Noun English Grammar – Parts of Speech in Bengali

Noun কাকে বলে?

A noun is a naming word.
যে শব্দের দ্বারা কোন কিছুর নাম বোঝায়, যেমন – ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, গুন, দোষ ইত্যাদি বোঝায় তাকে Noun বলে।

এককথায় – যে শব্দের দ্বারা কোন কিছুর নাম বোঝায় তাকে Noun বলে।

যে কোন নামকে Noun বলা হয়। এটা যে কোন ব্যক্তি বা বস্তুর নাম হতে পারে।
যেমন –
Place – Delhi, Dhaka
Plants – Coconut tree, Mango tree
Things – Mobile, Book, Computer
Professions – Doctor, teacher
People – John, Roji
Animal, Birds – Dog, Crow
Countries – Bangladesh, India, Brazil
এগুলি সবই Noun এর Example

Noun কত প্রকার এবং কি কি?

Noun কে পাঁচ ভাগে ভাগ করা হয়।
01. Proper Noun
02. Common Noun
03. Collective Noun
04. Material Noun
05. Abstract Noun

একটি বাক্যে Noun কোথায় থাকে?

এবার প্রশ্ন হল – একটি বাক্যে Noun কোথায় থাকে?

Noun সাধারণত বাক্যের প্রথমে বা শেষের দিকে থাকে। তবে অনেক সময় বাক্যের মাঝেও Noun থাকতে পারে।

Vegetables have become very expensive.
India exports large quantities of tea.
I bought a phone yesterday.

Proper Noun

যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দিন, মাস ইত্যাদির নাম বোঝায় তাকে Proper Noun বলে।

যেমন –
Ram is a brave boy.
রাম সাহসী ছেলে।

Kolkata is a famous city.
কলকাতা একটি বিখ্যাত শহর।

December has thirty-one days.
ডিসেম্বর মাসে একত্রিশ দিন আছে।

এছাড়াও –
The Gita
The Statesman
India
England
ইত্যাদি।

Common Noun

যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারন জাতিগত নাম বোঝালে তাকে Common Noun বলে।
যেমন –
Man – মানুষ, এখানে কোনো একটি মানুষকে বোঝায় না, সমস্ত মানুষকে বোঝায়।
Book – বই, কোন নির্দিষ্ট বইকে বোঝায় না, প্রত্যেক বইকে বোঝায়। (গীতা, বাইবেল, কোরান এগুলি নির্দিষ্ট ধর্মগ্রন্থের নাম)
King – রাজা, যা সমস্ত রাজাকেই বোঝায়।

Collective Noun

যে Noun দ্বারা অনেকগুলি ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে Collective Noun বলে।

যেমন –
This is an Army.
এটি একটি সৈন্যবাহিনী।
Army – মানে একজন সৈন্য নয়, একটি দলকে বোঝায়।
Team – দল, খেলোয়াডের দল / কর্মরত লোকের দল
Family – পরিবার

Material Noun

যে material বা পদার্থ দিয়ে কোনো জিনিস তৈরি হয়, তাকে Material Noun বলে।

যেমন –
Wood, Iron, Gold, Oil, Water ইত্যাদি।

The table is made of wood.
টেবিলটি কাঠের তৈরি।

The ring is made of gold.
আংটিটি সোনার তৈরি।

Abstract Noun

যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর কিছু গুন, ভাব বা অবস্থার নাম প্রকাশ করে তাকে Abstract Noun বলে।

যেমন –
Beauty, Kindness, Wisdom ইত্যাদি

He is kind man.
তিনি দয়ালু মানুষ।

Honesty is the best policy.
সততাই সর্বকৃষ্ট পন্থা।

# এখানে একটা জিনিস মনে রাখতে হবে – Abstract Noun এর আগে কোন Article বসে না।

Singular Noun and Plural Noun

যে Noun কে গোনা যায় তাকে Countable Noun বলে। Countable Noun দু ধরনের হয়, যেমন – Singular Noun, Plural Noun

Singular Noun এর উদাহরণ হল – Book, computer, train, mobile, boy etc.
Noun একটার বেশী হলে তাকে Plural Noun বলা হয়।
Plural Noun এর উদাহরণ হল – Books, computers, trains, mobiles, boys etc.

Plural Noun তৈরি করার বেশ কয়েকটি নিয়ম আছে, যেমন –
Noun এর সাথে –s যোগ করে Plural করা হয়। যা আমরা একটু আগেই উদাহরন হিসাবে ব্যবহার করেছি।
Boy – boys, Book – Books, Train – Trains ইত্যাদি।

যে সব Noun এর শেষে –ch, -s, -sh, -x থাকে তাকে Plural করার সময় –es যোগ করা হয়। যেমন –
Catch – catches, Bush – Bushes, Box – Boxes, Minus – minuses ইত্যাদি

আবার যেসব Noun এর শেষে – by, -dy, -ry, -ty ইত্যাদি থাকে তাকে Plural করার সময় শেষের y কে বাদ দিয়ে –ies যোগ করে Plural করা হয়। যেমন –
Baby – babies, lady – ladies, bakery – bakeries, ability – abilities

যেসব Noun এর শেষে –f, -fe থাকে তাকে Plural করার সময় শেষের –f কে বাদ দিয়ে –ves যোগ করে Plural করা হয়।
Half – halves, knife – knives

আবার কিছু কিছু Noun আছে যাদের Plural হয় না। যেমন –
Advice, furniture, luggage

ঠিক তেমনি কিছু কিছু Noun এর Singular হয় না। যেমন –
Jeans, trousers, Glasses

Countable and Uncountable Noun

যে Noun কে গোনা যায় তাকে Countable Noun বলে।
An apple, a cat, a mobile etc
A dozen apples, ten cats, three mobiles etc

Countable Noun দুই প্রকারের হয় – Singular and Plural

Singular Countable Noun এর আগে a বা one ব্যবহার করা হয়। যেমন আমরা আগেই শিখেছি – An apple, a cat, a mobile etc

Plural Countable Noun এর আগে two বা three যোগ করা হয়। অনেক সময় some, many, a few ইত্যাদি বসানো হয়।
যেমন – two mobiles, many birds, some water ইত্যাদি

Uncountable Noun

কিছু কিছু Noun আছে যাদের গোনা যায় না। তাদের Uncountable Noun বলে।
খুব সহজ করে বললে – কাজ কর্ম, ধারনা, গ্যাস, তরল জাতীয় পদার্থ ইত্যাদি।
যেমন –
Air, beauty, nature, sky, water, energy, strength ইত্যাদি। এগুলি Noun কিন্তু এদের গোনা যায় না। তাই এদেরকে Uncountable Noun বলে।


তবে এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে –
Uncountable Noun গণনা যোগ্য করা যায়। সেটা কিভাবে দেখে নেওয়া যাক –
যেমন –
A ray of hope
A piece of news
A bit of help
A cup of tea
A drop of water

তবে অনেক Uncountable Noun এর সাথে some এবং a lot of ব্যবহার করা যায়।
যেমন –
Some advice, some work, some hope ইত্যাদি
আবার, a lot of hope, a lot of advice, a lot of work ইত্যাদি

Possessive Noun

কোন জিনিসের উপর কারো কিছু অধিকারের কথা বোঝাতে গেলে বা কোন জিনিসের সাথে কারো সম্পর্ক উল্লেখ করতে গেলে এই Noun ব্যবহার করা হয়।
যেমন –
My brother’s phone, John’s jacket,

Possessive Noun গঠন করা হয় সাধারণত Noun এর শেষে apostrophe coma (’) বাংলায় যাকে বলে (ঊর্ধ্বকমা) বা apostrophe (s) যোগ করে।

এখানে আর একটা কথা আপনাকে বলে দিই –
Plural Noun এর শেষে apostrophe coma (’) ব্যবহার করা হয়। যেমন –
Girls’ hostel, lawyers’ panel ইত্যাদি

আশা করি আপনাদের কাজে আসবে। আরও কিছু জানার থাকলে আমাকে comment করে জানান। আমি অবশ্যই উত্তর দেবার চেষ্টা করব।

Follow us: