Correct use of “Had” in spoken English
Have, has এর বাংলা অর্থ হল “আছে”। যা আমরা Present Tense এ মানে বর্তমান কালে ব্যবহার করি
যেমন আমরা বলি –
I have a car.
আমার একটি গাড়ি আছে।
He has a book.
তার একটি বই আছে।
নিজের কিছু অধিকারে আছে বলতে আমরা Person অনুযায়ী Have or Has ব্যবহার করে থাকি।
মজার ব্যাপার হল – Had কে Person অনুযায়ী বসাতে হয় না। এর কোন নিয়ম নেই সবার সাথেই Had বসাতে পারেন।
You, Your – Had
He, She, They – Had
আজ আমরা আলোচনা করব Had এর ব্যবহার নিয়ে।
যার বাংলা অর্থ হল “ছিল”।
সাধারন ভাবে আমরা Had তখনই ব্যবহার করি – যখন কোন কিছু এক সময় ছিল কিন্তু বর্তমানে তা নেই বোঝাতে Had ব্যবহার করা হয়।
তবে Had কে নানাভাবে ব্যবহার করা হয়।
যেমন –
I ate rice.
আমি ভাত খেয়েছিলাম।
I ate my dinner.
আমি ডিনার খেয়েছি। মানে রাতের খাবার খেয়েফেলেছি।
Eat এর past form হল “ate”
এবার আমরা যদি এই বাক্যগুলিকে একটু অন্যভাবে বলি। আমরা ate ব্যবহার না করে had ব্যবহার করতে পারি। এর অর্থও একই থাকবে। যেমন-
I had my dinner.
I had my breakfast.
I had my lunch.
আবার Drink এর Past form হল – Drank
Drink – পান করা
Drank – পান করেছিলাম
I drink a glass of water.
In past tense-
I drank a glass of water. – আমি এক গ্লাস জল পান করেছিলাম।
এখানে আমরা Drank ব্যবহার না করে Had ব্যবহার করতে পারি।
I had a glass of water.
এই ভাবে আমরা ate বা drank ব্যবহার না করে had ব্যবহার করতে পারি।
আবার কোন Feelings বা অসুস্থতা মানে Illness বোঝাতে had ব্যবহার করা হয়।
যেমন আমরা present tense এ বলি-
I have an idea in my head.
I had an idea in my head.
I had a doubt.
আমার একটি সন্দেহ ছিল।
He had fever last week.
গত সপ্তাহে তার জ্বর ছিল।
He had headache last night.
I had a meeting yesterday.
গতকাল আমার একটি মিটিং ছিল।
I had some questions.
আমার কিছু প্রশ্ন ছিল।
Questions, meeting এগুলি কোন feelings বা illness নয়, তাও আমরা had ব্যবহার করতে পারি।
Negative sentence বা না বাচক বাক্য।
I had no money.
আমার কাছে টাকা ছিল না। মানে কোন একটা সময়ে ছিল না, মানে কোন হোটেলে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি টাকা নেই, কিন্তু অন্য জায়গায় মানে ব্যাঙ্কে বা বাড়িতে টাকা আছে। কিন্তু ঐ particular time এ ছিল না। এই অর্থে আমরা had এর পর no ব্যবহার করব।
He had no license.
তার কাছে লাইসেন্স ছিল না।
এটার মানেও তাই কোন particular time ছিল না। কিন্তু বাড়িতে বা অন্য কোথাও আছে।
এবার যদি কোন কিছু কোনদিনই ছিল না বোঝায় তখন
Did not + have ব্যবহার করা হয়।
Subject + didn’t + have + object
I didn’t have money.
I didn’t have time.
I had a good idea.
আমার একটি ভাল ধারণা ছিল।
I had a good time.
আমার একটি ভাল সময় ছিল।
We had lovely meal.
আমাদের সুন্দর খাবার ছিল।
He had dark brown hair.
তার গাঢ় বাদামী চুল ছিল।
I had an asthma attack.
আমার হাঁপানি ছিল।
We had a secret meeting.
আমাদের একটি গোপন বৈঠক ছিল।
I had a healthy breakfast.
আমার সকালের খাবারটি স্বাস্থ্যকর ছিল।
I hope you had a nice trip.
আশা করি আপনাদের যাত্রা সুন্দর ছিল।
I had a phone call from him.
আমার তার কাছ থেকে একটি ফোন কল ছিল।
I had a strange dream last night.
আমি গত রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখে ছিলাম।
He had a lot of money in the bank.
তার ব্যাংকে অনেক টাকা ছিল।
I had a cup of coffee at the coffee shop.
আমি কফি শপে এক কাপ কফি খেয়েছিলাম।