Use of Has to have to had to in Bengali

To find out more about Use of Has to have to had to you must check our website:

This post is presenting Use of Has to have to had to but also try to cover the following subject:
Basic English Grammar
Learn English in Bengali
Daily use English Sentences

One thing I observed when I was looking for details on Use of Has to have to had to was the lack of pertinent information.

আজকে আমরা শিখব Has to have to had to এর ব্যবহার, তাও খুব সহজ কিছু উদাহরণের সাথে। তাই আপনি খুব সহজেই শিখে যাবেন। যারা মনে করেন ইংরেজি গ্রামার কঠিন, তাদের কাছে এদের ব্যবহার একদম সহজ বলে মনে হবে। এগুলি আপনার অবশ্যই শেখা উচিত। তবেই আপনি আপনার স্পোকেন ইংলিশকে একদম পারফেক্ট করতে পারবেন।

Have to – I, we, You, They
Has to – He, She, It, Name
Had to – I, You, We, They, He, She, It, Name

Has to have to had to কে কখন ব্যবহার করা হয়?

বাংলা বাক্যে যখন “করতে হবে, যেতে হবে, খেতে হবে” ইত্যাদি থাকে তখন subject অনুসারে have to কিংবা has to কে ব্যবহার করা হয়। কিন্তু যদি কাজটি যদি Past Tense এ থেকে থাকে তখন আমরা Had to কে ব্যবহার করব। চলুন এবার এক এক করে শেখা যাক –

Has to have to had to

Has to

Subject + has to + Verb এর 1st form
He has to eat.
তাকে খেতে হবে।

# এখানে “He” হল Subject, তারপর “has to” কে বসাতে হবে। তবে এখানে সব সময় মনে রাখতে হবে – Verb এর 1st form কে বসাতে হবে।

She has to listen.
তাকে শুনতে হবে।

He has to come.
তাকে আসতে হবে।

She has to study.
তাকে পড়াশোনা করতে হবে।

He has to go.
তাকে যেতে হবে।

She has to eat.
তাকে খেতে হবে।

Merry has to cook.
মেরিকে রান্না করতে হয়।

He has to play.
তাকে খেলতে হবে।

He has to come here.
তাকে এখানে আসতে হবে।

It has to fly.
এটিকে উড়তে হবে।

She has to study everyday.
তাকে প্রতিদিন পড়াশোনা করতে হয়।

He has to speak.
তাকে কথা বলতে হবে।

She has to sing.
তাকে গান গাইতে হবে।

John has to run.
জনকে দৌড়াতে হবে।

Have to

Subject + have to + Verb এর 1st form

I have to eat.
আমাকে খেতে হবে।

I have to sing.
আমাকে গাইতে হবে।

I have to go.
আমাকে যেতে হবে।

We have to play.
আমাদেরকে খেলতে হবে।

I have to get up early.
আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে।

We have to eat.
আমাদেরকে খেতে হবে।

I have to play.
আমাকে খেলতে হবে।

You have to cook.
তোমাকে রান্না করতে হবে।

You have to run.
আপনাকে দৌড়াতে হবে।

We have to wait.
আমাদের অপেক্ষা করতে হবে।

They have to talk.
তাদের কথা বলতে হবে।

Had to

Subject + had to + Verb এর 1st form

# তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে – Have, has এর Past form হল Had. তাই অতীতে কোন কাজ “করতে হয়ে ছিল” বোঝাতে আমরা “had to” কে ব্যবহার করে থাকি।
আর একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে – সব Subject এর সাথে Had to কে ব্যবহার করা যায়।

John had to eat.
জনকে খেতে হয়েছিল।

I had to study.
আমাকে পড়াশোনা করতে হয়েছিল।

He had to go.
তাকে যেতে হয়েছিল।

She had to listen.
তাকে শুনতে হয়েছিল।

Merry had to eat.
মেরিকে খেতে হয়েছিল।

Merry had to sing.
মেরিকে গাইতে হয়েছিল।

You had to run.
আপনাকে দৌড়াতে হয়েছিল।

We had to wait.
আমাদের অপেক্ষা করতে হয়েছিল।