Step By Step Spoken English

Step By Step Spoken English: আজকে আমি আপনাকে Step By Step Spoken English শেখাব। এতে আপনার ইংরেজি শিখতে অনেক সুবিধা হবে। এবং এইভাবে ইংরেজি অভ্যাস করলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। আর যদি ইংরেজির প্রতি কোন ভয় বা লজ্জা থেকে থাকে সেটাও কেটে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস –

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকারঃ

Basic Questions & Answers

Step By Step Spoken English:

ধরে নেওয়া যাক কেউ আপনাকে জিজ্ঞেস করল –
তুমি কি আমার সাথে খেলবে?
Would you play with me?

# More polite অর্থে Would কে ব্যবহার করা হয়।
এখানে বলতেই পারতাম –
Can you play with me?
কিন্তু Would হল অনেক বেশী Smart English

উত্তরে বলুন –
না, আমি এখন খেলব না।
No, I won’t play now.

‘Will not’ কে ছোট করে বলা হয় ‘won’t’
একে বলা হয় “Contraction” বা ‘সংকোচন’
না, আমার সময় নেই।
No, I don’t have time.

চলুন পরের বাক্যটি শেখা যাক –
তুমি কি এখানে থাকো?
Do you live here?

এই বাক্যটিতে Subject হল ‘You‘ বা ‘তুমি‘, কি ‘Subject‘ যদি “সে” হয় তখন কি হবে –
সে কি এখানে থাকে?
Does he live here?

এখানে Does হল কেন?
কারন এই বাক্যে Subject হল “He“, আর “He” হল Third Person Singular Number, ইংরেজি নিয়ম অনুযায়ী Simple Present Tense বাক্যে Subject যদি Third Person Singular Number থাকে যেমন – He, She, It, বা কোন নাম ইত্যাদি থাকে তাহলে Verb এর শেষে s, es কে যোগ করতে হবে। তাই এখানে বাক্যটি Does দিয়ে শুরু হয়েছে।

সে কি এখানে থাকে?
Does he live here?

ইংরেজি বলার সময় এই রকম ছোট ছোট জিনিস গুলি আপনাকে খেয়াল রেখে ইংরেজি বলতে হবে তবেই আপনি সঠিক ইংরেজি বলতে পারবেন।

এর উত্তরে আপনি বলতে পারেন –
হ্যাঁ, সে এখানে থাকে।
Yes, he lives here.

না, সে এখন এখানে থাকে না।
No, he doesn’t live here now.

Wh-word Questions

Step By Step Spoken English:

কেউ যদি জিজ্ঞেস করে,
তুমি কখন ফিরবে?
When will you be back?

এটা একটি Interrogative Sentence, এবং যা Wh-word When দিয়ে শুরু হয়েছে।
Wh-word – হল Who, What, When, How ইত্যাদি। কয়েকদিন আগেই একটা Wh-Word নিয়ে ক্লাস নিয়ে ছিলাম, মিস করে থাকলে একবার দেখে নিতে পারেন। আপনাকে ইংরেজি শিখতে অনেক হেল্প করবে।

Wh-word দিয়ে Interrogative Sentence তৈরি করলে এই format টি সব সময় মনে রাখুন তাহলে বাক্যটি কখনো ভুল হবে না।
Wh-Word+Helping-Verb+S+V+O+?

তো আপনি এই প্রশ্নের উত্তর এইভাবে দিতে পারেন –
আমি ছয়টায় ফিরে আসব।
I’ll be back at six.
আমি একটু পরেই ফিরে আসব।
I’ll be back soon.

সে কী বলল?
What did he say?
আমার সাথে যোগাযোগ রেখো।
Keep in touch with me.

তুমি কতক্ষন এখানে থাকবে?
How long will you be here?
আমি এখনই চলে যাব।
I must be leaving now.

কিন্তু যদি প্রশ্নটা এমন হয় যে –
সে কখন ফিরবে?
When will he return?
When will he be back?

তো এইভাবে বলুন –
সে একটু পরেই এখানে আসবে।
He’ll be here soon.

সে কি এখনও এসেছে?
Has he come yet?

সে সবেমাত্র এসেছে।
He just arrived.

তুমি কি ধনী হতে চাও?
Do you want to be rich?

হ্যাঁ, অবশ্যই হতে চাই।
Yes, of course. Yes, of course, I want to be.

 

Negative Sentence

Step By Step Spoken English:

এবার চলুন কিছু Negative Sentence শেখা যাক, যা সব সময় কাজে লাগে।

আমি কাল আসব না।
আমি আগামীকাল অনুপস্থিত থাকব।
I’ll be absent tomorrow.

কাজের জন্য দেরী করবে না।
Don’t be late for work.

খবরটি সত্য হতে পারে না।
The news can’t be true.

ট্রেনের জন্য দেরি করবে না।
Don’t be late for the train.

তুমি গম্ভীর হতে পারবে না।
You can’t be serious.

মন খারাপ করবে না।
Don’t be sad.

রাগ করবে না।
Don’t be angry.

সে খুশি নাও হতে পারে।
He might not be happy.

Daily Use Sentences

Step By Step Spoken English:

এবার চলুন শিখি কিছু Most Common Daily Use Sentences

আমাদের খুব যত্নবান হওয়া উচিত।
আমাদের খুব সাবধানী হওয়া উচিত।
We should be very careful.

আমার সাথে এসো।
Come with me.

আমি তোমার সাথে একমত।
I agree with you.

এক মুহুর্তের জন্য চুপ করে থাকো।
Be quiet for a moment.

একটি কলম দিয়ে লেখ।
Please write with a pen.

এটা অনেক ভাল হবে।
That would be fine.

চল সবসময় বন্ধু হয়ে থাকি।
Let’s always be friends.

তার বয়স পঞ্চাশের বেশি হতেই হবে।
He must be over fifty.

তোমার অবশ্যই খুব খিদে পেয়েছে।
You must be very hungry now.

বজ্রপাত বিপজ্জনক হতে পারে।
Lightning can be dangerous.

বৃদ্ধদের প্রতি সদয় হও।
Be kind to old people.

সে অবশ্যই অসুস্থ হবে।
She must be sick.