How to speak English fluently?

ইংরাজিতে অনর্গল কথা বলুন এই ৫০ টি বাক্য শিখে। আজকের এই পোষ্টটি তাদের জন্য যারা ইংরেজিতে একদমই কথা বলতে পারেন না তাদের জন্য। ইংরেজিতে কথা বলতে না পারার নানান কারন হতে পারে। যেমন কেউ ভয় পায় আবার কেউ ইংরেজি জানে কিন্তু বলতে লজ্জা পায়। ইংরেজি শিখতে গেলে সবার প্রথমে ভয় এবং লজ্জাকে দূরে সরাতে হবে তবেই আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন।

How to learn English easily?

ইংরেজি শেখার অনেক পদ্ধতি আছে, আপনি যদি ইন্টারনেটে search দেন তো হাজার হাজার টিপস পেয়ে যাবেন। যেমন –How to learn English easily? কিংবা How to learn English through Bengali?  ইত্যাদি। কিন্তু জানেন কি এই সব টিপস দিয়ে কিছুই হয় না। শুধুমাত্র মনে একটা স্বান্তনা আসে যে আমি পদ্ধতি গুলো শিখে গেছি। এবার ইংরেজিটা গড় গড় বলেই ফেলব। বাস্তবটা এত সহজ নয় বন্ধু।

অসীম ধৈর্য আর নিয়মিত অভ্যাস

ইংরেজি শিখতে চাই আপনার অসীম ধৈর্য আর নিয়মিত অভ্যাস। অনেকেই আছেন একদিন পড়া শুরু করলেন তো আর দশদিন কোন পাত্তাই নেই। এ রকম করলে হবে না। আপনার যদি একঘণ্টা সময় থাকে তো সেটা নিয়মিত চালিয়ে যান। এই নিয়মিত অভ্যাসই আপানকে একদিন ইংরেজি বলতে শেখাবে।

Dictionary মুখস্ত করবেন না!

অনেকে করেন কি ইংরেজি শেখার জন্য Dictionary নিয়ে বসে পড়েন মুখস্ত করতে। কারন ইংরেজি বলতে গেলে vocabulary লাগবে, তাই! আরে থামুন থামুন। আপনাকে কেউ বলেনি  গোটা Dictionary টা মুখস্ত করতে। আর গোটা Dictionary টা মুখস্ত করে নিলেই কি আপনি ইংরেজি বলতে পারবেন? না পারবেন না। এটা করলে যদি ইংরেজি বলা হয়ে যেত তাহলে সবাই তাই করত। আর সবাই ইংরেজি বলতে পারত।

How to speak English fluently?

তো চলুন আমি বলে দিই ইংরেজি শেখার সহজ একটি পদ্ধতি- আপনি একদম ছোট ছোট ইংরেজি বাক্য শিখতে শুরু করুন। তাহলে কি হবে ? একদিকে যেমন আপনি বাক্যের গঠন শিখতে পারবেন। তারসাথে আপনার vocabulary শেখা হয়ে যাবে। তারমানে আপনি একটি word শিখলেন এবং তার সাথে word টির ব্যবহারও  শিখতে পারলেন। মানে 2 in 1 এর মত কাজ করবে। আর আপনার শিখতেও ভালো লাগবে। তাছাড়া বাক্যগুলি আপনি আপনার প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারবেন। আর আমার মনে হয় এটাই ইংরেজি শেখার সবচেয়ে ভালো পন্থা। পরে আমি আর একদিন এই বিষয় নিয়ে ভালো করে আলোচনা করব- যে কিভাবে আমরা খুব সহজে অনর্গল ইংরেজি বলতে পারি।

দ্রুত ইংরেজি বলতে ৫০ টি বাক্য

আজকে আমি ৫০ টি খুব ছোট ছোট বাক্য দিলাম ইংরেজি শেখার জন্য। এই বাক্যগুলি আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে আসে। তো চলুন শুরু করা যাক।

Have a lot of time.
অনেক সময় আছে।

Won’t you wait?
অপেক্ষা করবে না?

What will you cook tonight?
আজ রাতে কি রান্না করবে?

Help yourself, please.
আপনি নিজে নিন।

What is the weather like?
আবহাওয়া কি রকম?

Give me some tea.
আমাকে একটু চা দিও।

Bring a plate for me.
আমার জন্য একটি প্লেট আনো।

That’ll suit me perfectly.
আমার পক্ষে সেটা খুব ভালো।

I feel very thirsty.
আমার বড় তেষ্টা পেয়েছে।

Won’t you come and have some tea with me?
আমার সাথে একটু চা খাবেন না?

This way please.
এই দিকে আসুন।

There you are!
এই যে আপনি!

Will you have some cake?
একটু কেক নেবেন?

What’s the matter with it?
এটার কি হয়েছে?

What shall we do next?
এর পরে কি করব?

That’s all.
ঐ সব।

There he goes.
ঐ সে যাচ্ছে।

That’s better.
ওটা বেশী ভালো।

That won’t do.
ওতে চলবে না।

What’s the time?
কটা বাজে?

What did you say?
কি বললেন?

What’s the matter?
কি ব্যাপার?

What’s it like?
কি রকম?

What happened?
কি হয়েছে?

What’s that?
কি হল?

Why trouble?
কেন কষ্ট করবে?

Why not?
কেন নয়?

Why?
কেন?

Which way?
কোন দিকে?

Which one?
কোনটা?

Very good.
খুব ভালো।

Very likely.
খুব সম্ভবত।

Clear the table.
টেবিল সাফ করো।

Well now.
তাহলে এবার।

Well, what about it?
তাহলে কি করা যাবে?

What’s the matter with you?
তোমার কি হয়েছে?

Won’t you sit down?
বসবেন না?

Well, I am surprised.
বা, অবাক হলাম।

Why, certainly!
বাহ! চিশ্চই!

Very well.
বেশ

Well, well.
বেশ বেশ

Well, then.
বেশ, তাহলে।

Very well and thank you.
বেশ, ধন্যবাদ।

Well, it’s like this.
ব্যাপারটা এই রকম।

Have enough time.
যথেষ্ট সময় আছে।

Very likely not.
সম্ভবত নয়।

That’s right.
সেটা সত্যি।

Yes, it’s all right.
হ্যাঁ, ঠিকই আছে।

Yes, I think so.
হ্যাঁ, তাই মনে হয়।

Yes, got it.
হ্যাঁ, বুঝেছি।

Leave a comment