40 Most Common Questions in English

Learn 40 most common questions in English for daily conversation. অনর্গল ইংরেজি বলতে  মাত্র ৪০ টি প্রশ্ন যা আপনাকে ইংরেজিতে প্রশ্ন করার ভয় অনেক টা কাটিয়ে দেবে। তাছাড়া আপনাকে দ্রুত ইংরেজি বলতে এবং শিখতে অনেক সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন গুলি শিখুন।

ইংরাজিতে অনর্গল কথা বলতে গেলে আপনাকে অনেক সহজ প্রশ্ন শিখতে হবে, কারন আমরা কথা বলতে গিয়ে অনেকেই প্রশ্ন করতে ভয় পাই বা করতে জানি না বা পারি না। এই ইংরেজি প্রশ্ন গুলি শিখুন আমার মনে হয় আপনার অনেকটা জড়তা কেটে যাবে। এর আগেও আমি অনেক বার ইংরেজি প্রশ্ন দিয়েছি আশা করি সে গুলি একবার দেখে নেবেন আপনার উপকারে লাগবে।

তুমি কি জানালাটা বন্ধ করতে পারবে?
Can you close the window?

আপনি ইংরেজি বলতে পারেন, তাই না?
You can speak English, can’t you?

সে কি তাকে সাহায্য করেছিল?
Did he help him?

তুমি কি তোমার গাছগুলো কেটে ফেলেছ?
Were you pruning your plants?

আজ কি তুমি উঠবে না?
Won’t you get up today?

দিনটা খুব সুন্দর, তাই না?
The day is very wonderful, isn’t it?

তুমি কি সারাক্ষণ বাইরে ছিলে?
Were you out the whole time?

আপনি এখানে কেন এসেছেন?
What brings you here?

সে বাঁশি বাজাতে পারে, পারে না কি?
She can play the flute, can’t she?

আপনার সেখানে যাওয়ার দরকার নেই, আছেকি?
You needn’t go there, do you?

সে কি আপনাকে এই কথা বলেনি?
Didn’t he tell you this?

আপনি সেখানে কি করছিলেন?
What were you doing there?

তুমি কি আমাকে কল করেছিলে?
Did you call me?

আপনার সাথে বইটা ছিল না?
Wasn’t the book with you?

সে এখন কোথায় বলে তোমার মনে হয়?
Where do you think he is?

আকাশটা মেঘে ঢাকা, তাই না?
The sky is clouded, isn’t it?

তোমার টাকার টান পড়েছিল, তাই নয় কি?
You were short by money, weren’t you?

আপনি গতকাল বাজারে গিয়েছিলেন, তাই না?
You went to the market yesterday, didn’t you?

তুমি কি আসবে?
Are you coming?

আপনি কেন ব্যাস্ত হচ্ছেন?
Why do you bother?

 

ইংরেজিতে প্রশ্ন করতে শিখুন

আমি কি যেতে পারি?
May I go?

তোমাকে দিয়ে কি কাজটি হবে?
Will the work be done by you?

তোমার কলমটি ভাল লেখে, তাই না?
Your pen writes well, doesn’t it?

তুমি কি করছিলে?
What were you doing?

তারা কি বন্ধু?
Are they friends?

তাদের কেউই উওরটা জানতনা, তাই নয় কি?
None of them knew the answer, did they?

আপনি কাকে খুঁজছেন?
Whom are you looking for?

সে কি গাইতে পারে?
Can she sing?

কেকটি কি তুমি বানিয়েছ?
Did you make this cake?

আমরা কোথায় দেখা করব?
Where shall we meet?

এখন কয়টা বাজে?
What time is it?

কিসের ঝামেলা? গোলমালটা কি?
What is the trouble?

আমরা সেখানে যাব না, তাই না?
We won’t go there, would we?

রাস্তা কেন বন্ধ?
Why is the road closed?

আজ খুব ঠান্ডা, তাই না?
It’s very cold today, isn’t it?

বাজে জিনিস পড়ে সময় নষ্ট কর কেন?
Why do you waste time in reading trash?

আমরা শীঘ্রই প্রস্তুত হব, তাই না?
We will be ready soon, won’t we be?

তুমি কখন এলে?
When did you come?

তুমি কি তোমার গাছগুলোকে জল দিয়েছিলে?
Did you water your plants?

তুমি কেন কালকে চলে গিয়েছিলে?
Why did you go yesterday?

‘হারা’ শব্দটি আপনার অভিধানে নেই, আছে কি?
The word ‘lose’ isn’t in your dictionary, is it?

Leave a comment