতে হবে।
I have to go.

তাদের পড়াশোনা করতে হবে।
They have to study.

আমাদের খেলতে হবে।
We have to play.

Has to – করতে হবে
(He, She, It, Name)
তাকে পড়াশোনা করতে হবে।
He has to study.

তাকে রান্না করতে হবে।
She has to cook.

জনকে বাজারে যেতে হবে।
John has to go to the market.