Use of Was Were in English
Correct use of Was Were – আমরা প্রথমে ‘was, were’ নিয়ে আলোচনা করব। এবং শেষে ‘Had’ নিয়ে আলোচনা করব।
বর্তমানের ঘটনাকে ব্যাক্ষা করতে যেমন আমরা ‘am, is, are’ কে ব্যবহার করে থাকি। ঠিক তেমনি অতীতের ঘটনাকে ব্যাক্ষা করতে ‘was, were’ কে ব্যবহার করা হয়।
Was – I, he, she, it, John (any name)
Were – we, they, you, (Plural subject)
Simple Past Tense = Subject + was/were
একটু ভালো করে ব্যাক্ষা করা যাক-
He is a teacher now.
তিনি এখন একজন শিক্ষক।
তাহলে এটা হবে একটা Present Tense এর উদাহারন।
কারন এখানে ‘he’ এর পরে ‘is’ ব্যবহার করা হয়েছে। কারন Present Tense ‘is’ ব্যবহার করা হয়।
He was a teacher.
তিনি একজন শিক্ষক ছিলেন।
যখনই আমরা ‘was’ ব্যবহার করলাম তখনই বাক্যটি হয়ে গেল ‘Past Tense’
এইভাবে অতীতের ঘটনাকে ব্যাক্ষা করতে ‘was, were’ কে Person অনুযায়ী ব্যবহার করা হয়।
বাংলা বাক্যের শেষে সব সময় – ছিলে, ছিল, ছিলাম যুক্ত থাকে।
‘Was, Were’ কে ‘Past Tense’ এ ব্যবহার করা হয়।
যেমন-
He was at the office yesterday.
গতকাল তিনি অফিসে ছিলেন।
I was at home yesterday.
আমি গতকাল বাসায় ছিলাম।
She was in Paris.
তিনি প্যারিসে ছিলেন।
It was hot.
এটা গরম ছিল
We were working.
আমরা কাজ করছিলাম।
They were not happy.
তারা খুশি ছিল না।
They were there.
তারা সেখানে ছিল।
His parents were at Delhi last month.
তার বাবা-মা গত মাসে দিল্লিতে ছিলেন।
এখানে মনে রাখতে হবে
‘Past Tense’ এ ‘Subject Singular Number’ হলে ‘was’ বসবে। যেমন –
I, he, she, it – was
তবে
‘You’ এর সাথে সব সময় ‘were’ বসে। যদিও You Singular Number. এটা আপনাকে মনে রাখতে হবে।
আবার
Past Tense এ Subject Plural Number হলে were বসবে। যেমন –
We, they – Were
প্রশ্ন করার সময় ‘was, were’ কে কিভাবে ব্যবহার করা হয়?
I was late.
আমি দেরি করে ফেলেছিলাম।
এবার যদি এটাকে প্রশ্ন করতে হয় তাহলে এই রকম হবে।
Was I late?
আমি কি দেরি করেছিলাম?
শুধু মাত্র ‘was’ এর স্থান পরিবর্তন করতেই বাক্যটি হয়ে গেল ‘Interrogative sentence’
এইরকম আর একটি উদাহারন দেখা যাক-
They were hungry.
তারা ক্ষুধার্ত ছিল।
Were they hungry?
তারা কি ক্ষুধার্ত ছিল?
তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম –
সাধারন বাক্যে subject এর পর ‘was, were’ বসে।
আর ‘Interrogative sentence’ এ subject এর আগে ‘was, were’ বসে।
‘was, were’ দিয়ে কিভাবে Negative Sentence বানানো হয়?
I was happy.
I was not happy.
I wasn’t happy.
You were slow.
You were not slow.
আপনি শিখলেন কিভাবে খুব সহজে ‘was, were’ দিয়ে Negative Sentence বানানো যায়। শুধুমাত্র ‘was, were’ পরে ‘not’ বসিয়ে দিলেই Negative Sentence হয়ে যায়।
‘Was, were’ ব্যবহার করার আর কিছু নিয়ম
অতীতের শারীরিক বা মানসিক অবস্থার কথা ব্যাক্ষা করতে ‘Was, were’ কে ব্যহার করা হয়।
যেমন –
I was sick.
আমি অসুস্থ ছিলাম।
We were all tired.
আমরা সবাই ক্লান্ত ছিলাম।
They were very excited.
তারা খুব উত্তেজিত ছিল।
She was jealous.
সে হিংসুটে ছিল।
কোন ব্যাক্তি বা বস্তু কোথায় ছিল তা বোঝাতে ‘Was, were’ কে ব্যহার করা হয়।
I was at office yesterday.
আমি গতকাল অফিসে ছিলাম।
He was in room at 6’ o clock.
সে ছ’টার সময় ঘরে ছিল।
The book was on the table.
বইটি টেবিলে ছিল।
The eggs were on the tray.
ডিমগুলি ট্রেতে ছিল।
বছর, বয়স এবং সময়কাল কে বলার সময় ‘Was, were’ কে ব্যহার করা হয়।
Then He was 30 years old.
It was 9 o’clock.
It was 2006.
They were a group of seven.
Why were you late this morning?
A group of young men were fighting.
কোন বস্তুর অবস্থার কথা বর্ণনা করতে ‘Was, were’ কে ব্যহার করা হয়।
The hall was too dark.
হলটি খুব অন্ধকার ছিল।
The breakfast was hot.
ব্রেকফাস্টটি গরম ছিল।
The ice-cream was too cold.
আইসক্রিমটি খুবই ঠান্ডা ছিল।
The meeting was boring.
সভাটি বিরক্তিকর ছিল।
আশা করি আমি আপনাদের was, were এর ব্যবহার শেখাতে পেরেছি।
Please help me about may, might, shall, should,,
Sure I will make a post, thanks