English Grammar - List Of Helping Verbs
ইংরেজি শিখতে গেলে কিংবা বলতে গেলে যেটা জানা খুবই প্রয়োজন তাহল Helping Verbs, এরা Main Verb কে সাহায্য করে বলেই এদের কে Helping Verb বলে। তাছাড়া Helping Verbs কে Auxiliary Verb ও বলে।
এরা কি ধরনের সাহায্য করে?
Helping Verbs সাধারণত অন্য Verb কে Tense গঠনে, Voice গঠনে সাহায্য করে। তাছাড়া Mood গঠনেও সাহায্য করে।
কয়ভাগে ভাগ করা হয়?
Helping Verbs কে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। যেমন –
- Auxiliary Verbs
- Modal Verbs
- Semi Modals
01. Auxiliary Verbs
Auxiliary Verbs এর মধ্যে পড়ে –
To be
To have
To do
আবার
To be: am, is, are, was, were, be, been
To have: have, has, had
To do: do, does, did
02. Modal Verbs:
Subject বা কর্তার Mood অনুযায়ী এরা কাজ করে বলে এদেরকে Modal Verbs বলে।
can
could
may
might
will
would
shall
should
must
ought to
03. Semi Modals:
Need, Dare, Use এদেরকে “Semi Modals” বলে কারন এরা যেমন “Main Verb” হিসাবে কাজ করে ঠিক তেমনি “Auxiliary Verb” হিসাবেও কাজ করে।
Need
Dare
Used to
ভালভাবে বুঝতে ভিডিওটি দেখুন
# Helping Verbs সব সময় সাহায্য করে Main Verb এর কোন কাজকে বর্ণনা করতে। মানে কাজটি বর্তমানে হচ্ছে, না অতীতে হয়ে গেছে, নাকি ভবিষ্যতে হবে এটা বোঝাতে Helping Verbs সাহায্য করে। Helping Verbs কে দেখে আমরা সহজেই বুঝে যাই যে বাক্যটি কোন Tense এ আছে।
তাহলে আশা করি আপনাদের কাছে একদম পরিস্কার হয়ে গেছে Helping Verbs সম্পর্কে।
এবার আমরা শিখব এদের কিছু ব্যবহারঃ
01. Auxiliary Verbs
To be:
I am eating an apple.
আমি একটি আপেল খাচ্ছি।
Am I boring you?
আমি কি তোমাকে বিরক্ত করছি?
He is talking with me.
সে আমার সাথে কথা বলছে।
What is going on?
কি হচ্ছে?
They are watching TV.
তারা টিভি দেখছে।
এই উদাহারন গুলিতে am, is, are কে আমরা Helping Verb হিসাবে ব্যবহার করলাম। কারন বাক্যগুলিতে Main verb হল – “eating, boring, talking, going, watching”
এখানে “ing” যোগ করা হয়েছে কারন বাক্যগুলি Present Continuous Tense এর উদাহারন।
গ্রামারের নিয়ম অনুসারে – Present Continuous Tense এর structure হল –
S + am, is, are + V + ing + object
Helping Verb কখন Main Verb হিসাবে কাজ করে?
Helping Verb আবার Main Verb হিসাবেও কাজ করে।
We are happy.
আমরা খুশি।
He was alone.
তিনি একা ছিলেন।
এই দুটি বাক্যতে ‘are’ এবং ‘was’ as a main verb কাজ করছে। কারন বাক্য দুটিতে আর কোন ‘verb’ নেই। আর আপনার জানা উচিত ‘Verb’ ছাড়া কোন বাক্য তৈরি হয় না।
আরও কয়েকটি উদাহারন দেখা যাক -
How are you?
আপনি কেমন আছেন?
I was at home.
আমি বাড়িতে ছিলাম।
All of us were silent.
আমরা সবাই চুপ করে ছিলাম।
They were very excited.
তারা খুব উত্তেজিত ছিল।
I’ll be back soon.
আমি শীঘ্রই ফিরে আসব।
Don’t be angry.
রাগ করবেন না।
To have:
I have a pen.
আমার একটি কলম আছে।
I have an idea.
আমার একটা পরিকল্পনা আছে।
এখানে ‘have’ কে আমরা Main Verb হিসাবে ব্যবহার করলাম। কারন বাক্য দুটিতে ‘have’ ছাড়া আর কোন Verb নেই।
আবার –
I had two cars.
আমার দুটি গাড়ি ছিল।
I had a good time.
আমার একটি ভাল সময় ছিল।
Have, Has এর Past Form – “Had”
He has long legs.
তার লম্বা পা আছে।
She has long hair.
তার লম্বা চুল রয়েছে।
Have, Has as Helping Verb
Have you eaten?
খেয়েছিস? / তুমি কি খেয়েছ?
এই বাক্যটিতে ‘have’ হল ‘Helping Verb’ কারন এখানে Main Verb হল – eat, এখানে eaten হয়েছে কারন এটা Present Perfect Tense.
গ্রামার অনুযায়ী – Present Perfect Tense এ Verb এর Past Participle use হয় বা Verb এর Third form ব্যবহার করতে হয়।
Eat – ate – eaten
S + have / has / V3
She has written four letters.
সে চারটি চিঠি লিখেছে।
The baby has broken the glass.
শিশুটি গ্লাসটি ভেঙে দিয়েছে।
‘Do’ as Auxiliary
Do, did, does নিয়ে আমি আগেই একটা ভিডিও দিয়ে ছিলাম একবার দেখে নিতে পারেন তাহলে আপনি খুব ভালো ভাবে শিখতে পারবেন। আমি এখানে শুধুমাত্র কয়েকটি উদাহারন দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন।
I shall do it.
আমি এটা করব।
এখানে ‘do’ হল Main Verb – আর shall হল ‘helping Verb’
Does she play piano?
সে কি পিয়ানো বাজায়?
Does he speak English?
সে কি ইংরেজী বলে?
He does not sleep by the day time.
দিনের বেলা সে ঘুমায় না।
এখানে ‘does’ হল ‘Helping Verb’
খুব ভালো ভাবে মনে রাখা উচিত – Interrogative এবং Negative Sentence গঠন করার সময় ‘Do’ কে Auxiliary হিসাবে ব্যবহার করা হয়।
আরও কয়েকটি উদাহারন দেখা যাক –
Why do you ask?
কেন জিজ্ঞাসা করছ?
Did you miss me?
তুমি কি আমাকে অনুভব করছো?
When did you buy it?
আপনি এটি কখন কিনেছেন?
She did not say anything.
সে কিছু বলল না।
02. Modal Verbs:
Can, Could এর ব্যবহার
I can swim.
আমি সাঁতার কাটতে পারি।
Can you come?
তুমি কি আসতে পারবে?
I wish I could speak English.
আমি ইংরেজি বলতে পারতাম।
Could you tell me the way?
তুমি কি আমাকে পথটা বলতে পারবে?
# সামর্থ্য অর্থে “can” কে ব্যবহার করা হয়। “can” এর Past Tense হল “Could”. তবে সৌজন্য প্রকাশের জন্য “Could” কে Present Tense এ ব্যবহার করা হয়ে থাকে।
যেমন –
Could I use your pencil?
আমি কি আপনার পেন্সিল ব্যবহার করতে পারি?
এখানে আমরা ‘Can’ ব্যবহার করতে পারতাম কিন্তু “Could” ব্যবহার করার ফলে বাক্যটি অনেক Polite হয়ে গেল এবং এতে একটা সৌজন্য প্রকাশ পেল।
May, Might এর ব্যবহার
# সম্ভাবনা এবং অনুমতি অর্থে “May” কে ব্যবহার করা হয়। যেমন –
May I come in?
আমি কি আসতে পারি?
It may rain tomorrow.
আগামীকাল বৃষ্টি হতে পারে।
# May এর Past Tense হল Might
She might come.
সে আসতে পারে।
It might rain tomorrow.
আগামীকাল বৃষ্টি হতে পারে।
I might go to office.
আমি অফিসে যেতে পারতাম। (সম্ভবনা ছিল)
Should, Would এর ব্যবহার
কোন বাক্যে উচিত বোঝালে should ব্যবহার হয়।
How should I know?
আমার কীভাবে জানা উচিত?
You should work hard.
তোমার কঠোর পরিশ্রম করা উচিত।
# কোন বাক্যে উচিত বোঝালে যেমন should ব্যবহার হয়। ঠিক তেমনি “Should” এর পরিবর্তে আমরা “ought to” ব্যবহার করতে পারি।
We ought to obey the law.
আমাদের উচিত আইন মেনে চলা।
এখানে আমরা ‘ought to’ এর পরিবর্তে আমরা ‘should’ ব্যবহার করতে পারতাম।
We should obey the law.
আবার –
You ought to thank him.
তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত।
I think you ought to listen.
আমার মনে হয় আপনার শোনা উচিত।
# সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে “would” ব্যবহার করা হয়
Would you please lend me some money?
আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? (সৌজন্য)
He would read eight hours per day.
তিনি প্রতিদিন আট ঘন্টা পড়তেন। (অনিয়মিত অভ্যাস)
Must এর ব্যবহার
# অবশ্যই করতে হবে এই রকম বোঝালে “Must” ব্যবহার করা হয়।
You must go at once.
তোমাকে এক্ষুনি যেতে হবে।
He must be an Indian.
তাকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে।
I must help her at any cost.
আমি অবশ্যই তাকে যেকোন মূল্যে সহায়তা করব।
03. Semi Modals:
# কোনকিছু প্রয়োজন অর্থে বা করতে হবে অর্থে ‘Need’ ব্যবহার করা হয়
We need a car.
আমরা একটি গাড়ী প্রয়োজন।
I need to check.
আমাকে চেক করতে হবে।
I need to know.
আমার জানা দরকার।
# সাহস করা অর্থে “dare” ব্যবহার করা হয়।
He didn’t dare to speak to her.
সে তার সাথে কথা বলার সাহস পেল না।
Don’t you dare come back again!
তোমার কি আবার ফিরে আসার সাহস নেই!
I dare death.
আমি মৃত্যুকে তুচ্ছ করি।
# অতীতের কোন অভ্যাস বা অতীতে কোন কাজ করা হত এই রকম বোঝালে ‘used to’ ব্যবহার করা হয়।
He used to go to office by car.
তিনি গাড়িতে করে অফিসে যেতেন।
I used to play cricket.
আমি ক্রিকেট খেলতাম।
I used to live here.
আমি এখানে থাকতাম।
Related posts:
No related posts.